গ পৃষ্ঠা ২৪
- Bengali Word গাহা English definition ⇒ গাওয়া৩
- Bengali Word গাড়ওয়ান English definition ⇒ গাড়োয়ান
- Bengali Word গাড়ল, গারল English definition [গাড়োল্, গারোল] (বিশেষ্য) ১ গালিবিশেষ। ২ মেষ; ভেড়া; গড্ডল। ৩ যে ব্যক্তি অন্যের বা পত্নীর বুদ্ধিতে পরিচালিত হয়। □ (বিশেষণ) মূর্খভ বা নির্বোধ (লোকটি এদেশে-আসা সাধারণ ইংরেজদের মত গাড়ল নয়-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল>}
- Bengali Word গাড়া English definition [গাড়া] (বিশেষ্য) ১ গর্ত; খোঁদল (দুই গিধরের গাড়া ছিল সেইখানে-সৈয়দ হামজা)। ২ খানা; ডোবা। □ (ক্রিয়া) ১ প্রোথিত করা; ভিতরে প্রবেশ করানো। ২ বাঁধা; স্থাপন করা (আড্ডা গাড়া)। ৩ মুড়ে বসা (হাঁটু গাড়া)। গেড়ে বসা (ক্রিয়া) চেপে বসা; দীর্ঘকালের জন্য অনড় হয়ে বসা। {√গাড়্+আ}
- Bengali Word গাড়ি, গাড়ী English definition [গাড়ি] (বিশেষ্য) যান; শকট; রথ। গাড়ি করা (ক্রিয়া) ১ স্বীয় ব্যবহারের জন্য শকট ক্রয়; গাড়ির অধিকারী হওয়া। গাড়ি ডাকা (ক্রিয়া) ভাড়া করার জন্য গাড়ি ডেকে আনা। গাড়ি-বারান্দা (বিশেষ্য) গৃহের সম্মুখস্থ বারান্দা যার নিচে গাড়ি থাকে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ত্রী, (প্রাকৃত) গংতী}
- Bengali Word গাড়ু ১ English definition [গাড়ু] (বিশেষ্য) লম্বা নলযুক্ত পানীয় পাত্রবিশেষ (সোনার গাড়ুর জল আপন ঠাঁইয়ে ঝরে গেল- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। গাড়ুর দামে খাড়ু যাওয়া (ক্রিয়া) অল্পের জন্য মূল্যবান দ্রব্য নষ্ট হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডুক>}
- Bengali Word গাড়ু ২ English definition [গাড়ু] (বিশেষ্য) কুঁজ বা পৃষ্ঠ গ্রন্থী (বুড়া গরু লড়া দাঁত ভাংগাগাছ গাড়ু-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গড়ু}
- Bengali Word গাড়োয়াল English definition [গাড়োয়াল্] (বিশেষ্য) ১ ভারতের উত্তরের অঞ্চলবিশেষ। ২ গাড়োয়াল প্রদেশের অধিবাসী (এই গুর্খা আর তাদের ভায়রা ভাই গাড়োয়ান এই দুটো জাত(ইংরেজি)..ভীষণ হয়ে উঠে-(কাজী নজরুল ইসলাম))। {(বাংলা) গাড়ি+আল>}
- Bengali Word গাড়োয়ান, গাড়ওয়ান English definition [গাড়োয়ান্] (বিশেষ্য) শকটচালক; যানবাহন। গাড়োয়ানি, গাড়োয়ানী (বিশেষ্য) শকট চালানোর কাজ (রঘুকুলের ক্ষত্রিয়েরা এক্কা গাড়ির করছে গাড়োয়ানী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(বাংলা) গাড়িআন, ওয়ান্}
- Bengali Word গাঢ় English definition [গাঢ়ো] (বিশেষণ) ১ জমাট বাঁধা; ঘন (গাঢ় দুধ)। ২ তীব্র (গাঢ় শোক)। ৩ রাশীকৃত অথচ ঘনীভূত (গাঢ় মেঘ)। ৪ গভীর (গাঢ় নিদ্রা)। ৫ নিবিড় (গাঢ় অন্ধকার)। ৬ অবরুদ্ধ; আবদ্ধ (গাঢ় স্বর)। ৭ নিমগ্ন; নিবিষ্ট; আবিষ্ট। ৮ চড়া; টকটকে (গাঢ় রং)। ৯ দৃঢ়; অবিচল (গাঢ় ভালোবাসা)। গাঢ়তা, গাঢ়ত্ব বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাহ্+ত(ক্ত)}
- Bengali Word গাঢ়া English definition [গাঢ়া] (বিশেষণ) খানা; খন্দ; গর্ত; নিচু জায়গা (নামছে গাঢ়ায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ত}
- Bengali Word গায়ক English definition [গায়োক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ গীতকারী; যে গান করে; গাইয়ে; সঙ্গীতজ্ঞ। ২ কীর্তক; কীর্তনকারী; ঘোষক (গুণগায়ক)। গায়িকা, গায়কী (অপ্রচলিত) (স্ত্রীলিঙ্গ) (গাইছে গায়কী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+অক(ণ্বুল্)}
- Bengali Word গায়কোয়ার, গাইকোয়ার, গাইকোয়াড় English definition [গায়্কোয়ার্, গাইকোয়ার, গাইকোয়াড়] (বিশেষ্য) বরোদার রাজার উপাধি।
- Bengali Word গায়ত্রী English definition [গায়োত্ত্রি] (বিশেষ্য) ১ হিন্দুদের সূর্য বন্দনামূলক সুপ্রসিদ্ধ বৈদিক মন্ত্রবিশেষ। ২ বৈদিক ছন্দ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গায়ৎ+√ত্রৈ+অ(ড)+ঈ(ঙীষ্)}
- Bengali Word গায়ন English definition [গায়োন্] (বিশেষণ) গান করে এমন; গায়ক; গীতকারী; উদ্গাতা (গানের গায়ন কয় যে আইন সেই আইনই ফলবে শেষে- সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) গীতকরণ; গান গাওয়া (সুরের কাঠিন্য মিলল গিয়ে মীড়ের তারল্যে এই হল গায়নের ছন্দ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গায়ন পদ্ধতি (বিশেষ্য) গীত-প্রণালি; গানের রীতি। গায়ন বাদন (বিশেষ্য) গীতবাদ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+অন(ল্যুট্)}
- Bengali Word গায়ব (ব্রজবুলি), গায়বি (ব্রজবুলি) English definition [গায়বো, গায়োবি] (ক্রিয়া) গাইবে (গুণ গায়বি-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গৈ}
- Bengali Word গায়বী English definition ⇒ গায়েবি
- Bengali Word গায়র মহরম, গায়র মহরুম English definition [গায়োর মহরম্, গায়র মহরুম] (বিশেষ্য), (বিশেষণ) যার সঙ্গে বিবাহ চলে। {(আরবি) গায়ির মহরম }
- Bengali Word গায়েন English definition [গায়েন্] (বিশেষ্য), (বিশেষণ) গান করে যে; গায়ক; গীতকারী। মূল-গায়েন (বিশেষ্য) গানের দলের প্রধান গায়ক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গায়ন>}
- Bengali Word গায়েব English definition [গায়েব্] (বিশেষণ) ১ অদৃশ্য; গুপ্ত (যাদুর দরিয়া গেল গায়েব হইয়া-সৈয়দ হামজা)। ২ আত্মসাৎ; গাপ। {(আরবি) গায়ীব্ }