গ পৃষ্ঠা ৩২
- Bengali Word গুণানুরাগ English definition [গুনানুরাগ্] (বিশেষ্য) গুণের প্রতি আকর্ষণ; গুণগ্রাহিতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অনুরাগ; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণান্বিত English definition [গুনান্নিতো] (বিশেষণ) গুণযুক্ত; গুণসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অন্বিত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণাবলি, গুণাবলী English definition [গুনাবলি] (বিশেষ্য) গুণসকল; গুণসমূহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+আবলি, আবলী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণাভাস English definition [গুনাভাশ্] (বিশেষ্য) ১ গুণের তুল্য; গুণের সাদৃশ্য। ২ গুণ আছে এরূপ ভুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+আভাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণারি, গুণারী English definition [গুনারি] (বিশেষ্য) যে গুণ টানে (যেমন নৌকা তেমন মাঝি তেমনি নাওয়ের গুণারী-পাগলা কানাই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+ (বাংলা) আরি/আরী}
- Bengali Word গুণার্ণব English definition [গুনার্নব্] (বিশেষ্য) বহুপ্রকার গুণের অধিকারী ব্যক্তি; গুণের সাগর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অর্ণব; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণালঙ্কার English definition [গুণালঙ্কার্] (বিশেষ্য) ১ নানাগুণের মূল্যবান আভরণ; গুণসমূহে সমৃদ্ধ। ২ গুণ ও অলঙ্কার। গুণালঙ্কৃত বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+অলঙ্কার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণিতক English definition [গুনিতক্] (বিশেষ্য) যে রাশিকে অন্য নির্দিষ্ট রাশি দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না; multiple। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণিত+ক}
- Bengali Word গুণিন্ English definition ⇒ গুনিন
- Bengali Word গুণী (-ণিন্) English definition [গুনি] (বিশেষণ) ১ গুণ আছে এমন; গুণসম্পন্ন; গুণশালী। ২ কলাবিদ। ৩ ধার্মিক। ৪ সত্ত্ব প্রভৃতি গুণযুক্ত। ৫ মন্ত্রতন্ত্রজ্ঞ; গুনিন; ওঝা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+ইন্(ইনি)}
- Bengali Word গুণীপনা English definition ⇒ গুণ
- Bengali Word গুণীভূত English definition [গুনিভুতো] (বিশেষণ) গৌণ। গুণীভূত-ব্যঙ্গ (বিশেষ্য) (অল.) যে রচনায় ব্যঙ্গার্থ অপেক্ষা বাচ্যার্থের চমৎকারিত্ব অধিক। {গুণ+চ্বি+ভূত(√ভূ+ক্ত)}
- Bengali Word গুণের ঘাট English definition ⇒ গুণ
- Bengali Word গুণোপেত English definition [গুনোপেতো] (বিশেষণ) গুণসম্পন্ন; গুণবান; গুণী; গুণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+উপেত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণোৎকর্ষ English definition [গুনোত্কর্শো] (বিশেষ্য) ১ গুণের জন্য শ্রেষ্ঠতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+উৎকর্ষ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুণ্ঠন English definition [গুন্ঠন্] (বিশেষ্য) ১ ঘোমটা; অবগুণ্ঠন (মুখর মুখ আর বাচাল নয় লাজ-মুখে আজ যাচে গুণ্ঠন-(কাজী নজরুল ইসলাম))। ২ বেষ্টন; আবরণ; আচ্ছাদন। গুণ্ঠিত (বিশেষণ) ১ বেষ্টিত; আবৃত; আচ্ছাদিত। ২ গুটানো; সংকুচিত। গুণ্ঠিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অবগুণ্ঠিতা; গুণ্ঠনাবৃতা (সেই কুন্ঠিতা গুণ্ঠিতা তব চিরসঙ্গিনী-( কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ঠ্+অন(ল্যুট্), ত(ক্ত)}
- Bengali Word গুণ্ডা English definition [গুন্ডা] (বিশেষ্য) ১ বদমাশ; দুর্জন; দুর্বৃত্ত। ২ জবরদস্তিকারী। গুণ্ডামি, গুণ্ডামো (বিশেষ্য) গুণ্ডার বৃত্তি বা গুণ্ডার ন্যায় আচার ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুন্ড্+অ(ঘঞ্)+ (বাংলা) আ}
- Bengali Word গুণ্ডিত English definition [গুন্ডিতো] (বিশেষণ) ১ চূর্ণিত; চূর্ণীকৃত। ২ গুঁড়িমিশ্রিত; চূর্ণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ড্+ত(ক্ত)}
- Bengali Word গুণ্য, গুণনীয় English definition ⇒ গুণন
- Bengali Word গুদ English definition [গুদ্] (বিশেষ্য) (অশিষ্ট) ১ গুহ্যদেশ; সমদ্বরা; পায়ু। ২ স্ত্রী-চিহ্ন; যোনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গু+দ; (তৎসম বা সংস্কৃত শব্দ) √গুদ্+অ(ক); (তৎসম বা সংস্কৃত শব্দ) √গুহ্>}