গ পৃষ্ঠা ৩৬
- Bengali Word গুলতরাশ, গুলতরাস English definition [গুল্তরাশ্] (বিশেষ্য) ১ যারা কাগজ কেটে ফুল তৈরি করে। ২ বাতির পোড়া শিষ কাটার কাঁচি। {(ফারসি) গুল্তরাশ }
- Bengali Word গুলতাই English definition [গুল্তাই] (বিশেষ্য) গুলতি (হাতে হেম গুলতাই বাঁটুল-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) গুলেল্ }
- Bengali Word গুলতান, গুলতানি English definition [গুল্তান্, গুল্তানি] (বিশেষ্য) ১ গল্প গুজব; গালগল্প (বন্ধুরা মিলে গুলতানি মারছে-আলাউদ্দীন আল আজাদ)। ২ গোলযোগ। ৩ জটলা; ঘোঁট। গুলতান পাকানো (ক্রিয়া) কয়েকজন একত্রিত হয়ে জটলা করা; ঘোঁট পাকানো। {(ফারসি) গুল্তান্ }
- Bengali Word গুলতি English definition [গুল্তি] (বিশেষ্য) বাঁটুল; মাটির গুলি বা ঢিল ছুড়বার ধনুকবিশেষ (গুলতির গুলি এদের প্রাণ-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গুলেল্ }
- Bengali Word গুলদস্তা English definition [গুল্দস্তা] (বিশেষ্য) ১ ফুলের তোড়া। ২ ফুলদানি। {(ফারসি) গুল্দস্তাহ }
- Bengali Word গুলদান, গুলদানি English definition [গুল্দান্, গুলদানি] (বিশেষ্য) পুষ্পপত্র; ফুলদান (তিল হয়ে সে রইল বসে তোমার গালের গুলদানীতে-( কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গুলদান্ }
- Bengali Word গুলদার English definition [গুল্দার্] (বিশেষণ) ফুলের নকশা-কাটা; বুটিদার (গুলদার ঢাকাই উড়ুনী-কালীপসন্ন সিংহ)। {(ফারসি) গুলদার }
- Bengali Word গুলনকসা, গুলনকশ English definition [গুল্নক্শা, গুলনকশো] (বিশেষ্য) ১ ফুল পাতা-তোলা রেশমি কাপড়। ২ চিকনের ফুল-তোলা কাজ। {(ফারসি) গুল্ + (আরবি) নকশা}
- Bengali Word গুলনার, গুলেনার English definition [গুল্নার্, গুলেনার] (বিশেষ্য) ১ ডালিমের ফুল (প্রশান্ত বাতাসে শুধু জাগিতেছে গুলেনার বন-ফররুখ আহমদ; গুলনার বাগে ফুল বিলকুল-মোহিতলাল মজুমদার)। ২ ডালিম ফুলের নকশা-করা শাড়ি। {(ফারসি) গুল+আনার }
- Bengali Word গুলনো English definition ⇒ গুলানো
- Bengali Word গুলপট্টি English definition [গুল্পোট্টি] (বিশেষ্য) ১ ধাপ্পাবাজি; ফাঁকিবাজি; ধোঁকাবাজি। ২ ধাপ্পা; ফাঁকি। গুলপট্টি মারা (ক্রিয়া ) ধাপ্পা দেওয়া। {(ফারসি) গুলতাজ>গুল+পট্টি}
- Bengali Word গুলফাম English definition [গুল্ফাম্] (বিশেষণ) ১ কুসুমদেহী। ২ রঙিন বা গোলাপি। ৩ গোলাপ বর্ণ। {(ফারসি) গুল+ফাম }
- Bengali Word গুলবদন ১ English definition [গুল্বদোন্] (বিশেষণ) কোমলাঙ্গ; নরম দেহবিশিষ্ট; গোলাপের ন্যায় কোমলদেহী। □ ( বিশেষ্য) রেশমি শড়িবিশেষ। গুলবদনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কোমলাঙ্গী; নরম দেহবিশিষ্ট। {(ফারসি) গুল্+বদন }
- Bengali Word গুলবদন ২ English definition [গুল্বদোন্] (বিশেষণ) ফুলের ন্যায় মুখ যার। গুলবদনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পুষ্পমুখী (গুলবদনীর চিবুক গালের টোল-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গুল্ + (তৎসম বা সংস্কৃত শব্দ) বদন}
- Bengali Word গুলবনফ্শা English definition [গুল্বনোফ্শা] (বিশেষ্য) ফুলবিশেষ; violet flower। {(ফারসি) গুল+বনফশা}
- Bengali Word গুলবন্ধী English definition [গুল্বোন্ধি] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) জামিন; প্রতিভূ। {(ফরাসি) গুল +(ফারসি) বন্দী }
- Bengali Word গুলবাগ, গুলবাগিচা English definition [গুল্বাগ্, গুলবাগিচা] (বিশেষ্য) ফুলবাগান; কুসুম কানন (আগমনী গায় গুলবাগে বুলবুল-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গুল্+বাগ্ }
- Bengali Word গুলবাহার English definition [গুল্বাহার্] (বিশেষ্য) ১ বুটিদার শাড়িবিশেষ; রঙিন ফুল তোলা শাড়িবিশেষ (গুলে গুলে শাড়ী গুলবাহার পরি সেদিন ধরণী মা -(কাজী নজরুল ইসলাম))। ২ কেয়ারি-করা ফুল-বাগান; সুশোভিত কানন (ভূতেরা চাহুক গোর ও স্কশান আমরা চাহিব গুলবাহার-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গুলবাহার }
- Bengali Word গুলমোহর English definition ⇒ গোলমোহ্র
- Bengali Word গুলযার English definition ⇒ গুলজার