গ পৃষ্ঠা ২৫
- Bengali Word গায়েব মুকাল্লিদ, গায়ের মোকাল্লেদ English definition [গায়ের মুকাল্লিদ্, গায়ের মোকাল্লেদ্] (বিশেষণ) চার ইমামের কারও অনুসারী নয় এমন; গোঁড়া অনুসারী নয় এমন। {(আরবি) গায়িরে মুকাল্লিদ }
- Bengali Word গায়েবি, গায়েবী English definition [গায়েবি] (বিশেষণ) ১ অদৃশ্য (গায়বী নূরে বাড়ছে আরও চেহারার রোশনাই-রওশন ইজদানী; সেই বাতাসে গৈবি আওয়ার হল তখনি-মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ আজগুবি। ৩ গুপ্ত (লোকে রটিল পেয়েছে গৈবী ধন- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ রহস্যময় (গায়েবি খুন)। গায়েবি খেলা (বিশেষ্য) ১ দাবা খেলায় না দেখে দূর থেকে চাল চালা। ২ ((আলঙ্কারিক)) অবস্থা না জেনে ব্যবস্থা দান। {(আরবি) গায়বী }
- Bengali Word গায়ের হাজির, গায়র হাযির English definition ⇒ গরহাজির
- Bengali Word গিঁঠ, গিঁট, গিঁঠা, গিট্ঠু English definition [গিঁঠ্, গিঁট্, গিঁঠা, গিট্ঠু] (বিশেষ্য) গাঁট; গ্রন্থি (সেটা .... গিঁটে ভর্তি- সৈয়দ মুজতবা আলী)। ২ অঙ্গের অস্থিসমূহের সংযোগ বা মিলন স্থান। ৩ বন্ধন; বাঁধন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি}
- Bengali Word গিজগিজ English definition [গিজ্গিজ্] (অব্যয়) ঠাসাঠাসি করে একত্র অবস্থানের ভাব প্রকাশক শব্দ (সভায় লোক গিজগিজ করছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃষ্>}
- Bengali Word গিঞ্জি English definition ⇒ ঘিঞ্জি
- Bengali Word গিটকারি, গিটকারী English definition ⇒ গিটকিরি
- Bengali Word গিটকিরি, গিটকারি English definition [গিট্কিরি, গিটকারি] (বিশেষ্য) ১ গানে একাধিক সুরের পরপর দ্রুত উচ্চারণ (তান, গিটকিরি ইত্যাদি কম্পনমাধুর্য (লাখ পাখীর গিট্কিরি-করুণানিধান বন্দ্যোপাধ্যায়)। {(হিন্দী) গিটকিরী, গিটকারী}
- Bengali Word গিট্ঠু English definition ⇒ গিঁঠ
- Bengali Word গিধড়, গিদ্ধড়, গির্ধড় English definition [গিধড়্, গিদ্ধড়্, গির্ধড়্] (বিশেষ্য) ১ শৃগাল (দুই গিধড়ের গাড়া ছিল সেইখানে-সৈয়দ হামজা)। □ (বিশেষণ) (ভর্ৎসনায়) নোংরা; বুদ্ধু। {(হিন্দী) গীধড়; গিদ্ধড়}
- Bengali Word গিনি English definition [গিনি] (বিশেষ্য) ইংলন্ডীয় মুদ্রায় একুশ শিলিং। গিনি সোনা (বিশেষ্য) ২২ ভাগ স্বর্ণ ও ২ ভাগ তাম্রমিশ্রিত ধাতু। {(ইংরেজি) guinea}
- Bengali Word গিন্নি, গিন্নী English definition [গিন্নি] (বিশেষ্য) ১ গৃহকর্ত্রী। ২ পত্নী; স্ত্রী। গিন্নিপনা (বিশেষ্য) ১ গৃহিণীর দায়িত্ব পালনে দক্ষতা। ২ গৃহিণীর আচরণ। ৩ (ব্যঙ্গার্থ) অল্পবয়স্কা বালিকার পাকামি অথবা গৃহিণীসুলভ ব্যবহার; অল্পবয়সীর প্রবীণার ন্যায় আচরণ। গিন্নিবান্নি, গিন্নীবান্নী (বিশেষ্য) ১ বয়স্কা ও অভিজ্ঞতাসম্পন্না গৃহকর্ত্রী বা তদ্রূপ আচরণ। ২ চালচলনে সুগৃহিণীর ন্যায় ধীর-গম্ভীর নারী বা বালিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহিণী> (প্রাকৃত) গিহিণী>গিন্হী>}
- Bengali Word গিবত, গীবত English definition [গিবত্] (বিশেষ্য) কুৎসা (সে মানুষের নামে যেখানে সেখানে গিবত করে)। {(আরবি) গীবত }
- Bengali Word গিম, গীম (মবা) English definition [গিমো] (বিশেষ্য) গ্রীবা; গলা (বক্ষঃস্থল গিম কণ্ঠ-সৈয়দ আলাওল)। গিমহার (বিশেষ্য) গলার হার (সমন্বয় গিমহার কটির বসন-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রীবা>}
- Bengali Word গিমা English definition [গিমা] (বিশেষ্য) তিক্ত আস্বাদযুক্ত এক প্রকার শাক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রীষ্মসুন্দরক; (তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রীষ্ম>গিম> (বাংলা) আ}
- Bengali Word গিরগিটি, গিরগিটী, গিরিগিটি English definition [গির্গিটি, গিরগিটী, গিরিগিটি] (বিশেষ্য) বহুরূপী; টিকটিকি জাতীয় এক প্রকার সরীসৃপ; chameleon। {(হিন্দী) গির্গিট্}
- Bengali Word গিরদা, গির্দা, গেরদা, গের্দা English definition [গিরদা, গির্দা, গেরদা, গের্দা] (বিশেষ্য) তাকিয়া; বড় বালিশ (মস্ত একটা তক্তপেষে গের্দা হেলান দিয়ে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) গিরদাহ }
- Bengali Word গিরবাজ English definition ⇒ গেরবাজ
- Bengali Word গিরবি, গিরবী English definition [গির্বি] (বিশেষ্য) বন্ধক; রেহান; mortgage। {(ফারসি) গিররী }
- Bengali Word গিরস্থালি English definition ⇒ গৃহ