জ পৃষ্ঠা ১৫
- Bengali Word জাঁদার English definition [জাঁদার্] (বিশেষ্য) জাঁদরেল (বেগম সাহেব আজকাল ভারী জাঁদার-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) জহাঁদার}
- Bengali Word জাঁহাপনা, জাহাঁপনা, জাঁহান-পানা English definition [জাঁহাপোনা, জাহাপোনা, জাহান্পানা] (বিশেষ্য) ১ পৃথিবীর আশ্রয়স্থল; প্রভু; loard । ২ মহারাজ; রাজাধিরাজ; সম্রাট; মুসলমান সম্রাটের প্রতি সন্বোধনবিশেষ (কহে জাঁহাপনা সেলামত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) জহান পনাহ্}
- Bengali Word জাঁহাবাজ, জাহাঁবাজ English definition [জাঁহাবাজ্, জাহাঁবাজ্] (বিশেষ্য), (বিশেষণ) ১ দৃর্দান্ত; দজ্জাল; জবরদস্ত (ঢের ঢের জাঁহাবাজ মেয়েমানুষ দেখিচি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ২ ধড়িবাজ; কূটবুদ্ধি। ৩ বহুদর্শী। {(ফারসি) জান্বায বা জাহানবাজ}
- Bengali Word জাং, জাঙ, জাঙ্গ English definition [জাঙ্, জাঙ্, জাঙ্গ] (বিশেষ্য) ১ জঙ্ঘা। ২ হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি দেহাংশ। {(তৎসম বা সংস্কৃত) জঙ্ঘা>}
- Bengali Word জাংলা English definition [জাঙ্লা] (বিশেষ্য) কঞ্চির তৈরি লতামঞ্চবিশেষ; মাচা (জাঙলা ভরিয়া সীমলতা আর ছিরিচন্দলতা-জসীমউদ্দীন)। {জঙ্গল>}
- Bengali Word জাংড়া, জাঙ্গড়া English definition [জাঙ্ড়া, জাঙ্গ্ড়া] (বিশেষ্য) অশ্বারোহী সওয়ার (যতেক জাঙ্গড়া জড়াইয়া ঘোড়া, ঘোড়া সনে ভূমে লোটে-ঘনরাম চক্রবর্তী)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word জাওনা ১ English definition [জাওনা] (বিশেষ্য) জাবনা; গরুর আহারের জন্য কুচানো ও ভিজানো খড় ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) যবস>জাবনা>}
- Bengali Word জাওনা ২ English definition [জাওয়া] (বিশেষ্য) বাঁশবিশেষ (দূর গ্রামের জাওয়া বাঁশের বন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(তৎসম বা সংস্কৃত) যবস>?}
- Bengali Word জাওলা English definition [জওলা] (বিশেষ্য) যে সকল মাছ ঘরে পানিপূর্ণ পাত্রে জিইয়ে রাখা যায়; কই মাগুর শোল ইত্যাদি মাছ। {আঞ্চলিক (তুলনীয়) জিয়ল; (তৎসম বা সংস্কৃত) জীব্+ওয়ালা>জীউ+ওলা>}
- Bengali Word জাওয়ানো, জাওয়ান English definition [জাওয়ানো] (ক্রিয়া) ১ বাঁচানো; প্রাণ দেওয়া। ২ মাছ জিইয়ে রাখা; জিয়নো। ৩ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। {(তৎসম বা সংস্কৃত) √জীব্>}
- Bengali Word জাকাত, জকাত, যকাত English definition [জাকাত্, জকাত্, যকাত্] (বিশেষ্য) ইসলাম ধর্মমতে সঞ্চিত সম্পদের মোট মূল্যের শতকরা আড়াই ভাগ দুঃস্থদের দান করার প্রথাবিশেষ (মালের জাকাত দিতে না হইঅ বিমন-সৈয়দ সুলতান; হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) জাকাত্}
- Bengali Word জাকাত, জকাত, যকাত English definition [জাকাত্, জকাত্, যকাত্] (বিশেষ্য) ইসলাম ধর্মমতে সঞ্চিত সম্পদের মোট মূল্যের শতকরা আড়াই ভাগ দুঃস্থদের দান করার প্রথাবিশেষ (মালের জাকাত দিতে না হইঅ বিমন-সৈয়দ সুলতান; হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) জাকাত্}
- Bengali Word জাগ English definition [জাগ্] (বিশেষ্য) ১ কাঁচা ফলকে পাকানোর জন্য পাতা খড় প্রভৃতির চাপ দিয়ে কৃত্রিম তাপ উৎপাদন। ২ পাট ইত্যাদি পচানোর জন্য পানিতে ডুবিয়ে রাখা। জাগ দেওয়া (ক্রিয়া) ১ অকালে পাকাবার জন্য কৃত্রিম চাপ বা আবরণের সাহায্যে তাপ সৃষ্টির ব্যবস্থা করা। ২ পচাবার জন্য পানিতে ভিজানো (পাট জাগ দেওয়া)। জাগে পাকা (ক্রিয়া) ১ পাতা খড় প্রভৃতি চাপ দিয়ে গরমে পাকানো। ২ কৃত্রিম উপায়ে তাড়াতাড়ি কাজের উপযোগী করতে চেষ্টা করা (আমাদের শিক্ষানীতির উদ্দেশ্য হচ্ছে ইঁচড়ে পাকানো, আর আমাদের সমাজনীতির উদ্দেশ্য হচ্ছে জাগ দিয়ে পাকানো-প্রথম চৌধুরী)। ¨ (বিশেষণ) উক্ত সকল অর্থে ।{(তৎসম বা সংস্কৃত) √জাগ্>(প্রাকৃত) জগ্গ>জাগ}
- Bengali Word জাগ-গান English definition [জাগ্গান্] (বিশেষ্য) পল্লী অঞ্চলের রাখালদের পৌষমাসে রাত জেগে গাওয়ার গান ও উৎসব। (জাগার গান জেগে থাকার ও জাগিয়ে রাখার উদ্দেশ্যে গীত গান)। {(তৎসম বা সংস্কৃত) জাগ+গান}
- Bengali Word জাগতি ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জগোতি] (বিশেষ্য) ১ জগৎকর্তা। ২ সিংহাসন (নানা রত্নে নির্ম্মাণ করিল জগতি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+(বাংলা) ই}
- Bengali Word জাগন্ত English definition [জাগোন্তো] (বিশেষণ) জেগে আছে বা ঘুমায়নি এমন; জাগ্রত; সজাগ (কল্পান্তের জাগন্ত প্রহরী-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) জাগ্রৎ>(প্রাকৃত) জগ্গংত>}
- Bengali Word জাগর English definition [জাগোর্] (বিশেষণ) ১ জাগরূক; জাগ্রত অবস্থা; জাগরণ; নিদ্রাভঙ্গ (রজনী জাগর ক্লান্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঘুমভাঙানি; জাগরণী (ভোল রে এ পথ ভোল, শান্তিপুরে শুনবে কে তোর জাগরডঙ্কা -বোল!-কাজী নজরুল ইসলাম)। ৩ জাগরিত; জাগ্রত; সজাগ। জাগরস্বপ্ন (বিশেষ্য) তন্ময়ভাবে কোনো সুখকর বিষয় কল্পনা; day-dream। {(তৎসম বা সংস্কৃত) √জাগৃ+অ(অচ্)}
- Bengali Word জাগরণ English definition [জাগোরোন্] (বিশেষ্য) ১ নিদ্রাভঙ্গ; ঘুম থেকে ওঠা।২ জেগে থাকা; নিদ্রাহীনতা; জাগ্রত অবস্থা। ৩ অনিদ্রা। ৪ অবসন্ন বা আত্মবিস্মৃত অবস্থা থেকে উত্থান (জাতির জাগরণ)। ৫ সাবধানতা। জাগরনী (বিশেষ্য) ১ জাগরণ সঙ্গীত; জাগবার গান। ২ জাগরণ বা নিদ্রাভঙ্গ পর্ব। ¨ (বিশেষণ) জাগরণ সম্পর্কীয়। জাগরিত (বিশেষণ) ১ ঘুম ভেঙ্গেছে এমন। ২ নিদ্রিত নয় এমন; জাগ্রত; বিনিদ্র। ৩ চেতনাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √জাগৃ+অন(অনট্)}
- Bengali Word জাগরী English definition [জাগোরি] (বিশেষণ) ১ নিদ্রাদূরকারী; জাগরণকারী। ২ জাগরিত; নিদ্রাশূন্য; নিদ্রাহীন; অতন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √জাগৃ+অ(অচ্)=জাগর+ইন}
- Bengali Word জাগরূক English definition [জাগোরুক্] (বিশেষণ) ১ জাগ্রত; জাগরণশীল; সজাগ। ২ সাবধান; সতর্ক; হুঁশিয়ার। ৩ অবিস্মৃত বা জাজ্বল্যমান বা স্পষ্টরূপে অঙ্কিত (তোমার স্মৃতি আমার হৃদয়ে জাগরূক আছে)। {(তৎসম বা সংস্কৃত) √জাগৃ+উক(উকঞ্)}