গ পৃষ্ঠা ২২
- Bengali Word গামোছা English definition ⇒ গামছা
- Bengali Word গাম্ভারি English definition [গাম্ভারি] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও তার কাষ্ঠ (বসিল গাম্ভারি পীঠে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গম্ভারিকা, গম্ভারী>}
- Bengali Word গাম্ভীর্য English definition [গাম্ভির্জো] (বিশেষ্য) ১ গম্ভীর ভাব; গম্ভীরতা। ২ অচাপল্য; অবিকারিত্ব; অচাঞ্চল্য। ৩ গুরুত্ব; প্রগাঢ়তা। ৪ মহিমা (গাম্ভীর্যপূর্ণ পরিবেশ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গম্ভীর+য(ষ্যঞ্)}
- Bengali Word গাযী English definition ⇒ গাজি
- Bengali Word গারত, গারৎ English definition [গারোত্] (বিশেষণ) বিনষ্ট; নিপাত; বিধ্বস্ত (চিরতরে তারা গারৎ হয়েছে-গোলাম মোস্তফা )। □ (বিশেষ্য) লুণ্ঠন। {(আরবি) গারত্ }
- Bengali Word গারদ English definition [গারোদ্] (বিশেষ্য) ১ জেল; কয়েদ; কারাদণ্ড (গারদ হয়েছে)। ২ জেলখানা; কারাগার; ফাটক (তবুও সর্বদা মনে হয় আছি এক আশ্চর্য গারদে -আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) guard, (তুলনীয়) (হিন্দী) গারদ}
- Bengali Word গারি ১ (ব্রজবুলি), গারী ১ English definition [গারি] (বিশেষ্য) গালি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালি; (হিন্দী) গারী}
- Bengali Word গারী ৩ English definition [গারি] (বিশেষ্য) ১ আগার; সংসার; গৃহস্থালী। ২ ঘরনি; গৃহিণী (অপুত্র যাহার গারী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) অগার> (প্রাকৃত) গার+ (বাংলা) ঈ}
- Bengali Word গারুড় English definition [গারুড়্] (বিশেষণ) গরুড় সম্পর্কিত। □ (বিশেষ্য) ১ এক-প্রকার মহামূল্য রত্ন; মরকত মণি। ২ ব্যূহ রচনার একটি প্রণালি। ৩ সাপের বিষ নামানোর মন্ত্রবিশেষ। গারুড়িক, গারুড়ী (বিশেষ্য) বিষবৈদ্য; বিষ-চিকিৎসক (ঔঝা বৈদ্য গারুড়ী আইল বহুগুণী-সৈয়দ আলাওল)। ২ সাপের ওঝা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গরুড়+অ(অণ্)}
- Bengali Word গারুয়া English definition [গারুয়া] (বিশেষ্য) খেলার বল; গেণ্ডুয়া; ball (পর-হস্তগত যদি হইল গারুয়া পুনি ফিরাইতে পারে সেই সে খেড়ুয়া- সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দুক>(প্রাকৃত) গেন্দুঅ>}
- Bengali Word গারো English definition [গারো] (বিশেষ্য) আসামের গারো পর্বত অঞ্চলের অধিবাসী।
- Bengali Word গার্গী English definition [গার্গি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রাচীন ভারতের স্বনামধন্য বিদুষী। ২ গর্গ মুনির কন্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গার্গ্য+ঈ(ঙীপ্)}
- Bengali Word গার্জিয়ান English definition ⇒ গার্জেন
- Bengali Word গার্জেন, গার্জিয়ান English definition [গার্জেন্, গার্জিয়ান্] (বিশেষ্য) অভিভাবক; তত্ত্বাবধায়ক (এমনি করিয়া যাহাতে গার্জিয়ানরা টাকা না পাঠান -ড. কাজী দীন মুহম্মদ)। {(ইংরেজি) guardian}
- Bengali Word গার্টার English definition [গার্টার] (বিশেষ্য) মোজা বাঁধবার জন্য ব্যবহৃত ফিতা। {(ইংরেজি) garter}
- Bengali Word গার্ডচেন English definition [গার্ড্চেন্] (বিশেষ্য) ১ সরু শৃঙ্খলযুক্ত কেশবিন্যাসের উপরকরণবিশেষ (ঐ সঙ্গে বেলোয়ারি চূড়ী .... ও চুলের গার্ডচেনের অসঙ্গত খদ্দের-কালীপসন্ন সিংহ)। ২ গলা থেকে ঝুলানো ঘড়ির চেন। {(ইংরেজি) guard+chain}
- Bengali Word গার্হপত্য English definition [গার্হোপোত্তো] (বিশেষ্য) ১ বেদের বিধানমতো গৃহস্থ যে অগ্নি আজীবন প্রজ্বলিত রাখে (স্তিমিত গার্হপত্য অগ্নি নিশুতি-নিথর গেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ গৃহপতি সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহপতি+য(ষ্যঞ্)}
- Bengali Word গার্হস্থ English definition ⇒ গার্হস্থ্য
- Bengali Word গার্হস্থ্য, গার্হস্থ English definition [গার্হোস্থো] (বিশেষ্য) ১ গৃহস্থ-ধর্ম; গৃহস্থ-আশ্রম; গৃহস্থের জীবন। ২ গৃহস্থ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহস্থ+য(ষ্যঞ্), অ}
- Bengali Word গাল টিপলে দুধ বেরোয় English definition ⇒ গাল