গ পৃষ্ঠা ৩৭
- Bengali Word গুলরুখ English definition [গুল্রুখ্] (বিশেষণ) ১ যার গণ্ডদেশ গোলাপের ন্যায় রঙিন। ২ রক্তরঙিন (সুর্মা পাহাড়ে লুপ্ত অগ্নিবর্ণ গুলরুখ শিখা- ফররুখ আহমদ)। {(ফারসি) গুলরোখ্ }
- Bengali Word গুলশান English definition [গুল্শান্] (বিশেষ্য) পুষ্পোদ্যান; কুসুম-কানন; ফুলবাগান (ফিরদৌসের কোন গুলশানে-ইসমাইল হোসেন শিরাজী; এ ধরা হউক আল্লার গুলশান-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) গুলশান }
- Bengali Word গুলশিরাজি English definition [গুল্শিরাজি] (বিশেষ্য) সিরাজের গোলাপ (গোলাপ কাঁটার শুকনো বেড়ায় গুলশিরাজী ফুটল না--সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) গুল্ + (ফারসি) শিরাজি }
- Bengali Word গুলা, গুলি ২, গুলো, গুলিন, গুলোন English definition [গুলা, গুলি, গুলো, গুলিন, গুলোন্] (অব্যয়) ১ বহুত্ব নির্দেশক প্রত্যয় (পাতাগুলিন ছেঁড়া খোঁড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিশেষ সমষ্টিবোধক প্রত্যয় (সবগুলো ছেলে গাছে উঠেছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল}
- Bengali Word গুলানো, গুলনো English definition [গুলানো, গুলনো] (ক্রিয়া) ১ গুলিয়ে ফেলা বা গোলমাল করে ফেলা; এলামেলো করা; বিভিন্ন প্রকার দ্রব্যের মিশ্রণ করা (সব গুলিয়ে ফেলেছে)। ২ আলোড়িত ব মথিত হওয়া; ঘুলিয়ে ওঠা; বমনোদ্রেক হওয়া (পেট গুলাচ্ছে)। ৩ বিশৃঙ্খল হওয়া (গুলিয়ে গেছে)। □ (বিশেষ্য ) উক্ত অর্থসমূহে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল> (বাংলা) আনো}
- Bengali Word গুলাব, গুলাবি, গুলাবী English definition ⇒ গোলাপ
- Bengali Word গুলাল English definition [গুলাল্] (বিশেষ্য) ১ আবীর; ফাগ (গণ্ডে গ্রীষ্মের গুলাল-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ সুগন্ধি তুলসি গাছ; বাবুই তুলসী। ৩ সুগন্ধি পুষ্পবিশেষ। ৪ গুলতি। {(ফারসি) গুল্লালাহ }
- Bengali Word গুলি ১, গুলী, গোলী English definition [গুলি, গুলী, গোলী] (বিশেষ্য) ১ গুটিকার ন্যায় বস্তু; বাঁটুলের ন্যায় ছোট গোলা (ঋষি আফিঙের গুলির ধ্যান করছেন, না আলোর গোলার ধ্যান করছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বড়ি; pill। ৩ বাঁটুল; নুড়ি; গুটি (গুলতির গুলি এদের প্রাণ-(কাজী নজরুল ইসলাম))। ৪ বন্দুকের ছররা বা বুলেট (গুলি তাঁকে স্পর্শ করতে পারে না-রাজশেখর বসু (পরশু); কথা নয় যেন শীসের গুলি-আলাউদ্দীন আল আজাদ)। ৫ হাতে পায়ের পিণ্ডাকার মাংশপেশি; muscle। ৬ চণ্ডু; আফিম থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ (গুলিখোর)। গুলিখোর (বিশেষ্য), (বিশেষণ) চণ্ডুসেবী; আফিংখোর (উড়ে ও বেহারা রেয়ো গুলিখোরেরা কাঙ্গালীর দলে মিশতে লাগলো-কালীপসন্ন সিংহ)। গুলিডাণ্ডা, গুলিদাণ্ডা (বিশেষ্য) একপ্রকার খেলা; ঐ খেলার উপকরণ; ডাংগুলি (গুলি দাণ্ডা; কাপটী কপাটী, চোর চোর, তেলি হাত পিছলে গেলি প্রভৃতি খেলায় পদ্মলোচন প্রসিদ্ধ হযে পড়লেন-কালীপসন্ন সিংহ)। {(তুলনীয়) (হিন্দী) গুলী}
- Bengali Word গুলি ২ English definition ⇒ গুলা
- Bengali Word গুলি-ডাণ্ডা, গুলি-দাণ্ডা English definition ⇒ গুলি
- Bengali Word গুলিকা English definition [গুলিকা] (বিশেষ্য) ১ গুটি; গুটিকা। ২ বটিকা; pill। বড়ি। ৩ বন্দুক ইত্যাদি দ্বারা ছোড়ার গুলি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা>}
- Bengali Word গুলিখোর English definition ⇒ গুলি১
- Bengali Word গুলিস্তান, গুলিস্তাঁ English definition [গুলিস্তান্, গুলিস্তাঁ] (বিশেষ্য) ১ পুষ্পবন; ফুলের বাগান (শরাব সাকীর গুলিস্তাঁয়-(কাজী নজরুল ইসলাম); আনিব হেতা পুণ্য গুলিস্তান-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))। ২ শেখ সাদীর বিখ্যাত কাব্যগ্রন্থ। ৩ ঢাকার গুলিস্তান নামক স্থান। {(ফারসি) গুলিস্তাঁ}
- Bengali Word গুলী, গুলিখোর English definition ⇒ গুলি১
- Bengali Word গুলেনার English definition ⇒ গুলনার
- Bengali Word গুলো, গুলোন English definition ⇒ গুলা
- Bengali Word গুল্ম English definition [গুল্মো] (বিশেষ্য) ১ ছোটো গাছের ঝাড়। ২ কাণ্ডহীন গাছ। ৩ সৈন্যদের ঘাঁটি। ৪ হিন্দু পুরাণোক্ত সৈন্য সংখ্যাবিশেষ। ৫ প্লীহা বৃদ্ধির ফলে রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুড়্+ম(মক্)}
- Bengali Word গুল্ফ English definition [গুল্ফো] (বিশেষ্য) পায়ের গোড়ালি; পাদগ্রন্থি; গ্রন্থি (গুল্ফ চুমি কাঁদবে গো কেশ চিরুন চুমার আফসোস-( কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুর্(>ল্)+ফ(ফক্)}
- Bengali Word গুষ্টি, গুষ্ঠি English definition [গুশ্টি, গুশ্ঠি] (বিশেষ্য) ১ গোষ্ঠী; বংশ; গোত্র। ২ অবাঞ্ছিত ও বিরক্তিকর বহু ব্যক্তি (গুষ্ঠিশুদ্ধ এসেছে)। গুষ্টির পিণ্ডি, গুষ্টির মাথা (বিশেষ্য) একান্ত অবাঞ্ছিত বিরক্তিকর বস্তু অর্থে গালিবিশেষ (তোমার গুষ্টির মাথা, এসব বাজে কথা শুনতে চাইনে)। গুষ্টিসুখ (বিশেষ্য) আত্মীয় পরিজনের সঙ্গসুখ (শহরে এসে গুষ্টিসুখ অনুভব করার সুবিধে হল-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠী>}
- Bengali Word গুহ English definition [গুহো] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা বিষ্ণু। ২ হিন্দু দেবতা কার্তিক। ৩ কায়স্থ শ্রেণির বাঙালি হিন্দুর উপাধিবিশেষ। ৪ রামায়ণে বর্ণিত গুহক চণ্ডাল। গুহষষ্ঠী (বিশেষ্য) তিথিবিশেষ; অগ্রহায়ণের শুক্লা ষষ্ঠী। {√গুহ্+অ(ক)}