গ পৃষ্ঠা ২৮
- Bengali Word গীতা English definition [গিতা] (বিশেষ্য) ১ হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা। ২ (হিন্দুমতে) ধর্মগ্রন্থের ন্যায় শ্রদ্ধেয় গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+ত(ক্ত)}
- Bengali Word গীতি English definition [গিতি] (বিশেষ্য) গান; সংগীত। গীতি কবিতা (বিশেষ্য) গীতধর্মী মন্ময় বা আত্মনিষ্ঠ কবিতা; lyric। গীতিকা (বিশেষ্য) ক্ষুদ্র গতিকবিতা; গাথা; গান। গীতিকাব্য (বিশেষ্য) গীতধর্মী আত্মনিষ্ঠ কাব্য। গীতিনাট্য (বিশেষ্য) ১ সংগীতপ্রধান নাটিকা; যে নাটকে গান প্রধান হয়ে সংলাপের স্থান গ্রহণ করে। গীতিময়ী (বিশেষণ) সংগীতময়; গীতপ্রধান (গীতিময়ী ভাষা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+তি(ক্তি)}
- Bengali Word গীবত English definition ⇒ গিবত
- Bengali Word গীম English definition ⇒ গিম
- Bengali Word গীর্ণ English definition [গির্নো] (বিশেষণ) ১ বর্ণিত; বিবৃত। ২ গিলিত; ভক্ষিত। ৩ কীর্তিত। স্তুত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ত(ক্ত)}
- Bengali Word গীর্দেবী English definition [গির্দেবি] (বিশেষ্য) বিদ্যাদেবী সরস্বতী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গীঃ+দেবী}
- Bengali Word গীর্বাণ English definition [গির্বান্] (বিশেষ্য) ১ বাক্যই যার বাণ বা অস্ত্র। ২ দেব; দেবতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গীঃ+বাণী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word গীর্বাণী English definition [গির্বানি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ দেবী। ২ দৈববাণী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গীঃ+বাণী}
- Bengali Word গীষ্পতি, গীঃপতি English definition [গিশ্পোতি, গিপ্পোতি] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণে কথিত দেবগুরু বৃহস্পতি। ২ মহাপণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গীঃ+পতি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গু English definition [গু] (বিশেষ্য) মল; বিষ্ঠা; পুরীষ। গুখোর-বেটা (বিশেষ্য) ১ বিষ্ঠা-ভক্ষকের পুত্র; গু-খাদক যে লোক। ২ একটি গালি। গুখোরবেটী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। গুখোরি, গুখুরী (বিশেষ্য) বিষ্ঠাভক্ষণের ন্যায় জঘন্য কার্য। □ (বিশেষ্য), (বিশেষণ) বড় ধরনের ভুল; আহাম্মকি (বিয়ে করার মতন গুখুরী কাজ আর নাই-( কাজী নজরুল ইসলাম))। গুয়ে (বিশেষণ) ১ বিষ্ঠাসম্পর্কিত। ২ বিষ্ঠা থেকে জাত। ৩ বিষ্ঠাযুক্ত। গুয়ে-গোবরে (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত অপরিষ্কার অবস্থায়। গুয়ে ঢেলা মারা (ক্রিয়া) মলে ঢিল মারলে যেমন তা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে তেমনি; নোংরা প্রসঙ্গ বা বিষয়ে প্রবিষ্ট হয়ে নিজেকে কলুষিত করা। গুয়ে-বাবলা (বিশেষ্য) বিটখদির; এক জাতীয় বৃক্ষ। গুয়ে শালিক (বিশেষ্য) সারিকা পাখির জাতিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গূ>(প্রাকৃত) গূহ>; (ফারসি) গুহ্ }
- Bengali Word গুঁজা, গূঁজামিল English definition ⇒ গোঁজা
- Bengali Word গুঁজি English definition [গুঁজি] (বিশেষণ) ছোটো গোঁজ বা খিল। □ (বিশেষ্য) খোঁপায় ব্যবহৃত কাঁটা (গুঁজি দিয়ে খোঁপা আটাকও)। গুঁজি কাঠি (বিশেষ্য) খোঁপার কাঁটা। {গোঁজা+ই(হ্রস্বার্থে)}
- Bengali Word গুঁজড়ানো, গুঁজড়নো English definition [গুঁজ্ড়ানো, গুঁজড়নো] (ক্রিয়া) ১ গোঁজা; ঢুকানো; গুঁজে দেওয়া (গর্তটার মধ্যে মুখ গুজ্ড়ে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ লুকানো (মায়ের কাছে মুখ গুঁজ্ড়ে-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) গুজরান্ }
- Bengali Word গুঁতন, গুঁতনো English definition ⇒ গুঁতানো
- Bengali Word গুঁতা, গুঁতো English definition [গুঁতা, গুঁতো] (বিশেষ্য) ১ কনুই, লাঠি বা শিং ইত্যাদি দ্বারা ধাক্কা বা আঘাত। ২ গুঁতা মারার জন্য ব্যবহৃত ক্ষুদ্রকায় লাঠি। ৩ ঠেলা; ধাক্কা; তাড়না (উপরওয়ালার গুঁতা; ওপরওয়ালার গুঁতো)। গুঁতা গাঁতা, গুঁত্তাগাঁত্তা (বিশেষ্য) ১ ধাক্কা বা প্রহার; অল্পবিস্তর মারধোর (দু-চারটা গুঁত্তাগাঁত্তা খাওয়ার পরই হিম্মৎ ... হয়ে গেল-সৈয়দ মুজতবা আলী)। ২ ঠোকর। গুঁতাগুঁতি, গুঁতোগুঁতি (ক্রিয়া) ১ ঠেলাঠেলি। ২ ঝগড়া-বিবাদ। ৩ ঠাসাঠাসি। গুঁতানো, গুঁতনো (ক্রিয়া) ১ প্রহার করা। ২ ধাক্কা বা ঢু মারা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। গুঁতুনে (বিশেষণ) গুঁতা মারবার প্রকৃতিযুক্ত। {(আরবি) গোতা }
- Bengali Word গুঁতো English definition ⇒ গুঁতা
- Bengali Word গুঁতোগুঁতি English definition ⇒ গুঁতা
- Bengali Word গুঁত্তাগাঁত্তা English definition ⇒ গুঁতা
- Bengali Word গুঁফো, গুঁপো English definition [গুঁফো, গুঁপো] (বিশেষণ) গোঁফ আছে এমন; গোঁফযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুম্ফ> (বাংলা) গোঁফ+উয়া>}
- Bengali Word গুঁড় English definition ⇒ গুঁড়া