গ পৃষ্ঠা ২৩
- Bengali Word গাল পারা, গাল ফোলানো, গাল বাড়িয়ে চড় খাওয়া, গাল বাদ্য English definition ⇒ গাল
- Bengali Word গাল ১ English definition [গাল্] (বিশেষ্য) ১ গণ্ড; কপোল। ২ মুখবিবর; মুখ (ধান খুঁটে গালে দিচ্ছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল গল্প (বিশেষ্য) অলীক বা রচিত কাহিনীর বর্ণনা; কল্পনা; কল্পিত কাহিনী বা গল্প (গালগল্প রচনার বাদশাকে কেউ আমরা দুষেছি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল টিপলে দুধ বেরোয়-নিতান্তই অবোধ বা অল্পবয়স্ক। গাল পাট্টা (বিশেষ্য) চাপদাড়ি; দুই গালজোড়া ঘন স্কশ্রু। গাল ফোলানো (ক্রিয়া) রাগ বা অভিমান করা। গাল বাড়িয়ে চড় খাওয়া (ক্রিয়া) যেচে অপমানিত হওয়া। গাল বাদ্য (বিশেষ্য) মুখ ফুলিয়ে গালে আঘাত করে শব্দকরণ। □ (বিশেষণ ) ((আলঙ্কারিক)) ধ্বনিসর্বস্ব (এমন গালবাদ্য কবিতা এইভাবে মনের সঙ্গে বিযুক্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গালে গালে চড়ানো (ক্রিয়া) সঙ্গে সঙ্গে প্রহার বা শাস্তি দেওয়া। গালে চড়ানো (ক্রিয়া) ক্রোধ; আক্ষেপ বা ক্ষোভ উদ্রেকে গালে চড় মারা; শাস্তি দেওয়া। গালে চুনকালি দেওয়া (ক্রিয়া) অপরাধের শাস্তিস্বরূপ লাঞ্ছনা; বংশের বা আত্মীয়স্বজনের কলঙ্কের কারণ হওয়া। গালে লাগা (ক্রিয়া) ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের ভিতর কুটকুট করা। গালে হাত দেওয়া (ক্রিয়া) অবাক হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল্ল>}
- Bengali Word গাল ২ English definition [গাল্] (বিশেষ্য) কটুবাক্য কথন; গালাগালি; তিরস্কার। গাল দেওয়া, গাল মন্দ করা (ক্রিয়া) তিরস্কার করা; বকুনি দেওয়া; কটুবাক্য বলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি> (প্রাকৃত) √গাল্}
- Bengali Word গালচে English definition ⇒ গালিচা
- Bengali Word গালন English definition [গালোন্] (বিশেষ্য) ১ গেলে ফেলা। ২ ছাঁকা। ৩ চুয়ানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ণিছ্+অন(ল্যুট্)}
- Bengali Word গালা ১ English definition [গালা] (বিশেষ্য) লাক্ষা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>}
- Bengali Word গালা ২ English definition [গালা] (ক্রিয়া) ১ গলিয়ে ফেলা। ২ ফাটিয়ে ভিতরের পদার্থ বের করা (ফোঁড়া গালা)। ৩ তরল পদার্থ নিষ্কাশিত করা (ফেন গালা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ণিচ্+আ}
- Bengali Word গালাগাল, গালাগালি English definition ⇒ গালি
- Bengali Word গালানো English definition [গালানো] (ক্রিয়া) গলিয়ে ফেলা; দ্রবকরণ। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালা+ (বাংলা) আনো}
- Bengali Word গালি English definition [গালি] (বিশেষ্য) ১ কটুবাক্য। ২ ভর্ৎসনাপূর্ণ বাক্য; ভর্ৎসনা। ৩ অশ্লীল শব্দ প্রয়োগ; অশিষ্ট বাক্য। গালাগালি, গালাগাল (বিশেষ্য) ভর্ৎসনা; কটুবাক্য প্রয়োগ; গালি (গালাগালি দেওয়া বা করা)। গালি গালাজ (বিশেষ্য) কটু বা তৎসদৃশ বাক্য ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি+ই(ইন্)}
- Bengali Word গালিচা, গালচে English definition [গালিচা; গাল্চে] (বিশেষ্য) কার্পেট; মেঝেয় পশুলোম পাট ইত্যাদি দ্বারা প্রস্তুত পুরু আবরণবিশেষ। {(ফারসি) গালীচা}
- Bengali Word গালিত English definition [গালিতো] (বিশেষণ) ১ গলানো হয়েছে এমন; গলানো। ২ নিংড়ানো। ৩ ছাঁকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word গালিব English definition ⇒ গালেব
- Bengali Word গালিম English definition [গালিম্] (বিশেষ্য) ১ শত্রু; বৈরী; অরি (গোলাম গোলামী কৈল গালিম কয়েদ হৈল-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য), (বিশেষণ) ১ বিজয়ী। ২ প্রবল। গালিমি, গালিমী ( বিশেষ্য) ১ শত্রুতা; প্রতিকূলতা (গালিমী করিল তাহে পাঠানু তোমায়-ভারতচন্দ্র রায় গুণাকর )। ২ জবরদস্তি। {(আরবি) গালিব্-}
- Bengali Word গালে গালে চড়ানো, গালে চুনকালি দেওয়া English definition ⇒ গাল
- Bengali Word গালেব, গালিব English definition [গালেব্, গালিব্] (বিশেষ্য) বিজয়ী। □ (বিশেষণ) ১ প্রবল শক্তিশালী (শাহ্ওয়াৎ গালেব হয়-আবুল মনসুর আহমদ)। ২ পরাক্রমশালী; দুর্ধর্ষ (গালেব দূষমন আছে-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) গালিব্ }
- Bengali Word গাহ ১, গাহ্ ২ English definition [গাহ্] (বিশেষ্য) স্থান (বালুর উপর স্তূপ রয়েছে সেখানে কবরগাহ্-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গাহ্ }
- Bengali Word গাহ ২ English definition ⇒ গাহন
- Bengali Word গাহক English definition ⇒ গ্রাহক
- Bengali Word গাহন, গাহ English definition [গাহোন্, গাহো] (বিশেষ্য) সমগ্র দেহ ডুবিয়ে স্নান; অবগাহন (গাহন করিতে চাহে ওই নীরে-মোহিতলাল মজুমদার; আলোয় গাহন করি-ড. কাজী মোতাহার হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাহ্+অন(ল্যুট্), অ(ঘঞ্)}