গ পৃষ্ঠা ৩৮
- Bengali Word গুহক English definition [গুহক্] (বিশেষ্য) রামায়ণে উল্লিখিত নিষাদরাজ, রামের মিতা (তার চেয়ে ভালো গুহক চাঁড়াল--সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গুহ্+ক}
- Bengali Word গুহা English definition [গুহা] (বিশেষ্য) ১ গহ্বর; গর্ত। ২ পর্বত কন্দর; শৈল-গহ্বর। ৩ নিভৃত স্থান; গূঢ় বা গুপ্তস্থান; অন্তরতম স্থান; গভীর গোপন প্রদেশ। গুহাচর (বিশেষণ) গুহায় বিচরণ করে এমন; গুহায় বিচরণকারী। গুহালীন (বিশেষণ) ১ গুহাগত; গুহাস্থিত। □ (বিশেষ্য) সিংহ বাঘ ইত্যাদি বন্য পশু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুহ+অ+আ}
- Bengali Word গুহাহিত English definition [গুহাহিতো] (বিশেষণ) ১ গুহাতে আবদ্ধ। ২ গুহ্য; নিভৃত; গুহায়িত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুহা+আহিত, ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গুহ্য English definition [গুজ্ঝো] (বিশেষণ) ১ অপ্রকাশ্য। গোপনীয়। ২ নিগূঢ়; রহস্যময়। ৩ নিভৃত; গুপ্ত; একান্ত। ৪ দুর্বোধ্য; দুর্জ্ঞেয়। □ (বিশেষ্য) মলদ্বার (গুহ্যদেশ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুহ্+য(ক্যপ্)}
- Bengali Word গুহ্যক English definition [গুজ্ঝক্] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত কুবেরের অনুচর; যক্ষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুহ্য+ক(কপ্)}
- Bengali Word গুড় ১ English definition [গুড়্] (বিশেষ্য) ইক্ষু, তাল, খেজুর প্রভৃতির রস যা জ্বাল দিয়ে ঘন বা দানাদার করা হয় (খেজুরে গুড়)। গুড়-পিঠা (বিশেষ্য) গুড় দিয়ে তৈরি মালপোয়া জাতীয় পিঠা। গুড়েবালি ((আলঙ্কারিক)) প্রত্যাশা নাশ; আশায় নৈরাশ্য। পাটালি গুড় ( বিশেষ্য) পাটায় জমানো গুড়ের তক্তি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুড়্+অ(ক)}
- Bengali Word গুড় ২ English definition ⇒ গোড়
- Bengali Word গুড়গুড় English definition [গুড়্গুড়্] (অব্যয়) মৃদু গড়গড় শব্দ; উক্তরূপ চাপা ধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গুড়গুড়ি English definition [গুড়্গুড়ি] (বিশেষ্য) আলবোলা; নলযুক্ত হুঁকা; ফরাসি (গুড়গুড়ীর নলে টান দিয়া সুখবোধ হইল না-মীর মশাররফ হোসেন)। □ (অব্যয়) ধূমপানের সময় গুড়গুড় শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word গুড়গুড়ে English definition [গুড়গুড়ে] (বিশেষণ) ১ গুড়গুড় শব্দ করে এমন। ২ বেঁটে; খর্বকৃতি (গুরগুড়ে প্যাঁচা বসে আঁচে রাত হয়েছে কয় প্রহর- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক} (তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা> (প্রাকৃত) গুড়িআ> (বাংলা) গুড়ি>গুড়}
- Bengali Word গুড়া, গুঢ়া, গুরা English definition [গুড়া, গুঢ়া, গুরা] (বিশেষ্য) নৌকার পার্শ্বস্থিত উপবেশনের তক্তা; নৌকার আড়কাঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডি}
- Bengali Word গুড়াকা English definition [গুড়াকা] (বিশেষ্য) ১ নিদ্রা। ২ ধনুর্বিদ্যা। গুড়াকেশ (বিশেষণ) নিদ্রাজিৎ; নিদ্রাকে বশ করা হয়েছে এমন; কর্মবীর। □ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ মহাভারতোক্ত অর্জুন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুড়াকা}
- Bengali Word গুড়ান English definition ⇒ গোড়ানো
- Bengali Word গুড়ি English definition [গুড়ি] (বিশেষ্য) সংকুচিত দেহে নিঃশব্দে চলা বা অবস্থান। গুড়ি মারা (ক্রিয়া) ১ সংকুচিত দেহে অবস্থান করা; গুটিসুটি হয়ে থাকা। ২ আক্রমণের উদ্দেশ্যে অবস্থান করা; ওত পাতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি>}
- Bengali Word গুড়িগুড়ি English definition ⇒ গুটিগুটি
- Bengali Word গুড়িসুড়ি English definition [গুড়িশুড়ি] (ক্রিয়াবিশেষণ) গুটিসুটি; জড়সড় (শিয়রের সাপ গুড়িসুড়ি-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি>}
- Bengali Word গুড়িয়া English definition [গুড়িয়া] (বিশেষণ) ১ ছোট; ক্ষুদ্র (বালখিল্য মুনিকুল, একশতটি যেন গুড়িয়া পুতুল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) খুদে পুতুল; ছোট্ট পুতুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডিক+আরা>গুড়িয়া, (হিন্দী) গুড়িয়া}
- Bengali Word গুড়ুক English definition [গুড়ুক্] (বিশেষ্য) ১ তামাক (গুড়ুক টানিতে পারিবে না বসে সোনার সিংহাসনে-(কাজী নজরুল ইসলাম))। ২ গুড়মিশ্রিত তামাক; মিঠা তামাক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুড়+তামাকু, (হিন্দী) গুড়াকু}
- Bengali Word গুড়ুচি, গুড়ূচী English definition [গুড়ুচি] (বিশেষ্য) গুলঞ্চ লতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুলঞ্চ}
- Bengali Word গুড়ুম English definition [গুড়ুম্] (অব্যয়) ১ তোপধ্বনি। ২ আগ্নেয়াস্ত্র থেকে অগ্নিবর্ষণের শব্দ। {ধ্বন্যাত্মক}