গ পৃষ্ঠা ২৯
- Bengali Word গুঁড়ন English definition ⇒ গুঁড়ান
- Bengali Word গুঁড়া, গুঁড়া English definition [গুঁড়া, গুঁড়্] (বিশেষ্য) ১ চূর্ণ; রেণু (অভ্রভেদী চূড়া যদি যায় গুঁড়া হয়ে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কণা; অবশেষ। □ (বিশেষণ) ১ চূর্ণ করা হয়েছে এমন; চূর্ণীকৃত; গুঁড়ানো। ২ অতি ক্ষুদ্র (গুঁড়া মাছ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডক>; (তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ডি}
- Bengali Word গুঁড়ানো, গুঁড়নো English definition [গুঁড়ানো, গুঁড়নো] (ক্রিয়া) চূর্ণ করা; রেণু রেণু করা। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ড্> (বাংলা) গুঁড়া+আনো}
- Bengali Word গুঁড়ি ১ English definition [গুঁড়ি] (বিশেষ্য) ১ গুঁড়া; চূর্ণ (চালের গুঁড়ি)। ২ ক্ষুদ্র; বিন্দু (গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; গুঁড়ি মাছ)। ৩ রেণু (সজনে পাতার গুঁড়ি চুলে বেঁধে-জীবনানন্দ দাশ)। ইলশা গুঁড়ি, ইলশে গুঁড়ি (বিশেষ্য) কণার মতো আকারে অল্প বৃষ্টি; বিন্দু বিন্দু বৃষ্টিপাত; drizzle। বর্ষাকারে এ ধরনের বৃষ্টি পড়ার সময়ে জালে অধিক পরিমাণ ইলিশ ধরা পড়ার জন্য এই নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডিক>; √গুণ্ডি>}
- Bengali Word গুঁড়ি ২ English definition [গুঁড়ি] (বিশেষ্য) গাছের কাণ্ড (বৃক্ষের প্রকাণ্ড গুঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ডি>}
- Bengali Word গুওটা, গুয়োটা English definition [গুয়োটা] (বিশেষ্য) গালিবিশেষ; গুখোর বেটা। (গুয়োটা তুই। তুই ওর ভিতর!-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) গুহ্ }
- Bengali Word গুগগুল, গুগ্গুল, গুগগুলু English definition [গুগ্গুল্, গুগ্গুল, গুগ্গুলু] (বিশেষ্য) এক প্রকার বৃক্ষ ও তার সুগন্ধ নির্যাস (ধোঁয়া করে গুগগুল -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুগ্গুল}
- Bengali Word গুগলি English definition [গুগ্লি] (বিশেষ্য) ছোট শামুক (শেষ পর্যন্ত ভেসে উঠি গুগ্লি-পাওয়া হংসের মত-আলাউদ্দীন আল আজাদ)। {আঞ্চলিক}
- Bengali Word গুচ্চের English definition ⇒ গুচ্ছের
- Bengali Word গুচ্ছ English definition [গুচ্ছো] (বিশেষ্য) স্তবক; গোছা; থোকা; আঁটি (কেশের গুচ্ছ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গু+ছ অথবা অমূ। তবে সংস্কৃত মহাকবি মাঘ ও জয়দেব তাঁদের কাব্যে শব্দটি ব্যবহার করেছেন-‘অযুক্ছদগুচ্ছ-সুগন্ধয়ঃ সততগাঃ’}
- Bengali Word গুচ্ছের, গুচ্চের English definition [গুচ্ছের, গুচ্চের] (বিশেষণ) ১ গুচ্ছগুচ্ছ; অসংখ্য; একগাদা। ২ প্রয়োজনাতিরিক্ত; প্রচুর। (বিরক্তিপ্রকাশক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুচ্ছ>}
- Bengali Word গুছনো, গুছানো English definition ⇒ গোছানো
- Bengali Word গুছি English definition [গুছি] (বিশেষ্য) ১ চূর্ণকূন্তলের গুচ্ছ (দুলছে যে ঐ অলক গুছি-(কাজী নজরুল ইসলাম))। ২ বিনুনি বাঁধার জন্য ব্যবহৃত পরচুলা ইত্যাদি উপকরণ বা ট্যাসেল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুচ্ছ>}
- Bengali Word গুজগুজ, গুজুর-গুজুর English definition [গুজ্গুজ্, গুজুর্গুজুর্] (অব্যয়) ১ গোপন পরামর্শ; চাপা গলার গুপ্ত আলাপ। ২ চাপা উত্তেজনাপূর্ণ চুপিচুপি আলাপ (অসন্তোষের গুজগাজ পড়ে গেল-কালীপসন্ন সিংহ)। ৩ নিম্নস্বরে আলাপ (আমাদের পরীটি কাল রাত দুটো অবধি মারাঠার সঙ্গে গুজুর-গুজুর করেছেন-সৈয়দ মুজতবা আলী)। গুজগুজানি (বিশেষ্য) ১ গোপন পরামর্শ। ২ গুজগুজ করে কথাবার্তা। গুজগুজে (বিশেষণ) মনের কথা অস্ফুট রাখে বা খুলে বলে না এমন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গুজব English definition [গুজব্] (বিশেষ্য) ১ রটনা; জনশ্রুতি; জনরব (গুজব ছড়ানো; গুজব ওঠা; গুজব রটা)। ২ রচা কথা (বাজে গুজব)। {(ফারসি) গুজাফ }
- Bengali Word গুজর-গুজর English definition ⇒ গুজগুজ
- Bengali Word গুজরত, গুজরৎ English definition [গুজ্রত্] (অব্যয়) মারফত; হাত দিয়ে। গুজরতখোদ (বিশেষণ) নিজের মারফত; স্বহস্ত প্রদত্ত। {(ফারসি) ‘গুজার’ দাহ}
- Bengali Word গুজরতি, গুজরতী English definition [গুজ্রোতি] (বিশেষ্য) ছোট এলাচ (গুজরাটেই বেশি উৎপন্ন হয় বলে এমন নাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুর্জর>গুজরাট>}
- Bengali Word গুজরা, গুজরি English definition [গুজ্রা, গুজ্রি] (বিশেষণ) ছোট; ক্ষুদ্রকায়; (গুজরা হাতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুর্জর। গুজরাটের হাতি। আকারে ছোট বলে গুজরা শব্দের অর্থ ‘ছোট এবং হাতি সম্পর্কেই শব্দটি সাধারণত ব্যবহৃত হয়}
- Bengali Word গুজরাট, গুজরাত English definition [গুজ্রাট্, গুজরাত্] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতবর্ষের গুর্জর রাষ্ট্র। ২ আধুনিক ভারত প্রজাতন্ত্রের প্রদেশবিশেষ। গুজরাটি, গুজরাতি (বিশেষ্য) গুজরাট প্রদেশের ভাষা বা অধিবাসী। □ (বিশেষণ) গুজরাটে জাত; গুজরাটদেশীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুর্জর>}