গ পৃষ্ঠা ৩৫
- Bengali Word গুরগুটে, গুরগুট্টে English definition [গুর্গুটে, গুরগুট্টে] (বিশেষ্য) বেঁটে খাটো গোলগাল ও শক্তপোক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা>}
- Bengali Word গুরবত English definition ⇒ গোরবৎ
- Bengali Word গুরমুখী, গুরুমুখী English definition [গুর্মুখি, গুরুমুখী] (বিশেষ্য) ১ শিখদের ভাষা ও বর্ণমালা। ২ পাঞ্জাবি ভাষার বর্ণমালাবিশেষ। {পাঞ্জাবি গুরুমুখী>}
- Bengali Word গুরিয়া English definition [গুরিয়া] (বিশেষণ) ছোটো (তাঁর স্ত্রী একটি চিত্তির-করা হাঁড়ী ঘুন্সি ও গুরিয়া পুতুল আনতে বলেছিল-কালীপসন্ন সিংহ)। □ (বিশেষ্য) ছোটো পুতুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডিকা>; (হিন্দী) গুড়িয়া}
- Bengali Word গুরু English definition [গুরু] (বিশেষ্য) ১ ধর্মজীবনের উপদেষ্টা; সাধনপন্থানির্দেশক। ২ উপদেশক; শিক্ষক; ওস্তাদ। ৩ সম্মানে বা বয়সে জ্যেষ্ঠ; মাননীয় ব্যক্তি। □ (বিশেষণ) ১ ভাবী; ওজনসম্পন্ন; লঘু বা হালকা নয় এমন। ২ দুর্বহ (চিন্তার গুরুভার)। ৩ দায়িত্বপূর্ণ। ৪ কঠিন; মহান (গুরু দায়িত্ব)। ৫ দুরূহ (গুরু বিষয়)। ৬ শ্রদ্ধেয়; মাননীয় (গুরু লঘু ভেদ)। ৭ অতিশয়; অধিক (গুরু ভোজন)। ৮ (ব্যাকরণ) দীর্ঘ মাত্রাযুক্ত (গুরু স্বর)। গুরুকন্যা (বিশেষ্য) ওস্তাদের কন্যা। গুরু করা, গুরুকরণ (ক্রিয়া) পীর ধরা; গুরুরূপে গ্রহণ করে মুরিদ বা শিষ্য হওয়া। গুরুকুল (বিশেষ্য) গুরুর বংশ। গুরুক্রম (বিশেষ্য) গুরুপরম্পরাগত। □ ( বিশেষণ) ১ গুরুর অনুগত; গুরুর বাধ্য। ২ গুরুঘটিত। গুরুগম্ভীর (বিশেষণ) ১ ওজোগুণসম্পন্ন ও মহত্ত্বপূর্ণ। ২ গভীর অর্থযুক্ত ও গম্ভীর শব্দবিশিষ্ট। ৩ উচ্চ ও গম্ভীর। গুরুগিরি (বিশেষ্য) ১ গুরুর বৃত্তি; শিক্ষকতা। ২ (ব্যঙ্গার্থ) গুরুর ন্যায় ভাবভঙ্গি (গুরুগিরি ফলানো)। গুরুগৃহ (বিশেষ্য) শিক্ষকের বাড়ি। গুরুঘাতক, গুরুঘাতী, গুরুঘ্ন ( বিশেষ্য) গুরুহন্তা। গুরুচণ্ডালী, গুরুচাণ্ডালী (বিশেষ্য) সাধু ভাষার সহিত কথ্য ভাষার ব্যবহাররূপ দোষ; সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণের অসঙ্গতি (তাঁর সাবেকী ভাষা বঙ্কিমের মতো গুরু-চণ্ডালী দোষে দুষ্ট নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। গুরুজন (বিশেষ্য) সম্মানিত ব্যক্তি; গুরুর ন্যায় মান্য ব্যক্তি; বয়স বা জ্ঞানে জ্যেষ্ঠ ব্যক্তি; মুরুব্বি। গুরুজল ( বিশেষ্য) ধাতুমিশ্রিত জল; hard water; যে জলে সাবানের ফেনা হয় না। গুরুঠাকুর (বিশেষ্য) ১ হিন্দুদের পারিবারিক বা বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ২ (ব্যঙ্গার্থ) অশ্রদ্ধেয় ব্যক্তি (বাজে লোক অর্থে) (ওরে আমার গুরুঠাকুর এসেছেন)। গুরু তনয় (বিশেষ্য) গুরুর পুত্র; ওস্তাদের পুত্র। গুরুতর (বিশেষণ) দুইয়ের মধ্যে বেশি গুরু। □ ( বিশেষ্য) সাংঘাতিক; ভয়ানক; অত্যন্ত; মহা (গুরুতর বিপদ)। গুরুতা, গুরুত্ব (বিশেষ্য) ১ গুরুগিরি। ২ মহত্ত্ব। ৩ ভার; ওজন। ৪ আধিক্য। ৫ গাম্ভীর্য। ৬ কাঠিন্য। ৭ স্তূপ; mass; পিণ্ড। গুরুদক্ষিণা (বিশেষ্য) ১ শিক্ষা বা দীক্ষা দানের জন্য গুরুর প্রাপ্য অর্থ প্রভৃতি। ২ (ব্যঙ্গার্থ) প্রহার বা অন্য উপায়ে অপদস্থকরণ; উত্তমমধ্যম। গুরদশা (বিশেষ্য) ১ (হিন্দুদের) পিতা বা মাতার মৃত্যুজনিত অশৌচ অবস্থা। ২ (জ্যোশা.) বৃহস্পতির দশা; সৌভাগ্য দশা। গুরুদেব (বিশেষ্য) গুরু; শ্রদ্ধেয় গুরু। গুরুনিতম্ব (বিশেষণ) যার নিতম্বদেশ স্থূল। গুরুনিতম্বা, গুরুনিতম্বিনী (স্ত্রীলিঙ্গ)। গুরুনিন্দা (বিশেষ্য ) গুরুর নিন্দা। গুরুপত্নী (বিশেষ্য) গুরুর স্ত্রী। গুরুপরিচর্যা (বিশেষ্য) গুরুর সেবা; ওস্তাদের খেদমত। গুরুপাক (বিশেষণ) সহজে পরিপাক হয় না এমন; দুষ্পাচ্য। গুরুপাট, গুরুর পাট (বিশেষ্য) গুরুর স্থান। গুরু পুত্র (বিশেষ্য) গুরুর ছেলে। গুরু পুরত, গুরু পুরোহিত (বিশেষ্য) হিন্দুদের মন্ত্রগুরু বা পুরোহিত। গুরুবধ (বিশেষ্য) গুরুহত্যা। গুরুবরণ (বিশেষ্য) দীক্ষাগুরুকে বস্ত্রালঙ্কার দ্বারা সম্মান। গুরুবর্ন (বিশেষ্য) উচ্চবর্ণ। গুরুবল (বিশেষ্য) ১ গুরুর আশীর্বাদ; গুরুর কৃপাবল। ২ গুরুর করুণা-রূপা শক্তি। গুরুবার (বিশেষ্য) বৃহস্পতিবার। গুরুভক্ত (বিশেষ্য) গুরুর প্রতি ভক্তিভাবসম্পন্ন। গুরুভক্তি (বিশেষ্য) গুরু প্রতি ভক্তি। গুরুভাই (বিশেষ্য) একই গুরুর শিষ্য। গুরুভার (বিশেষ্য ) ১ অধিক ভার। ২ দায়িত্বের আধিক্য। □ (বিশেষণ) ১ অধিক ভারযুক্ত; খুব ভারী। ২ অত্যধিক দায়িত্বযুক্ত। গুরু মহাশয়; গুরু মশাই (বিশেষ্য) ১ শিক্ষক বা পাঠশালার পণ্ডিত। ২ (ব্যঙ্গার্থ) অকালপক্ব বালক; নেতৃত্ব ফলানো। গুরুমা (বিশেষ্য) ১ ধর্মোপদেশদাত্রী। ২ গুরুপত্নী। ৩ শিক্ষাদাত্রী; শিক্ষিকা; ওস্তাদ-আম্মা। গুরু মরার (বিশেষণ) গুরুকে বিদ্যায় হারানোর মতো (করি কতমতো গুরু-মারাটিকে লেখনীর ঘুচে খেদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। গুরু মারা বিদ্যা (বিশেষ্য) ১ গরুর নিকট থেকে লব্ধ যে বিদ্যা দ্বার গুরুকেই পরাস্ত করা হয়; গুরুর শিষ্য হয়েও সেই গুরুকে হারাবার মতো বিদ্যা; গুরুর নিকট থেকে প্রাপ্ত বিদ্যা দ্বারা গুরুকে শিক্ষাদান। ২ গুরুর নিকট থেকে লব্ধ অপপ্রযুক্ত বিদ্যা। গুরুমুখী বিদ্যা (বিশেষ্য) যে বিদ্যা কেবল গুরুর মুখ হইতে শুনিয়া অধিগত করিতে হয়। গুরুরত্ন (বিশেষ্য) পুষ্পরাগ মণি। গুরুশিষ্য (বিশেষ্য) শিক্ষক ও ছাত্র। গুরু-শুশ্রূষা (বিশেষ্য) গুরুর পরিচর্যা। গুরু স্থানীয় (বিশেষণ) গুরুতুল্য; গুরুপদবাচ্য। গুরু হত্যা (বিশেষ্য) গুরুতে হত্যা করা রূপ মহাপাতক। গুরু হন্তা, গুরুহা বিন গুরু হত্যাকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+উ}
- Bengali Word গুরুগুরু English definition [গুরুগুরু] (অব্যয়) ১ মৃদুগম্ভীর মেঘগর্জন ধ্বনি। ২ ভয়ের অনুভূতিজনিত দ্রুত হৃৎকম্পবোধক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গুরুচণ্ডালী English definition ⇒ গুরু
- Bengali Word গুরুমুখী English definition ⇒ গুরমুখী
- Bengali Word গুরুয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [গুরুয়া] (বিশেষণ) গুরু; ভারী; স্থূল (শরীর গুরুয়া তার অতি ভয়ঙ্কর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু>}
- Bengali Word গুর্খা English definition [গুর্খা] (বিশেষ্য) পার্বত্য যোদ্ধা জাতিবিশেষ; নেপালি (এই গুর্খা আর তাদের ভায়রা ভাই ‘গাড়োয়াল’ এই দুটো জাতই ....যুদ্ধের সময় কি রকম ভীষণ হয়ে উঠে-(কাজী নজরুল ইসলাম))।
- Bengali Word গুর্জ English definition ⇒ গোর্জ
- Bengali Word গুর্জর English definition [গুর্জর্] (বিশেষ্য) গুজরাট নামক দেশ বা উহার অধিবাসী। গুর্জরী (বিশেষ্য) ১ গুজরাটের স্ত্রীলোক বা অধিবাসিনী। ২ একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুর্জর}
- Bengali Word গুর্দা English definition ⇒ গোর্দা
- Bengali Word গুর্বিণী (মধ্যযুগীয় বাংলা) English definition [গুর্বিনি] (বিশেষণ) গর্ভিণী; গর্ভবতী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু+ইন+ঈ}
- Bengali Word গুর্বী English definition [গুর্বি] (বিশেষ্য) গুরুর স্ত্রী; গুরুপত্নী। □ (বিশেষণ) ১ মহিমময়ী; গৌরবময়ী। ২ মহতী; বিশাল। ৩ গর্ভিণী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু+ঈ}
- Bengali Word গুল ১ English definition [গুল্] (বিশেষ্য) ১ পোড়া তামাক (গুল থাকলেও হত উপায়, দাঁত মেজেছে তাই দিয়ে হায়-(কাজী নজরুল ইসলাম))। ২ কয়লার গুঁড়ার সহিত গোবর ও মাটি মিশাইয়া প্রস্তুত গুলি (গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভাল দেখা যায় না -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ তামাকের কলিকার টিকা। {(ফারসি) গুল; (তৎসম বা সংস্কৃত শব্দ) গুলিকা}
- Bengali Word গুল ২ English definition [গুল্] (বিশেষ্য) ১ গোলাপ ফুল (বসোরা গুলের লালী- নই)। ২ ফুল (নার্গিস আর গুল বনোসার দেখবে যেথায় সুনীল দল-(কাজী নজরুল ইসলাম))। ৩ ফুলের নকশা বা চিত্র (গুলদার)। গুলকারী (বিশেষ্য ) ফুল আঁকা; ফুলের নকশা। {(ফারসি) গুল }
- Bengali Word গুল ৩ English definition [গুল্] (বিশেষ্য) ১ বানানো গুল্প; মিথ্যা গল্প (একটি সরেস গুল ছাড়ুন তো, চাচা-সৈয়দ মুজতবা আলী)। ২ ধাপ্পা; ফাঁকি; পট্টি। □ (ক্রিয়া) গুল মারা (গুল মারার আর জায়গা পেলে না)। {(ফারসি) গুলতাজ্ }
- Bengali Word গুলজার, গুলযার, গোলজার English definition [গুল্জার্, গুলযার, গোলজার] (বিশেষণ) ১ জাঁকজমকপূর্ণ (তুর্ক তোরণে নহবৎ বাজে গুলজার গুলশান-শাহাদাত হোসেন)। ২ জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ; জমজমা (কলিকাতা ক্রমে ক্রমে শহর হইয়া গুলজার হইতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ জমজমাট (আসর গুলজার)। □ (বিশেষ্য ) (মূল অর্থ) ফুলের বাগান। {(ফারসি) গুলজার }
- Bengali Word গুলঞ্চ English definition [গুলোন্চো] (বিশেষ্য) ১ ফুলবিশেষ (ব্যথায় বিবশ গুলঞ্চ ফুল-(কাজী নজরুল ইসলাম))। ২ এক জাতীয় লতা; গুড়ুচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুড়চী, গুড়ুচী>}