গ পৃষ্ঠা ৩৯
- Bengali Word গুড়্ গুড়্ English definition ⇒ গুড়গুড়
- Bengali Word গুঢ়া English definition ⇒ গুড়া
- Bengali Word গুয়া, গুআ (মধ্যযুগীয় বাংলা) English definition [গুয়া] (বিশেষ্য) সুপারি; গুবাক (গুয়া নারিকেল তাল ডালিম্ব ছোলঙ্গ-সৈয়দ আলাওল; একখান গুআ দুই খান করি খাএ-শেখ ফয়জুল্লাহ)। গুয়া থুবড়ি (বিশেষণ) সুপারির থোপর মতো (এমন কি ঘরের ভিতর ঢোকার পথেও তরুণীর গুয়াথুবড়ি চুলের মতো ঝুমকো লতারা গুচ্ছে গুচ্ছে ঝুলছে-আবু জাফর শামসুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুবাক>}
- Bengali Word গুয়ে English definition ⇒ গু
- Bengali Word গূঢ় English definition [গুঢ়ো] (বিশেষণ) ১ গুপ্ত; লুক্কায়িত; অপ্রকাশিত (গূঢ় অভিসন্ধি)। ২ দুর্জ্ঞেয়; দুর্বোধ্য; জটিল (গূঢ় তত্ত্ব)। ৩ দুষ্প্রবেশ্য; দুর্গম; গহন। ৪ প্রচ্ছন্ন; আচ্ছাদিত; সংবৃত (গূঢ় উপহাস জ্ঞান করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ মর্মগত; আন্তরিক; নিবিড় (তরুলতা গুল্ম কী গূঢ় পুলকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ নির্জন; নির্ভৃত। গূঢ়চারী (বিশেষণ) গোপনচারী, অলক্ষ্য বা প্রচ্ছন্ন গতি এমন (দুর্নমিত, অসংযত, গূঢ়চারী, গহন-গম্ভীর--সত্যেন্দ্রনাথ দত্ত)। গূঢ়পথ (বিশেষ্য) গোপন পথ। গূঢ় পাদ (বিশেষ্য) ১ কচ্ছপ। ২ সর্প। গূঢ় পুরুষ (বিশেষ্য) গুপ্তচর। গূঢ়ফণা (বিশেষ্য) সংবৃত সংগুপ্ত বা সঙ্কুচিত চক্র (পথে পথে গুপ্ত সর্প গূঢ়ফণা-রবীন্দ্রনাথ ঠাকুর)। গূঢ়বৃক্ষ (বিশেষ্য) করবী বৃক্ষ। গূঢ়মায়া (বিশেষণ) বোধাতীত মায়াসম্পন্ন। গূঢ়মার্গ (বিশেষ্য ) গুপ্তপথ; সুড়ঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুহ্+ত(ক্ত)}
- Bengali Word গৃধিনী English definition [গ্রিধিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শকুনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃধ্র+(বাংলা) ইনী}
- Bengali Word গৃধ্নু English definition [গ্রিধ্নু] (বিশেষণ) লোভী; লোলুপ; লোভযুক্ত (অর্থগ্ধ্নু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃধ্+নু(ক্নু)}
- Bengali Word গৃধ্র English definition [গ্রিধ্রো] (বিশেষ্য) শকুনি; গৃধিনী। গৃধ্রী (স্ত্রীলিঙ্গ)। গৃধ্ররাজ (বিশেষ্য) ১ জটায়ু। ২ সম্পাতি। ৩ গরুড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃধ্+র(ক্রন্)}
- Bengali Word গৃহ English definition [গ্রিহো] (বিশেষ্য) ১ বাড়ি; বাটী; ভবন। ২ বাসস্থান; আবাস। ৩ ঘর; কক্ষ; কামরা। ৪ গৃহাশ্রম; সংসার (গৃহধর্ম)। গৃহকপোত ( বিশেষ্য) পারাবত; পায়রা। গৃহকর্তা (বিশেষ্য) গৃহস্বামী; পরিবারের প্রধান বা পালক। গৃহকর্ত্রী (স্ত্রীলিঙ্গ)। গৃহকর্ম, গৃহকার্য (বিশেষ্য) ১ গৃহস্থালির কাজ; ঘরকন্নার কাজ; সাংসারিক কাজ। গৃহকোণ (বিশেষ্য) ১ ঘরের কোণ বা অভ্যন্তর বা প্রান্ত (একেলা গৃহকোণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তঃপুর। ৩ সংসার। গৃহগোধিকা, গৃহগোধা ( বিশেষ্য) টিকটিকি। গৃহচ্ছিদ্র (বিশেষ্য) পরিবারিক কলঙ্ক বা ঘরের দোষ; গৃহাপবাদ (শাস্ত্রে গৃহচ্ছিদ্র প্রকাশ করিতে নিষেধ আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গৃহচ্যুত (বিশেষ্য) রোয়াক; রক; ঘরের দাওয়া। গৃহতল (বিশেষ্য) ঘরের মেঝে। গৃহত্যাগ (বিশেষ্য) ১ আবাস পরিত্যাগ; আশ্রয় ত্যাগ। ২ সংসার ত্যাগ। ৩ সন্ন্যাস গ্রহণ; বৈরাগ্য অবলম্বন। গৃহত্যাগী বিণ। গৃহদাহ (বিশেষ্য) ১ অগ্নি সংযোগে গৃহের আংশিক। বা সম্পূর্ণ ভস্মীভুত হওয়া। ২ ((আলঙ্কারিক)) সাংসারিক বিপর্যয়। গৃহদেবতা (বিশেষ্য) হিন্দুদের মধ্যে পুরুষানুক্রমে পূজিত দেবতা; কুলদেবতা; বাস্তুদেবতা; গৃহে প্রতিষ্ঠিত দেবতা। গৃহদেবী (বিশেষ্য) ১ হিন্দুদের ষষ্ঠী দেবী। ২ গৃহিণী। গৃহদ্বার (বিশেষ্য) ১ ঘরের দরজা। ২ সন্নিধি; নিকট। গৃহধর্ম (বিশেষ্য) ১ গৃহস্থের ধর্ম; সংসার ধর্ম। ২ গৃহস্থের পালনীয় কর্তব্য। গৃহপতি (বিশেষ্য) ১ গৃহস্বামী। ২ বৈশ্য; বণিক (ব্রাহ্মণ, গৃহপতি প্রভৃতি অনেক ধনাঢ্য জাতিও আছে-রাহুল সাংকৃত্যায়ন)। গৃহপাল (বিশেষ্য) গৃহস্বামী। গৃহপালিত, গৃহপোষ্য (বিশেষণ) ঘরে পালন করা হয় বা হয়েছে এমন; পোষা। গৃহপ্রতিষ্ঠা ( বিশেষ্য) গৃহের ভিত্তি স্থাপন। গৃহ প্রবেশ (বিশেষ্য) নবনির্মিত গৃহাদিতে বাসের উদ্দেশ্যে প্রথম প্রবেশ ও সেই উপলক্ষে অনুষ্ঠান। গৃহবলিভুক (বিশেষ্য) ১ কাক। ২ চড়াই পাখি। ৩ কপোত। গৃহবাটিকা (বিশেষ্য) ১ বাসগৃহসংলগ্ন উদ্যান। ২ বাগান বাড়ি। গৃহবাসী (-সিন্) (বিশেষণ) (বিশেষ্য) ১ গৃহে বাস করে যে; গৃহস্থ (ওরে গৃহবাসী, খোল দ্বার খোল- রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংসারী। গৃহবিচ্ছেদ (বিশেষ্য) ১ পরিজনের মধ্যে কলহ; পারিবারিক ঝগড়া-বিবাদ। ২ আত্মকলহ। গৃহবিবাদ (বিশেষ্য) ১ পারিবারিক কলহ। ২ একই রাষ্ট্রের প্রজাগণের মধ্যে পরস্পর যুদ্ধ-বিগ্রহ, রাষ্ট্রের অন্তর্বিপ্লব। গৃহভেদী (-দিন্) (বিশেষণ) যে পরিবারের মধ্যে বিরোধ ঘটায়; ঘর ভাঙানে। গৃহভেদিনী (স্ত্রীলিঙ্গ)। গৃহমণি (বিশেষ্য ) দীপ; প্রদীপ। গৃহমার্জার (বিশেষ্য) পোষা বিড়াল। গৃহমৃগ (বিশেষ্য) গৃহপালিত কুকুর। গৃহমেধী (-ধিন্) (বিশেষ্য) ১ গৃহস্থ। □ (বিশেষণ) গৃহজাত (গৃহমেধী শিল্পে জীয়াইয়া--সত্যেন্দ্রনাথ দত্ত)। গৃহমেধিনী (স্ত্রীলিঙ্গ)। গৃহযাচিকা (বিশেষ্য) চামচিকা। গৃহযুদ্ধ ( বিশেষ্য) ১ ঘরোয়া ঝগড়া-বিবাদ। ২ রাজ্যের অন্তর্বিপ্লব; civil war। গৃহলক্ষ্ণী (বিশেষ্য) ১ কুলবধূ। ২ গৃহের লক্ষ্ণীস্বরূপা গৃহিণী (বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে; অয়ি গৃহলক্ষ্ণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। গৃহশত্রু ( বিশেষ্য) যে ব্যক্তি গোপনে স্বগৃহ বা স্বদেশের ক্ষতিজনক কার্য করে। গৃহশূন্য (বিশেষণ) ১ আশ্রয়হীন; নিরাশ্রয়। ২ মৃতপত্নীক; বিপত্নীক। গৃহসজ্জা (বিশেষ্য) ঘরের আসবাবপত্র। গৃহস্থ, গেরস্থ, গেরস্ত (বিশেষ্য) ১ সংসারী মানুষ। ২ মধ্যবিত্ত এমন লোক। □ (বিশেষণ) গৃহে আছে এমন; গৃহস্থিত। গৃহস্থালি, গিরস্থালি, গেরস্থালী (বিশেষ্য) ঘরকন্না বা সংসারের কাজ (স্বাস্থ্য এবং গিরস্থালি দুইটাই সংশোধনের বাইরে-আবুল মনসুর আহমদ)। গৃহস্বামী (-মিন্) (বিশেষ্য) বাড়ির বা পরিবারের কর্তাব্যক্তি। গৃহস্বামিনী (স্ত্রীলিঙ্গ)। গৃহাগত (বিশেষণ) (বিশেষ্য) ১ বাড়িতে আগত। ২ নিজ গৃহে প্রত্যাবর্তন করেছে যে।৩ অতিথি। গৃহান্তর (বিশেষ্য) অন্য গৃহ; ভিন্ন কক্ষ। গৃহাশ্রম (বিশেষ্য) ১ গার্হস্থ্য আশ্রম। ২ গার্হস্থ্য বা সংসারধর্ম। গৃহাসক্ত (বিশেষণ) ১ সংসারে অত্যন্ত অনুরক্ত। ২ ঘরকুনো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রহ+অ(ক)}
- Bengali Word গৃহিণী English definition [গ্রিহিনি] (বিশেষ্য) ১ গৃহকর্ত্রী। ২ পত্নী; স্ত্রী। (পুংলিঙ্গ) গৃহী। গৃহিণীপনা (বিশেষ্য) ১ গৃহিণীর দায়িত্ব পালনে দক্ষতা। ২ গৃহিণীর আচরণ। ৩ (ব্যঙ্গার্থ) অল্পবয়স্কা বালিকার পাকামি অথবা গৃহিণীসুলভ ব্যবহার; অল্পবয়সীর প্রবীণার ন্যায় আচরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ+ইন্(ইনি)+ই(ঙীপ্)}
- Bengali Word গৃহী English definition [গ্রিহি] (বিশেষ্য) ১ গৃহস্থ; সংসারী। ২ বিবাহিত ব্যক্তি। (পুংলিঙ্গ) গৃহিণী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ+ইন্(ইনি)}
- Bengali Word গৃহীত English definition [গ্রিহিতো] (বিশেষণ) ১ গ্রহণ করা বা মানা হয়েছে এমন। ২ ধারণ করা হয়েছে এমন; ধৃত। ৩ প্রাপ্ত; লব্ধ। ৪ স্বীকার করা হয়েছে এমন; স্বীকৃত। ৫ আশ্রয়প্রাপ্ত; আশ্রিত। (পুংলিঙ্গ) গৃহীতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রহ্+ত(ক্ত)}
- Bengali Word গৃহ্য ১ English definition [গ্রিজ্ঝো] (বিশেষণ) ১ গ্রহণের উপযুক্ত; গ্রহণযোগ্য। ২ বশীভূত; আয়ত্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রহ্+য(ক্যপ্)}
- Bengali Word গৃহ্য ২ English definition [গ্রিজ্ঝো] (বিশেষণ) ১ গৃহসংক্রান্ত। ২ গৃহে পালিত। ৩ গৃহে জাত। □ (বিশেষ্য ) গৃহ্যসূত্র। গৃহ্যসূত্র (বিশেষ্য) হিন্দুদের সাংসারিক অনুষ্ঠানবিধিসংবলিত পুস্তক বা ধর্মগ্রস্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ+য(যৎ)}
- Bengali Word গে English definition ⇒ গিয়া
- Bengali Word গেঁজ, গ্যাঁজ English definition [গ্যাঁজ্] (বিশেষ্য) ১ অঙ্কুর। ২ আব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √জন্ (?); (ফারসি) গজ }
- Bengali Word গেঁজলা English definition ⇒ গাঁজ
- Bengali Word গেঁজে, গেঁজিয়া English definition [গেঁজে, গেঁজিয়া] (বিশেষ্য) টাকা ইত্যাদি রাখিবার সরু লম্বা থলি (ভব্যতা সে ভির্মি গেছে ভেপসে ওটা টাকার গেঁজেয় থেকে --সত্যেন্দ্রনাথ দত্ত; পটু কড়ির গেঁজে বাহির করিয়া দেখাইল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জ+ (বাংলা) ইয়া>এ}
- Bengali Word গেঁজেল English definition [গেঁজেল্] (বিশেষণ) ১ গাঁজাখোর। ২ ((আলঙ্কারিক)) অসম্ভব কথা বলে এমন, যে গাঁজাখুরি গল্প করে এমন; অত্যন্ত মিথ্যাবাদী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জিকা> (বাংলা) গাঁজা+ইয়াল>এল}
- Bengali Word গেঁট, গ্যাঁট English definition [গ্যাঁট্] (বিশেষণ) আঁটসাঁট; স্থির; অনড় (সেই যে বসলেন গেঁট হয়ে-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>?}