জ পৃষ্ঠা ১৬
- Bengali Word জাগা English definition [জাগা] (ক্রিয়া) ১ নিদ্রাভঙ্গ হওয়া; জাগ্রত হওয়া।২ বিনিদ্র থাকা; না ঘুমানো; জাগ্রত অবস্থায় থাকা। ৩ সজ্ঞান বা সচেতন হয়ে ওঠা; প্রবুদ্ধ হওয়া। ৪ সর্তক বা অবহিত থাকা। ৫ বিরাজ করা; জাগরূক হওয়া; স্মরণ হওয়া; মনে পড়া (মনে জাগা)। ৬ পানি বা ভূপৃষ্ঠ ভেদ করে উচুঁ হয়ে থাকা বা ওঠা (ধান গাছের মাথা জেগে আছে)। ৭ সঞ্চার হওয়া; উদ্রেক হওয়া (সাধ জাগা)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জাগানো, জাগান (ক্রিয়া) ১ ঘুম ভাঙ্গানো; নিদ্রা থেকে উঠানো; জাগরিত করা। ২ সচেতন করা। ৩ সতর্ক করা। ৪ স্মরণ করানো। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জাগানিয়া (বিশেষণ) জাগায় বা উদ্রিক্ত করে এমন (ওগো দুঃখ জাগানিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √জাগৃ>}
- Bengali Word জাগ্রত, জাগ্রৎ English definition [জাগ্গ্রোতো, জাগ্রত] (বিশেষণ) ১ সজাগ; জেগে আছে এমন; অতন্দ্র (জাগ্রত চিত্ত)। ২ সচেতন; সতর্ক (আপনারে রাখেন উদ্যত জাগ্রত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অলৌকিক ক্ষমতাসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) √জাগৃ+অৎ(শত্)=জাগ্রৎ}
- Bengali Word জাঙ্গল, জাঙ্গল English definition [জাঙ্গোল্] (বিশেষণ) ১ জঙ্গল সম্পর্কিত; জঙ্গলস্থিত। ২ বনচর; বনবাসী। ৩ বনবাসীর যোগ্য; অসভ্য; বুনো। ৪ অরণ্য; বনজাত। ৫ জঙ্গলপূর্ণ। জঙ্গল বি। {(তৎসম বা সংস্কৃত) √গল্+যঙ্+অ(অচ্)=জঙ্গল+অ(অণ্)}
- Bengali Word জাঙ্গাল, জাংগাল English definition [জাঙ্গাল্] (বিশেষ্য) ১ বাঁধ; dam (জাঙ্গাল ভাঙা স্রোত)। ২ সেতু (বীরবলে এ জাঙাল ভাঙি দূর কর অপবাদ-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ অলি বা আইল; উচ্চ চওড়া পথ (দীঘি জাঙ্গাল, দেউল দালান গড়লে দ্বীপের রক্ষী গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ পথ; রাস্তা (যমের জাঙ্গাল গড়িতে গড়িতে রেখে দিলে কেন মুলতবি-সত্যেন্দ্রনাথ দত্ত; মছজেদ পূষ্কর্ণী দেয় কতেক জাঙ্গাল-সৈয়দ আলাওল)। ৫ পতিত জমি। {(তৎসম বা সংস্কৃত) জঙ্গাল; (ফারসি) জঙ্গল}
- Bengali Word জাঙ্গি, জঙ্গি English definition [জাংগি, জোঙ্গি, জোঙ্গি] (বিশেষ্য) কালো রংঙের হরীতকীবিশেষ; চেতকী। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word জাঙ্গিয়া, জাঙিয়া English definition [জাঙ্গিয়া, জাঙিয়া] (বিশেষ্য) ১ উরুর উপরিভাগ পর্যন্ত ঢাকা পড়ে এরূপ খাটো পায়জামা বিশেষ (আমির আলি হাঁটুর উপর জাঙ্গিয়া পরিয়া ঘানি ঠেলিতেছে-আবুল মনসুর আহমদ)। ২ ছোট ছেলেমেয়েদের খাটো পায়জামা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জঙ্ঘা>জাঙ্গ+(বাংলা) ইয়া>}
- Bengali Word জাঙ্গুল, জাংগুল English definition [জাঙ্গুল্] (বিশেষ্য) বিষ। জাঙ্গুলী, জাংগলী (বিশেষ্য) ১ বিষের দেবতা। ২ বিষ-বিষয়ক বিদ্যা; বিষহরী; সর্পদেবী মনসা। জাঙ্গুলিক, জাংগুলিক (বিশেষ্য) ১ বিষবৈদ্য। ২ সাপুড়ে। {(তৎসম বা সংস্কৃত) জাঙ্গুল+অ}
- Bengali Word জাজা, জাযা English definition [জাজা] (বিশেষ্য) পুরস্কার; বদলা; শোধ; প্রতিশোধ। জাজাকাল্লাহ-তোমার কাজের জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন; ধন্যবাদ। {(আরবি) জাজা}
- Bengali Word জাজিম English definition [জাজিম্] (বিশেষ্য) ১ বিছানার নিচে পাতার পুরু গদিবিশেষ; mattress। ২ ফরাস বিছানা গালিচা ইত্যাদির উপর বিছানোর চাদর বা আস্তরণ (জাজিম ভিজিয়া গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) }
- Bengali Word জাজ্বল্যমান, জাজ্বল্য English definition [জাজ্জোল্লোমান্, জাজ্জোল্লো] (বিশেষণ) ১ অত্যন্ত উজ্জ্বল; অত্যন্ত ভাস্বর; দেদীপ্যমান (অন্তরে জাজ্বল্য থাকে উজ্জ্বল রতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুস্পষ্ট; সুপ্রকট (একথা জাজ্জ্বল্যমান হবে তার কাছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √জ্বাল্+য(যঙ্)+মান(শানচ্)}
- Bengali Word জাট ১, জাঠ ১ English definition [জাট্, জাঠ্] (বিশেষ্য) পাঞ্জাব ও রাজপুতনার হিন্দু গোত্রবিশেষ (এক হয়ে যায় মান অপমান ব্রাহ্মণ আর জাঠ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জর্তিক>(হিন্দি) জাট}
- Bengali Word জাট ১, জাঠ ২, English definition ⇒ জাট১, জাঠ২
- Bengali Word জাট ২, জাঠ ২ English definition [জাট্, জাঠ্] (বিশেষ্য) ১ কাষ্ঠখন্ড বা যষ্টি। ২ ঘানিগাছের স্থূল অনতিদীর্ঘ কাষ্ঠদণ্ড। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>}
- Bengali Word জাট ৩, জাটতুত, জাটতুতো English definition ⇒ জেঠ
- Bengali Word জাটি English definition [জাটি] (বিশেষ্য) লৌহযষ্টি; অস্ত্রবিশেষ (শেল, শক্তি, জাটি, তোমর, ভোমর-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>}
- Bengali Word জাঠতুত, জাঠতুতো English definition ⇒ জেঠ
- Bengali Word জাঠর English definition [জাঠোর্] (বিশেষণ) ১ উদরসম্পর্কিত। ২ জঠরস্থিত। ৩ জঠরাগ্নি। {(তৎসম বা সংস্কৃত) জঠর+অ(অণ্)}
- Bengali Word জাঠা, যাঠা, জাঠি, জাঠী English definition [জাঠা, যাঠা, জাঠি, জাঠী] (বিশেষ্য) লোহার ডাণ্ডা; গদা; লৌহযষ্টি (শেল জাঠা হাতে নিয়ে পাড়া-পড়শীর দুয়ারে গিয়া কোটাল হাঁক ছাড়ে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; সোদর বচন বুকে বাজে যেন যাঠা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>}
- Bengali Word জাড্য English definition [জাড্ডো] (বিশেষ্য) ১ জড়তা; নির্জীব ভাব; অলসতা (আমাদের মজ্জাগত জাড্য সাহিত্যেও পূর্ণ মাত্রায় বিদ্যমান-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ মূর্খতা; বুদ্ধির জড়তা। ৩ শৈত্য। ৪ জড় পদার্থের ধর্মবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জড়+য (য্যঞ্)}
- Bengali Word জাত ১ English definition [জাতো] (বিশেষণ) ১ জন্মেছে এরূপ (নবজাত)। ২ উৎপন্ন; সঞ্জাত; উদ্ভূত। ¨ (বিশেষ্য) জন্ম (জাতকৃত্য)। জাতকর্ম, জাতকৃত্য, জাতক্রিয়া (বিশেষ্য) নবজাত হিন্দু শিশুর জন্ম উপলক্ষে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। জাতকোপ, জাতক্রোধ (বিশেষণ) ১ ক্রুদ্ধ; ক্রোধ জন্মেছে এমন। ২ জন্মাবধি বিদ্বেষ; আজন্ম ক্রোধ। জাতক্লম (বিশেষণ) ক্লান্ত এমন; পরিশ্রান্ত। গতক্লম বিপ.। জাতচক্ষু, জাতনেত্র (বিশেষণ) চোখ ফুটেছে এমন। জাতপক্ষ (বিশেষণ) পাখা উঠেছে এমন। জাতপত্র (বিশেষ্য) জন্মপত্রিকা; কোষ্ঠী(জাতপত্র অঙ্গুরী দিলেন নিদর্শন-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। জাতপুত্র (বিশেষণ) পুত্র জন্মেছে এমন। জাতপুত্রা (স্ত্রীলিঙ্গ)। জাতপ্রত্যয় (বিশেষণ) বিশ্বাস জন্মেছে এমন; বিশ্বাসবান। প্রত্যয়া (স্ত্রীলিঙ্গ)। জাতব্যবহার (বিশেষণ) ১ বয়ঃপ্রাপ্ত হয়েছে এমন। ¨ (বিশেষ্য) সাবালক। জাতমাত্র (ক্রিয়াবিশেষণ) জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই; জন্মিলেই। ¨ (বিশেষণ) এইমাত্র জন্মেছে এমন; সদ্যেজাত। জাতশত্রু (বিশেষ্য), (বিশেষণ) ১ যার অনেক শত্রু জন্মেছে। ২ জন্ম থেকে শত্রু; আজন্ম শত্রু। জাতশ্মাশ্রু (বিশেষ্য) শ্মাশ্রু অর্থ্যাৎ দাড়ি গজিয়েছে এমন। জাতশ্রম (বিশেষণ) পরিশ্রান্ত; অত্যন্ত ক্লান্ত; জাতক্লম। জাতশ্রমা (স্ত্রীলিঙ্গ)। জাতস্পৃহ (বিশেষণ) স্পৃহা জন্মেছে এমন; প্রলুব্ধ। জাতহরিণী (বিশেষ্য) ১ রাক্ষসীবিশেষ। ২ সদ্যোজাত শিশুর প্রাণহারিণী; ডাইনি (এই জাতহারিণী পলায় সভে বলে-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ত(ক্ত)}