গ পৃষ্ঠা ৩০
- Bengali Word গুজরান ১ English definition [গুজ্রান্] (বিশেষ্য) ১ জীবিকা (চাষবাস করিয়া গুজরান করা ভাল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ যাপন; অতিবাহন; নির্বাহ। {(ফারসি) গুজরান }
- Bengali Word গুজরানো English definition [গুজ্রানো] (ক্রিয়া) যাপন করা; অতিবাহন করা; নির্বাহ করা (আমরা বিজাপুরের সুলতানের অধীনে বেশ আরাম ও স্বচ্ছন্দ দিন গুজরান করিতেছি-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষ্য), (বিশেষণ ) উক্ত অর্থে। {(ফারসি) গুজরান }
- Bengali Word গুজরি ২, গুজরী English definition [গুজ্রি] (বিশেষ্য) ১ তাল, নারকেল ইত্যাদি গাছের ক্ষতিকারক এক প্রকার কীট। ২ চরণের অলঙ্কারবিশেষ (কাজরী সুরে গুজরী বাজে এর দুটি পায় গুঞ্জরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ রগিণীবিশেষ। গুজরিপঞ্চম, গুজরীপঞ্চম ( বিশেষ্য) প্রাচীনকালে প্রচলিত পায়ের অলঙ্কার (আলতাপরা ছোট পায়ের গুজরীপঞ্চম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুঞ্জরণ>}
- Bengali Word গুজশতা, গুজস্তা, গুযাশ্তা English definition [গুজস্তা, গুজাসতা] (বিশেষণ) ১ সাবেক; পূর্বেকার; বকেয়া। ২ বিগত। {(ফারসি) গুজাশতাহ }
- Bengali Word গুজার English definition [গুজার্] (বিশেষ্য) ১ অতিপাত; অতিবাহন; যাপন (হত তোমার দিন-গুজার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নির্বাহ; সমাধা; সম্পাদন (অবিলম্বে হজ্জ গুজারি ....-সৈয়দ সুলতান)। {(ফারসি) গুজারাহ }
- Bengali Word গুজারা English definition ⇒ গুদারা।
- Bengali Word গুজারেশ English definition [গুজারেশ্] (বিশেষ্য) নিবেদন; বক্তব্য। {(ফারসি) গুজারিশ }
- Bengali Word গুজিয়া English definition [গুজিয়া] (বিশেষ্য) একপ্রকার মিঠাই। {আঞ্চলিক}
- Bengali Word গুজ্গুজ্ English definition ⇒ গুজগুজ
- Bengali Word গুঞ্জ English definition [গুন্জো] (বিশেষ্য) ১ গুচ্ছ; স্তবক; গোছা; পুষ্পগুচ্ছ। ২ গুঞ্জন। ৩ কুঁচ্ {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুঞ্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word গুঞ্জন English definition [গুন্জন্] (বিশেষ্য) ১ গুনগুন ধ্বনি; ঝঙ্কার। ২ অপরিস্ফুট মৃদু মধুর ধ্বনি (আজ শুধু কূজন গুঞ্জন- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুঞ্জ্+অন}
- Bengali Word গুঞ্জরন English definition [গুন্জোরোন] (বিশেষ্য) গুনগুন রব; ঝঙ্কার; মৃদু ধ্বনি উচ্চারণ (আজ কত স্মৃতি যে মনের বনে গুঞ্জরন তুলেছে- এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))। গুঞ্জরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুঞ্জন>}
- Bengali Word গুঞ্জরা English definition [গুন্জরা] (ক্রিয়া) (পদ্য.) গুন গুন রব করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুঞ্জর+(বাংলা) আ}
- Bengali Word গুঞ্জা, গুঞ্জিকা English definition [গুনি্জা, গুজিকা] (বিশেষ্য) কুঁচ ফল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুঞ্জ্+অ+আ; গুঞ্জা+ক(কন্)+আ}
- Bengali Word গুঞ্জিত English definition [গুন্জিতো] (বিশেষণ) ১ গুঞ্জনপূর্ণ। ২ ঝঙ্কৃত; ধ্বনিত। □ (বিশেষ্য) গুঞ্জন। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গুঞ্জ্+ত(ক্ত)}
- Bengali Word গুটনো English definition ⇒ গুটানো
- Bengali Word গুটলি, গুটলে English definition [গুট্লি, গুটলে] (বিশেষ্য) গুটির ন্যায় ছোটো ঢেলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি+ (বাংলা) লি, লে}
- Bengali Word গুটানো, গোটানো, গুটনো English definition [গুটানো, গোটানো, গুটনো] (বিশেষ্য) জড়িয়ে নেওয়া (মাদুর গুটানো, বিছানা গুটানো)। □ ( ক্রিয়া) ১ টেনে এনে জড় করা (সুতা গুটানো)। ২ টেনে তোলা (জাল গুটানো)। ৩ বন্ধ করা; তুলে দেওয়া (কারবার গুটানো)। ৪ সংকুচিত করা; নিষ্ক্রিয় করা (পা গুটানো)। □ (ক্রিয়া-বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠ>+ (বাংলা) আনো, অনো}
- Bengali Word গুটি ১, গুটিকা English definition [গুটি, গুটিকা] (বিশেষ্য) ১ বড়ি; pill (ঔষধের গুটিকা)। ২ ছোটো ঢেলা। ৩ খুঁটি। ৪ ছোটো ছোটো দানা বা গোলাকার বস্তুর আকৃতি (ফলের মতো গুটি উঠিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ ফলের কুশি (গোটা কতক আমের গুটি বাহির করিয়া- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৬ বসন্ত প্রভৃতি রোগের গুটি বা ব্রণ। ৭ রেশমের কোষ। ৮ রেশমের কীট; কোষরূপী পতঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word গুটি ২ English definition [গুটি] (অব্যয়) ১ সংখ্যাবাচক পদাশ্রিত নির্দেশক; article (গুটিচারেক পরিচিত লোক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (প্রাচীন বাংলা) টি; টা; খানি (বাঁশী দুটি-বড়ু চণ্ডীদাস)। গুটিকতো, গুটিকতক, গুটি কয়েক, গুটিক, গুটেক (বিশেষ্য) কয়েকটি; অল্পসংখ্যক; অল্পপরিমণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি; (বাংলা) গোটা+ই}