গ পৃষ্ঠা ৩১
- Bengali Word গুটিকা English definition ⇒ গুটি
- Bengali Word গুটিগুটি, গুড়িগুড়ি English definition [গুটিগুটি, গুড়িগুড়ি] (ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে; অত্যন্ত আস্তে; ধীর পদক্ষেপে (সে আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে-গুটি-গুটি, একা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা}
- Bengali Word গুটিপোকা English definition [গুটিপোকা] (বিশেষ্য) রেশম কীট।
- Bengali Word গুটিসুটি English definition [গুটিশুটি] (ক্রিয়াবিশেষণ) জড়সড় (গুটিসুটি মেরে বসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি/গুটিকা}
- Bengali Word গুড English definition [গুড্] (বিশেষ্য) ভালো। গুড আফটারনুন (বিশেষ্য) বিকেলে সাক্ষাতের পর বিদায়ি অভিবাদন। গুড নাইট (বিশেষ্য) রাতের বেলায় বিদায়ি অভিবাদন। গুড বাই (বিশেষ্য) বিদায়কালীন অভিবাদন। গুড মর্নিং ( বিশেষ্য) সুপ্রভাত; প্রাতঃকালীন স্বাগত সম্ভাষণ। {(ইংরেজি) good}
- Bengali Word গুডবাই English definition [গুড্বাই্] (বিশেষ্য) বিদায়সম্ভাষণ বিশেষ; আল্লাহ তোমার সহায় হন; খোদা হাফেজ (গুডবাই বলিয়া এরাপ্লেনে চড়িলেন- আমআ)। {(ইংরেজি) good-bye}
- Bengali Word গুণ English definition [গুন্] (বিশেষ্য) ১ ধর্ম; স্বভাব; প্রকৃতি (দ্রব্যগুণ)। ২ চরিত্রের যে উৎকর্ষের জন্য আদরণীয় বলে গণ্য হওয়া যায়; ভালো গুণ; সদ্গুণ (গুণবান)। ৩ উপকার; হিত; কল্যাণ; সুফল; ভালো ফল (মন্ত্রের গুণ)। ৪ ফলদায়ক ক্ষমতা; সুফলপ্রদ শক্তি (লতা-পতার গুণ)। ৫ দক্ষতা; নৈপুণ্য; যোগ্যতা (কথা বলে লোকের মন জয় করার গুণ)। ৬ (ব্যঙ্গার্থ) দোষ (অমন গুণের বালাই নিয়ে মরি)। ৭ কু-প্রভাব (ঘুষের গুণ)। ৮ পদার্থের স্বাভাবিক ধর্ম (তরল পদার্থের গুণ নিম্নবাসিতা)। ৯ (দর্শন.) সত্ত্ব রজঃ তমঃ-প্রকৃতির এই তিন গুণ। ১০ যাদু; তুক (ছেলেকে আমার গুণ করেছে)। ১১ (অল.) রচনার উৎকর্ষসাধক তিনটি লক্ষণ-প্রসাদ, মাধুর্য ও ওজঃ। ১২ (গণিত.) পূরণ; গুণন। ১৩ বার; দফা (শত গুণ)। ১৪ ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ)। ১৫ দড়ি; সুতা। ১৬ মাস্তুলে বেঁধে নৌকা টানার মজবুত দড়ি বা তার জাতীয় সূত্রবিশেষ। গুণ করা (ক্রিয়া) ১ বশীভূত করা; জাদু দ্বারা বশীভূত করা। ২ (ক্রিয়া) (গণিত.) পূরণ করা। গুণ কীর্তন (বিশেষ্য) যশোগান; মহিমা প্রচার; শ্রেষ্ঠতা বা উৎকর্ষের আলোচনা। গুণ গরিমা, গুণ গৌরব (বিশেষ্য) চরিত্রোৎকার্ষের মহিমা; সদ্গুণাবলির মাহাত্ম্য। গুনগান (বিশেষ্য) গুণানুবাদ; গুণকীর্তন। গুণগ্রহণ (বিশেষ্য) অপরের গুণের অকুণ্ঠ স্বীকৃতি দান। গুণগ্রাম (বিশেষ্য) গুণাবলি; গুণের সমষ্টি (তেমন গুণগ্রাম নবলোকে দুর্লভ-আবুল ফজল)। গুণগ্রাহকতা (বিশেষ্য) গুণ গ্রহণের ক্ষমতা (তাঁহার বদান্যতা ও গুণগ্রাহকতা কীর্তি শ্রবণ করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গুণগ্রাহী (-হিন্) (বিশেষণ) গুণ গ্রহণ করতে জানে এমন (গুণবান গুণগ্রাহী হন)। গুণগ্রাহিণী। গুণগ্রাহিতা বি। গুণজ্ঞ (বিশেষণ) গুণগ্রাহী; গুণের সমঝদার (সাহিত্য চর্চা করে দেশশুদ্ধ লোক গুণজ্ঞ হয়ে উঠুক-প্রথম চৌধুরী)। গুণ টানা (ক্রিয়া) নৌকার মাস্তুলে দড়ি তার ইত্যাদি বেঁধে টেনে নিয়ে যাওয়া। গুণধর (বিশেষণ) ১ গুণবান; গুণশালী। ২ (ব্যঙ্গার্থ) কুক্রিয়াসক্ত; দোষের আকর; দুঃশীল; নীচ চরিত্র (গুণধর ভাই আমার)। গুণধাম, গুণনিধি (বিশেষ্য), (বিশেষণ) গুণী ব্যক্তি; বহু গুণের আকার বা আধার। গুণপনা, গুণীপনা (বিশেষ্য) নৈপুণ্য; দক্ষতা; গুণবত্তা। গুণফল (বিশেষ্য) (গণিত.) গুণনের বা পূরণের দ্বারা উৎপন্ন রাশি। গুণবত্তা (বিশেষ্য) গুণশালিতা; গুণপনা; সদ্গুণের উপস্থিতি। গুণবন্ত, গুণমন্ত (বিরল) (বিশেষণ) ১ গুণবান; গুণী (গুণবন্ত জ্ঞানবন্ত তুমি ধর্মমতি-দৌলত উজির বাহরাম খান)। ২(ব্যঙ্গার্থ) গুণহীন। গুণবাচক (বিশেষণ) গুণ প্রকাশ করে এমন; গুণপ্রকাশক। গুণবাদ (বিশেষ্য) গুণবর্ণন বা কীর্তন; প্রশংসাবাদ। গুণবান (বিশেষণ) গুণশালী; গুণী। গুণবতী (স্ত্রীলিঙ্গ)। গুণবৃক্ষ (বিশেষ্য) নৌকার মাস্তুল যার সঙ্গে গুণ বাঁধা হয়। গুণবৈষম্য (বিশেষ্য) ১ গুণের অসমতা। ২ বিরুদ্ধ গুণের সমাবেশ; পরস্পর বিপরীত গুণের একত্র সমাবেশ। গুণমণি (বিশেষ্য) বিশিষ্ট গুণী ব্যক্তি; গুণবিধি। গুণময় (বিশেষণ ) গুণযুক্ত; গুণবান। গুণময়ী (স্ত্রীলিঙ্গ)। গুণমুগ্ধ (বিশেষণ) গুণের দ্বারা আকৃষ্ট বা মোহিত (তুমি গুণময় গুণবিধি, গুণমুগ্ধ আনি)। গুণমুগ্ধা (স্ত্রীলিঙ্গ)। গুণশালী (বিশেষণ) গুণসম্পন্ন; গুণবান। গুণশালিনী (স্ত্রীলিঙ্গ)। গুণশালিতা বি। গুণশূন্য ( বিশেষণ) গুণহীন; নির্গুণ। গুণসম্পন্ন (বিশেষণ) গুণযুক্ত; গুণবান। গুণে ঘাট নাই ১ কোনো বিষয়ে হীন নয়; সর্বগুণের আধার। ২ (ব্যঙ্গার্থ) সকল প্রকার দোষযুক্ত। গুণের সাগর (বিশেষণ) ১ অত্যন্ত গুণবান। ২ ( ব্যঙ্গার্থ) অত্যন্ত দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্+অ(অচ্)}
- Bengali Word গুণক English definition [গুনক্] (বিশেষ্য) যে রাশি বা সংখ্যা দ্বারা গুণ করা হয়; multiplier। গুণকারক বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গুণ্+অক}
- Bengali Word গুণজায়িশ English definition ⇒ গুঞ্জায়িশ
- Bengali Word গুণতি English definition ⇒ গুনতি
- Bengali Word গুণন English definition [গুনন্] (গণিত.) পূরণ; multiplication। গুণনীয়, গুণ্য (বিশেষ্য), (বিশেষণ) গুণ করতে হবে এমন; যে সংখ্যা বা রাশি দ্বারা গুণ করতে হবে; multiplicand। গুণনীয়ক (বিশেষ্য) যে রাশি দ্বারা বিশেষ কোনো রাশিকে ভাগ করলে অবশিষ্ট থাকে না; factor। গুণফল (বিশেষ্য) গুণনের দ্বারা প্রাপ্ত রাশি বা সংখ্যা; product। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্+অন(ল্যুট্)}
- Bengali Word গুণবি (ব্রজবুলি), গণবি (ব্রজবুলি) English definition [গুনবি, গনোবি] (ক্রিয়া) গণবে; গণনা করবে (নাহি গুণবি আনে-(বিদ্যাপতি) )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্+ (বাংলা) (বিশেষ্য) বিভক্তি}
- Bengali Word গুণা ১ English definition ⇒ গুনা১
- Bengali Word গুণা ২ English definition [গুনা] (বিশেষ্য) গৌণ; অপ্রধান। গুণা করা (ক্রিয়া) গৌণ করা; অবহেলা করা; অপ্রধান বা লক্ষ্য করার অযোগ্য বলে গণ্য করা। অবমাননা করা (লোকের খাতির ও সেলামাল্কির গুণা কত্তেন না-কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৌণ>}
- Bengali Word গুণাকর English definition [গুনাকর] (বিশেষ্য) ১ গুণের খনি; গুণের আধার। ২ সর্বপ্রকার গুণসম্পন্ন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+আকর; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণাগুণ English definition [গুনাগুন্] (বিশেষ্য) গুণ ও দোষ; দোষগুণ; ভালোমন্দ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অগুণ; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word গুণাঢ্য English definition [গুনাঢ্ঢো] (বিশেষণ) গুণসম্পন্ন বা সমৃদ্ধ; গুণশালী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+আঢ্য; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণাতীত English definition [গুনাতিত্] (বিশেষণ) সর্বগুণের অতীত; নির্গুণ; □ (বিশেষ্য) আল্লাহ; পরম ব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অতীত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণাধার English definition [গুনাধার্] (বিশেষ্য) (সর্বনাম) গুণসম্পন্ন ব্যক্তি; গুণবান ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+আধার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণানুবাদ English definition [গুনানুবাদ্] (বিশেষ্য) গুণের প্রশংসা; গুণকীর্তন (তাঁহার গুণানুবাদ আমাদের সর্বতোভাবে কর্তব্য-মীর মশাররফ হোসেন) {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অনুবাদ; ৬(তৎপুরুষ সমাস)}