গ পৃষ্ঠা ২৭
- Bengali Word গিলন English definition [গিলোন্] (বিশেষ্য) গ্রাসকরণ; গলাধঃকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গিল্+অন(ল্যুট্)}
- Bengali Word গিলমান English definition ⇒ গেলমান
- Bengali Word গিলা ১, গিলে English definition [গিলোন্] (বিশেষ্য) এক প্রকার চ্যাপটা অথচ মসৃণ লতা-ফল। গিলা-করা (বিশেষণ) গিলার প্রয়োগে কুঞ্চিত (গিলা করা ধুতি)। {(ওড়িয়া) গিল (লতা)>}
- Bengali Word গিলা ২, গিলান English definition ⇒ গেলা
- Bengali Word গিলাফ English definition ⇒ গেলাপ
- Bengali Word গিলিত English definition [গিলিতো] (বিশেষণ) ১ গলাধঃকরণ করা হয়েছে এমন; গলাধঃকৃত; গেলা হয়েছে এমন। ২ ভক্ষিত। গিলিত-চর্বণ (বিশেষ্য ) ১ রোমন্থন; জাবর কাটা; ভক্ষিত বস্তু উগরে পুনরায় চর্বণ। ২ পুরাতন বিষয়ের পুনরাবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গিল্+ত(ক্ত)}
- Bengali Word গিলে English definition ⇒ গিলা১
- Bengali Word গিলোটিন, গিলোটীন English definition [গিলোটিন্] (বিশেষ্য) মস্তক ছেদনের জন্য ব্যবহৃত সংবদ্ধ খড়্গবিশেষ (তুড়ূঙে যার শানলো না কো আনতে হল গিলোটীনে -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফরাসি) guillotine}
- Bengali Word গিল্টি English definition ⇒ গিলটি১, গিলটি২ ও গিলটি৩
- Bengali Word গিল্লা English definition [গিল্লা] (বিশেষ্য) অভিযোগ; বদনাম; কুৎসা। {(ফারসি) গিল্লাহ }
- Bengali Word গিসগিস, গিস্গিস্ English definition [গিশ্গিশ্] (অব্যয়) ১ অসহ্য ক্রোধের অবস্থাব্যঞ্জক (রাগে গিসগিস করা)। ২ অত্যধিক জনসমাগমের ভাবপ্রকাশ (লোক গিসগিস করছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গিয়া, গিয়ে, গে English definition [গিয়া, গিয়ে, গে] (ক্রিয়া) গিয়ে; গমন করে। □ (বিশেষ্য) কথার মাত্রা; মুদ্রাদোষ (সেসব তো গিয়ে ....)। হলো গিয়ে (ক্রিয়া) সাধারণভাবে অতীতকাল বোঝাতে (সে হলো গিয়ে কত কালের কথা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্> (বাংলা) ইয়া/ইয়ে}
- Bengali Word গিয়া’ত, গিয়াঁত English definition [গিয়াত্, গিয়াঁত্] (বিশেষ্য) জ্ঞাতি; সগোত্র (ওরা কি আমার সাত পুরুষের কুটুম না গিয়া’ত-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) জ্ঞাতি}
- Bengali Word গিয়ে English definition ⇒ গিয়া
- Bengali Word গী English definition ⇒ গীঃ
- Bengali Word গীঃ, গী English definition [গিহ্, গি] (বিশেষ্য) বাণী; ভাষা; বাক্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ক্বিপ্}
- Bengali Word গীঃপতি English definition ⇒ গীষ্পতি
- Bengali Word গীত ১ English definition [গিত্] (বিশেষ্য) গান; সঙ্গীত। গীতবাদ্য (বিশেষ্য) গান ও বাজনা; সঙ্গীত ও বাদ্যযন্ত্রের বাদ্যধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৈ+ত(ক্ত)}
- Bengali Word গীত ২ English definition [গিত্] (বিশেষণ) ১ গান করা হয়েছে এমন। ২ বর্ণিত; কীর্তিত। ৩ উক্ত; কথিত। ৪ ((আলঙ্কারিক)) একই অনীপ্সিত কথার পুনরুক্তি; ঘ্যান ঘ্যান (দুঃখের বা অভাবের গীত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+ত(ক্ত)}
- Bengali Word গীতল English definition [গিতল্] (বিশেষণ) গীতসাধ্য; সুরধর্মী; lyrical। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গীত+ল(লচ্)