জ পৃষ্ঠা ১৭
- Bengali Word জাত ২ English definition [জাত্] (বিশেষ্য) ১ বর্ণ; বংশগত বা জন্মগত সামাজিক অধিকার (ছোট জাতের মেয়ে)। ২ ধর্মগত শ্রেণিবিভাগ (খ্রিস্টান জাত)। ৩ শ্রেণি বা প্রকার (দেশি বিলাতি নানা জাতের চারা)। ¨ (বিশেষণ) শ্রেণিভুক্ত; গোষ্ঠীভুক্ত বা সগোত্র (ওরা হচ্ছে শয়তানের জাত)। জাতখাওয়া, জাতমারা (ক্রিয়া) ১ স্বজাতির নিকট হেয় করা। ২ জাতিচ্যুত করা। জাতখোয়ানো, জাতহারানো (ক্রিয়া) জাতিচ্যুত হওয়া। জাতজন্ম, জাতজন্ম (বিশেষ্য) ১ জাতি; কুল। ২ বংশ মর্যাদা; কৌলীন্য। জাতদেওয়া (ক্রিয়া) অন্য জাতির বা ধর্মের কন্যা বা পাত্র বিবাহ করা এবং তজ্জন্য আপন জাতি ত্যাগ করা বা জাতিভ্রষ্ট হওয়া। জাতব্যবসা (বিশেষ্য) জাতিগত বৃত্তি; বংশগত পেশা। জাতভাই, জাতিভাই (বিশেষ্য) ১ জাতীয় লোক; স্বজাতি। ¨ (বিশেষণ) সমগোত্রীয়; এক প্রকৃতির অন্তর্ভুক্ত। জাতে ওটা (বিশেষণ) ১ হিন্দু সমাজে আচরণীয় বলে গণ্য হওয়া; হিন্দু সমাজে পাঙ্ক্তেয় বলে বিবেচিত হওয়া। ২ (আলঙ্কারিক)ভদ্র বা অভিজাত সমাজের একজন হয়ে ওঠা; উচ্চ শ্রেণিতে পদোন্নতি। জাতে তোলা (ক্রিয়া) ১ হিন্দুমতে সমাজে গ্রহণ করা। ২ মান উন্নত করা। {(তৎসম বা সংস্কৃত) জাতি>}
- Bengali Word জাত ৩ English definition [জাত্] (বিশেষণ) প্রকৃত; আসল; খাঁটি বা শ্রেষ্ঠ (বয়স বেশী নয় জাতলেখক-মনোজ বসু; জাত-বোষ্টম)। জাতসাপ (বিশেষ্য) বিষধর সাপ; গোখরো বা কেউটে সাপ। {(তৎসম বা সংস্কৃত) জাতি}
- Bengali Word জাত ৪ English definition [জাত্] (বিশেষণ) সঞ্চয় করা বা জমা রাখা হয়েছে এমন; সঞ্চিত; রক্ষিত (গোলজাত, গুদামজাত)। {সঞ্চিত অর্থে তদ্ধিত প্রত্যয়; (আরবি) জাদ্}
- Bengali Word জাতক English definition [জাতোক] (বিশেষণ) জন্মগ্রহণকারী। ¨ (বিশেষ্য) ১ সদ্যোজাত শিশু (নপুংসক বিকৃত-জাতক-বুদ্ধদেব বসু)। ২ জন্মকোষ্ঠী। ৩ জাতকর্ম। ৪ বুদ্ধদেবের পূর্বজন্মের বিবরণসম্বলিত পালি ভাষার গ্রন্থবিশেষ। ৫ ভিক্ষু। {(তৎসম বা সংস্কৃত) জাত+ক(কন্)}
- Bengali Word জাতপত্যা English definition [জাতপোত্তা] (বিশেষণ) সন্তানবতী; সন্তান লাভ করেছে এমন নারী। {(তৎসম বা সংস্কৃত) জাত+অপত্য+আ(টাপ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জাতাশৌচ English definition [জাতাশোউচো] (বিশেষ্য) হিন্দুমতে সন্তান জন্মের ফলে যে অশৌচ হয় তা। {(তৎসম বা সংস্কৃত) জাত+অশৌচ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জাতি ১ English definition [জাতি] (বিশেষ্য) ১ জন্ম ও উৎপত্তি হিসাবে সমলক্ষণ বিচারে শ্রেণিবিভাগ (মানব জাতি, পশু জাতি)। ২ ধর্ম অনুযায়ী শ্রেণিবিভাগ (মুসলিম জাতি, হিন্দু জাতি)। ৩ রাষ্ট্র দেশ বা সংস্কৃতি অনুযায়ী শ্রেনিবিভাগ (ফরাসি জাতি, জার্মান জাতি, বাঙালি জাতি)। ৪ ব্যবসায় ও আচারগত শ্রেনিবিভাগ (জাতিতে মুচি বা গোয়ালা)। ৫ race বা মানবজাতির বিভিন্ন শাখাগত বিভাগ (আর্য জাতি; মঙ্গোলীয় জাতি)। ৬ গোত্র বা কুলগত বর্ণভেদমূলক সামাজিক উপবিভাগ (কায়স্থ জাতি, বৈদ্য জাতি)। ৭ শ্রেণি বা প্রকার (সাহিত্যের নানা জাতি)। ৮ জন্ম; উৎপত্তি। জাতিকুল (বিশেষ্য) বর্ণ ও বংশ। ২ জাতজন্ম। জাতিখাওয়া, জাতিলওয়া (ক্রিয়া) ১ জাতি নাশ করা; জাতিভ্রষ্ট করা। ২ সতীত্ব নষ্ট করা। (শিয়রে কলিঙ্গ রাজা বড় দুরাচার, তোমারে বধিয়া জাতি লইবে আমার-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। জাতিখোয়ানো (ক্রিয়া) জাতিভ্রষ্ট হওয়া। জাতিগত (বিশেষণ) ১ জাতি সংক্রান্ত; জাতি সন্বন্ধীয়; জাতীয়। ২ জাতির স্বভাব অনুযায়ী। জাতিচ্যুত (বিশেষণ) ১ জাতিভ্রষ্ট; কোনো অশাস্ত্রীয় বা অসমাজিক কাজের জন্য জাতি নষ্ট হয়েছে এমন। ২ অধর্মীয় কাজের জন্য নিজের সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। জাতিচ্যুতা (স্ত্রীলিঙ্গ)। জাতিচ্যুতি বি। জাতিতত্ত্ব (বিশেষ্য) মানব জাতির মূল বিভাগ ও পরস্পর সন্বন্ধ বিষয়ে অনুসন্ধান বিদ্যা। জাতিত্ব (বিশেষ্য) জাতির অস্তিত্ব। জাতিধর্ম (বিশেষ্য) ১ জাতির বিশেষ ধর্ম বা স্বভাব। ২ জাতির করণীয় ধর্ম আচার প্রভৃতি। জাতিনাশ, জাতিপাত (বিশেষ্য) জাতিচ্যুতি; জাতি নষ্ট হওয়া (এদেশে কোন কর্ম্ম করিলে পাপস্পর্শ বা জাতিপাত ঘটিয়া থাকে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। জাতিবর্ণ নির্বিশেষে, জাতিধর্ম নির্বিশেষে (ক্রিয়াবিশেষণ) বিভিন্ন জাতি তাদের ধর্ম বা বর্ণের মধ্যে ভেদজ্ঞান না করে সাধারণভাবে সব শ্রেণির লোকের প্রতি সমান ভাব দেখানো। জাতিবাচক (বিশেষণ) ১ জাতি বোঝা যায় এমন; জাতিবোধক; জাতি নির্দেশক (জাতিবাচক উপাধি)। ২ শ্রেণি বা বর্ণসূচক। জাতিবাচিকা (স্ত্রীলিঙ্গ)। জাতিবিদ্বেষ (বিশেষ্য) কোনো জাতির প্রতি হিংসা বা ঘৃণা। জাতিবৈর (বিশেষ্য) জাতিতে জাতিতে শত্রুতার ভাব। জাতিব্যবসায় (বিশেষ্য) জাতিগত বা বংশগত পেশা। জাতিভেদ (বিশেষ্য) ১ ভিন্ন ভিন্ন জাতির পরস্পরের মধ্যে পার্থক্য। ২ হিন্দুদের চার বর্ণ ও উপরিভাগের মধ্যে প্রভেদ। জাতিভ্রংশ (বিশেষ্য) জাতি নাশ। জাতিভ্রষ্টা (স্ত্রীলিঙ্গ)। জাতিমারা (বিশেষ্য) ১ জাতি নষ্ট করা। ¨ (ক্রিয়া) জাতিচ্যুত করা। জাতির জনক/পিতা (বিশেষ্য) কোনো জাতি বা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা-পুরুষ। জাতিসংকর, জাতিসঙ্কর (বিশেষ্য) বিভিন্ন জাতির মিলনে জাত; বর্ণসংকর। জাতিসঙ্ঘ, জাতিসংঘ (বিশেষ্য) বিভিন্ন জাতির প্রতিনিধিবর্গের একত্র মিলন; বহু জাতির সন্মেলন; United Nation Organization সংক্ষেপে UNO। জাতিস্মর (বিশেষণ) পূর্বে জন্মেছিলেন এবং সেই জন্মের কথা মনে আছে বলে মনে আছে এমন ধারণা; গত জন্মের ঘটনাসমূহ স্মরণ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √জন্+তি(ক্তিন্)}
- Bengali Word জাতি ২, জাতী English definition [জাতি] (বিশেষ্য) ১ চামেলি ফুল বা মালতী। ২ মালতী ফুল ও গাছ; jasminum grandiflorum। ৩ জায়ফল ও তার গাছ। জাতিকোষ (বিশেষ্য) জায়ফল। জাতিপত্র, জাতিপত্রী, জাতিফল (বিশেষ্য) জায়ফল; nutmeg। {(তৎসম বা সংস্কৃত) জাতি, +ঈ(ঙীপ্)}
- Bengali Word জাতীয় English definition [জাতিয়ো] (বিশেষণ) ১ জাতি সম্পর্কিত; racial; national। ২ জাতিগত (জাতীয় বৈশিষ্ট্য)। ৩ প্রকার বা শ্রেণিভুক্ত (নানা জাতীয় ফল)। ৪ বর্ণ বা গোত্রসন্বন্ধীয়; tribal। ৫ জাতির প্রকৃতিগত (জাতীয় ভাব)। ৬ সমগ্রভাবে জাতির বা জাতির নিজস্ব (জাতীয় মহাসভা)। ৭ তৎপ্রকার; সদৃশ (মাছ জাতীয়)। জাতীয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জাতি+ ঈয়(ছ)}
- Bengali Word জাতীয়তা English definition [জাতিয়োতা] (বিশেষ্য) ১ স্বজাতিচেতনা; স্বজাত্যবোধ; স্বজাতিপ্রীতি; স্বজাতি বা স্বদেশবাসীর হিতৈষণা; স্বাজাত্য । ২ জাতির বৈশিষ্ট্য বা অধিকার; nationalism। {(তৎসম বা সংস্কৃত) জাতীয়+তা(তল্)}
- Bengali Word জাতেষ্টি English definition [জাতেশ্টি] (বিশেষ্য) জাতকর্ম; প্রসূত সন্তানের জন্য যে ক্রিয়াকর্ম করতে হয়। {(তৎসম বা সংস্কৃত) জাত+ইষ্টি; ৪ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জাত্য English definition [জাত্তো] (বিশেষণ) ১ উচ্চবংশীয়; সুজাত; কুলীন; সদ্বংশীয়। ২ শ্রেষ্ঠ । ৩ সুন্দর; ক্লান্ত; কমনীয়। {(তৎসম বা সংস্কৃত) জাতি+য(যৎ)}
- Bengali Word জাত্যংশ English definition [জাত্তোঙ্শো] (বিশেষ্য) ১ জাতির অংশ বা সম্বন্ধ। ২ কুল; গোত্র বা বংশ। জাত্যংশে (ক্রিয়াবিশেষণ) জাতি হিসাবে; জাতিতে। {(তৎসম বা সংস্কৃত) জাতি+অংশ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জাত্যন্ধ English definition [জাত্তোন্ধো] (বিশেষণ) জন্মান্ধ; আজন্ম দৃষ্টিশক্তিহীন। জাত্যন্ধা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জাতি+অন্ধ; (বহুব্রীহি সমাস), সুপ্সুপা}
- Bengali Word জাত্যভিমান English definition [জাত্তোভিমান্] (বিশেষ্য) বংশগরিমা; উচ্চ বংশে জন্মের অহংকার; কুলগর্ব। জাত্যভিমানী বিণ। {(তৎসম বা সংস্কৃত) জাতি+অভিমান; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word জাদ ১ English definition [জাদ্] (বিশেষ্য) রেশমি ফিতা বা চুল বাঁধবার দড়ি (সুরঙ্গ পাটের জাদে বিচিত্র কবরী বান্ধে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি) জাদ্}
- Bengali Word জাদু ১ English definition [জাদু] (বিশেষ্য) পুত্র অর্থে আদরের সম্বোধন বিশেষ(জাদু আমার)। ¨ (বিশেষণ) বিদ্রুপাত্মক সম্বোধন (কি হে জাদু)। জাদুমণি (বিশেষ্য) বাছাধন; স্নেহের ধন। {(তৎসম বা সংস্কৃত) জাত>(প্রাকৃত) জাদ>}
- Bengali Word জাদু ২, যাদু English definition [জাদু] (বিশেষ্য) ১ ইন্দ্রজাল;, ভেলকি; মায়া; কুহক (কি জাদু বাংলা গানে-অতুলপ্রসাদ সেন)। ২ বশীকরণ ইত্যাদি; তুক (জাদু করা, ওরাই তো তোরে যাদু করিয়াছে-জসীমউদ্দীন)। জাদুকর, জাদুগর (বিশেষ্য) ১ যে যাদু করতে জানে; ইন্দ্রজালিক; মায়াবী; ভেলকিবাজ; magician। ২ বশীকারক। জাদুকরী (বিশেষণ) ১ জাদু করে এমন। ¨ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মেয়ে জাদুকর। জাদুঘর (বিশেষ্য) যেখানে পুরাতত্ত্ববিষয়ক ও অন্যান্য বহু প্রকার অদ্ভুত ও কৌতূহলোদ্দীপক প্রাকৃতিক ও শিল্পবিজ্ঞানজাত বস্তু সংরক্ষিত থাকে; meseum। জাদুবিদ্যা (বিশেষ্য) ১ ভোজবিদ্যা; কুহকবিদ্যা; magic। ২ বশীকরণবিদ্যা। {(ফারসি) জাদু}
- Bengali Word জান ১ English definition [জান্] (বিশেষ্য) ১ গণক (কেমন করিয়া বলিব আমি তো আর ‘জান’ নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যে জানে; সর্বজ্ঞ (রসজান, সর্বজান)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>; জ্ঞান>}
- Bengali Word জান ২ English definition [জান্] (বিশেষ্য) ১ জীবন; প্রাণ (আমার জান বাবা আপনার হাতে সপে দিয়ে যাননি?-সৈয়দ মুজতবা আলী)।২ রাগ-রাগিনীর সর্বপ্রধান সুর। জানকবুল (অব্যয়) প্রাণ দিতেও প্রস্তুত অর্থজ্ঞাপক (সকলেই জান কবুল করে যুদ্ধ করিতে লাগিল-হবীবুল্লাহ বাহার)। জানবাচ্ছা (বিশেষ্য) স্ত্রীপুত্র সব; আত্মপরিজন-সমেত বা সপরিবার (জান বাচ্ছা এক খাদে গাড়িব হারামজাদে-ভারতচন্দ্র রায়গুণাকর)। জানমান (বিশেষ্য) প্রাণ ও সম্মান। জানমাল (বিশেষ্য) জীবন ও ধনসম্পদ; ধনপ্রাণ। জানি দুশমন (বিশেষ্য) ১ হত্যা করতে পারে এমন শত্রু; প্রাণঘাতী শত্রু। ২ ঘোর শত্রু; প্রবলতম শত্রু। জানি দোস্ত (বিশেষ্য) অন্তরঙ্গ বন্ধু; প্রাণের বন্ধু। {(ফারসি) জান্}