গ পৃষ্ঠা ৩৪
- Bengali Word গুবরে পোকা English definition [গুব্রে পোকা] (বিশেষ্য) এক প্রকার পতঙ্গ (মাকড়াসার জালে যেমন গুবরে পোকা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোবিট্+ (বাংলা) এ>গুবরে; (তৎসম বা সংস্কৃত শব্দ) পুত্তিকা>পোকা}
- Bengali Word গুবলেট English definition [গুব্লেট্] (বিশেষ্য) উদ্ভট মিশ্রণ; hodgepodge; জগাখিচুড়ি (দুটো মাংসের ককটেলকে আমার গুবলেট বলে মনে হয়- সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) goblet (এক ধরনের পানপাত্র)>}
- Bengali Word গুবাক, গূবাক English definition [গুবাক্] (বিশেষ্য) ১ সুপারি (বিশ্বাসে গুবাক পান খান তার হাতে-ঘনরাম চক্রবর্তী)। ২ সুপারি গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গু+আক}
- Bengali Word গুম ১ English definition [গুম্] (অব্যয়) ১ গম্ভীর শব্দবোধক। ২ অপ্রকাশিত বা বদ্ধ অবস্থবোধক। □ (বিশেষণ ) ১ গম্ভীর (গুম হইয়া কাঁদে বিবি ভাবিয়া রব্বানী-ফকির গরীবুল্লাহ)। ২ নির্বাক বা নিশ্চুপ ও গম্ভীর; স্তম্ভিত; স্তব্ধ (আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে-সৈয়দ মুজতবা আলী)। গুমগুম, গুমাগুম (অব্যয়) উপর্যুপরি বা একাধিকবার গুম শব্দ। গুমে গুমে, গোমে গোমে (ক্রিয়াবিশেষণ) ভিতরে ভিতরে; গুপ্তভাবে; চক্ষুর অগোচরে (পাপের আগুন পাঁজার আগুনের মতো গোমে গোমে জ্বলে -দীনবন্ধু মিত্র)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গুম ২ English definition [গুম্] (বিশেষণ) গুপ্ত; লুক্কায়িত (গুম খুন)। □ (বিশেষ্য), (বিশেষণ ) ১ নিখোঁজ; লাপাত্তা। ২ গায়েব; অদৃশ্য (গুম করে ফেলা, গুম হয়ে যাওয়া)। গুম খুনি, গোম খুনি (বিশেষ্য) গুপ্তহত্যা (আপনার নামে গোম খুনির নালিশ হয়েছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। গুমি, গুমী (বিশেষণ) ১ গোপন; লুক্কায়িত (চুরি করে আনিয়াছে এবং গুমি করে রাখিবে-দীনবন্ধু মিত্র)। ২ অপরাধজনকভাবে লুক্কায়িতকরণ সম্বন্ধীয়। গুমোট, গুমট (বিশেষ্য) ১ বায়ু স্তম্ভিত থাকার ফলে যে গরম; বায়ু চলাচলের অভাবজনিত ভাপসা গরম (প্রথম রাত্রে গুমট গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্তব্ধ ভাব; ভাবের আদানপ্রদানের অভাবে অবরুদ্ধ ভাব (মনের গুমট)। □ (বিশেষণ) স্তব্ধ (তাই গুমোট পরিবেশটাকে সহজ করা প্রয়োজন)। {(ফারসি) গুম্ }
- Bengali Word গুমটি, গুমটী, গুমটিঘর English definition [গুম্টি, গুমটী, গুমটিঘর্] (বিশেষ্য) প্রহরীদের থাকার অপ্রশস্ত কুঠুরিবিশেষ। {(হিন্দী) গুমটি>}
- Bengali Word গুমর, গুমোর, গুমার English definition [গুমোর্, গুমোর, গুমার] (বিশেষ্য) ১ অহঙ্কার; দেমাক (যে স্ত্রীলোক স্বয়ং উপার্জন করে তাহার একটু একটু গুমর হয় -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); নতুন পৈঁচি বাজুবন্দ পরে চাষা-বৌ কথা কয় না গুমোরে-(কাজী নজরুল ইসলাম))। ২ গোপন কথা; রহস্য; গোপন অভিসন্ধি (মনের গুমর কন্যা মনে লুকাইয়া গোয়ালিনীর কাছে কয় হাসিয়া হাসিয়া-ময়মনসিংহ গীতিকা)। ৩ মূল্য। ৪ চাহিদা (জমির এমত গুমর হইয়াছিল যে- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(প্রাকৃত) গুম্মড; (ফারসি) গুমান }
- Bengali Word গুমরন, গুমরনো English definition ⇒ গুমরানো
- Bengali Word গুমরানো, গুমরনো English definition [গুম্রানো, গুমরনো] (ক্রিয়া) চাপা শোক দুঃখ বা ক্রোধ প্রভৃতিতে ক্লেশ পাওয়া। □ (বিশেষ্য ) উক্ত অর্থে (পাট-কাটী তিন ছেলে নিয়া সুয়োরাণী গুম্রে গুম্রে আগুনে পুড়িয়া ঘর করে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; বোঝে আর গুমরে মরে-রাজিয়া খান)। গুমরানি (বিশেষ্য) ১ অসন্তোষসূচক চাপা গর্জন (শুধু ক্রুদ্ধ শহরের ঘুমহীন গুমরানি-বুদ্ধদেব বসু)। ২ চাপা শোক দুঃখ বা বেদনার কাতরানি। {(ফারসি) গুমার +(বাংলা) আনো}
- Bengali Word গুমরাহ, গোমরাহ English definition [গুম্রাহ্, গোমরাহ] (বিশেষণ) বিপথগামী; পথভ্রষ্ট; (গুম হয়ে রয় গুমরাহ যত চোরে- নই; গোমরাহ্ লোককেই বেশী হেদায়েত করিবার প্রয়োজনীয়তা-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) গুমরাহ্ }
- Bengali Word গুমসা, গুমসো English definition [গুম্শা, গুমশো] (বিশেষণ) ১ ভাপসা; গুমোট ভাবযুক্ত। ২ গরমের আধিক্য হেতু দুর্গন্ধযুক্ত। গুমসানো, গুমসনো (ক্রিয়া) ১ গুমসা হওয়া; গুমট হওয়া। ২ গেঁজে ওঠা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। গুমসানি, গুমসনি ( বিশেষ্য) ১ গুমট হওয়া। ২ গুমটের বা গুমসার ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রীষ্মতা>; (ফারসি) গুম্ + (বাংলা) সা}
- Bengali Word গুমাগুম English definition ⇒ গুম১
- Bengali Word গুমান, গুমাণ English definition [গুমান্] (বিশেষ্য) ১ গর্ব; অহঙ্কার; দেমাক (ইহা জানি মনে হেন না করে গুমাণ। দেখাদার সৃজন দুই একহি সমান- হেয়াত মাহমুদ)। ২ অনুমান। {(ফারসি) গুমান্ }
- Bengali Word গুমার English definition ⇒ গুমর
- Bengali Word গুমি, গুমী English definition ⇒ গুম২
- Bengali Word গুমোর English definition ⇒ গুমর
- Bengali Word গুম্ফ English definition [গুম্ফো] (বিশেষ্য) ১ গোঁফ; moustache। ২ গুচ্ছ; গোছা; স্তবক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুম্ফ্+অ(ঘঞ্)}
- Bengali Word গুম্ফন English definition [গুম্ফন্] (বিশেষ্য) গ্রন্থিতকরণ; গ্রন্থন। ২ রচনা; বিন্যাস। গুম্ফিত (বিশেষণ) ১ গ্রথিত; গাঁথা। ২ রচিত; প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুম্ফ্+অন(ল্যুট্)}
- Bengali Word গুম্ফা English definition ⇒ গুফা
- Bengali Word গুম্বজ, গম্বুজ English definition [গুম্বজ্, গম্বুজ্] (বিশেষ্য) মসজিদ, মন্দির, মিনার, মাজার প্রভৃতির গোলাকার শীর্ষদেশ; গম্বুজ; dome (মর্মর গুম্বজ ভরি ধ্বনি ধায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) গুমবদ }