জ পৃষ্ঠা ৩৭
- Bengali Word জোন্দা, জোঁদা English definition [জোন্দা, জোঁদা] (বিশেষণ) ১ অতিশয় টক; তেঁতুল (পথশ্রম হবে মন্দ কিনহ তোড়ানি জোন্দা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ জবরদস্ত। {(তৎসম বা সংস্কৃত) যমদূতিকা; আঞ্চলিক}
- Bengali Word জোব্বা, জুব্বা English definition [জোব্বা, জুব্বা] (বিশেষ্য) লম্বা ঢিলা বুকখোলা অঙ্গাবরণবিশেষ যা অন্যান্য জামার উপর পরা হয় (সামান্য পরেই দেখা যায় কালো জোব্বা এবং পাগড়ি পরা এক ব্যক্তি অশ্ব পৃষ্ঠে-আজা)। {(আরবি) জুব্রাহ}
- Bengali Word জোবড়া, জোবড়ানো English definition ⇒ জুবড়ানো
- Bengali Word জোর English definition [জোর্] (বিশেষ্য) ১ বল; ক্ষমতা; শক্তি। ২ জবরদস্তি; বলপ্রয়োগ (জোর করে নেওয়া)। ৩ উচ্চতা ও তীব্রতা (গলার জোর)। ৪ বীরষ্ঠতা; দৃঢ়তা (চরিত্রের জোর)। ৫ দাবি; অধিকার; স্বত্ব (চোরাই মালে জোর নাই)। ৬ উচ্চারণে স্বরাঘাত (কথা জোর দিয়ে বলা)। ৭ ত্বরিত; দ্রুত (জোর কদম)। ৮ প্রবল। ৯ বিশেষ অনুকূল বা প্রত্যাশার অতিরিক্ত ভালো বা শুভ (জোর বরাত)। □(বিশেষণ) ১ তীব্র; উচ্চ; চড়া (জোর গলা)। ২ কড়া; অনড় বা অনমনীয় (জোর হুকুম)। ৩ খাড়া; জরুরি (জোর তলব)। ৪ প্রবল; বিশেষরূপে বলিষ্ঠ (জোর আন্দোলন)। জোরওয়ার, জোরবার (বিশেষণ) বলশালী; বলবান; বলদৃপ্ত (জোরওয়ার শেষ কই? জেবরার জানোয়ার-কাজী নজরুল ইসলাম)। জোরকলম (বিশেষ্য) শক্তিশালী লেখা। জোরগলায় (বিশেষণ) ১ উচ্চৈঃস্বরে সকলকে শুনিয়ে। ২ প্রবলভাবে; বলিষ্ঠভাবে। জোরজবরদস্তি, জোরজুলুম (বিশেষ্য) ১ অত্যাচার; বলপ্রয়োগ (জোরজবরদস্তী করিয়া কুফল ব্যতীত কোনও সুফল হইবে না-ইসমাইল হোসেন শিরাজী)। ২ নির্বন্ধাতিশয্য। জোরজবরি (বিশেষ্য) অত্যাচার; বলপ্রয়োগ। জোরজারি (বিশেষ্য) বলপ্রয়োগ; জবরদস্তি। জোরতলব (বিশেষ্য) অবিলম্বে হাজির হবার হুকুম বা ডাক। জোরেশোরে (ক্রিয়াবিশেষণ) তুমুলভাবে; তীব্রভাবে (পশু-পাখীদের লড়াই আবার জোরেশোরে বেধে যায়-ফররুখ আহমদ)। জোর যার মুল্লুক তার (বিশেষ্য) যার শক্তি আছে সেই সমস্ত বিষয়ের অধিকারী। জোরসে (ক্রিয়াবিশেষণ) ১ সজোরে; তীব্রভাবে (একদম জোরসে ঠুসি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জোর}
- Bengali Word জোরা English definition [জোরা] (বিশেষ্য) যম (অধিকার এদেশে করিতে নারে জোরা-ঘনরাম চক্রবর্তী; ডাকবি তো জোরার বাড়ী যাবি-দীনবন্ধু মিত্র)। {আমূ.}
- Bengali Word জোরাজুরি English definition [জোরাজুরি] (বিশেষ্য) ক্রমান্বয়ে বলপ্রয়োগ বা পীড়াপীড়ি। ২ পরস্পরের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ। {জোর+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)জুরি}
- Bengali Word জোরালো, জোরাল English definition [জোরালো] (বিশেষণ) ১ শক্তিশালী; বলবান। ২ উচ্চ; দৃপ্ত (জোরালো কন্ঠে)। ৩ প্রবল; সুদৃঢ়; জোরদার (জোরালো দাবি)। {জোর + আলো}
- Bengali Word জোরু English definition ⇒ জরু
- Bengali Word জোল English definition ⇒ জোলা১
- Bengali Word জোলা ১, জোল, জুলি English definition [জোলা, জোল্, জুলি] (বিশেষ্য) ছোট খাল; সরু নালা; প্রাণালি। জোলান (বিশেষণ) নিম্নভূমি; যে স্থানে বৎসরের অধিকাংশ সময়ে পানি জমে থাকে (জোলান জমি)। নয়নজুলি (বিশেষ্য) শাখা জলনালা বা খাল; সরু নালি। {(দ্রাবিড়) জোল+(বাংলা) আ, ই; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নাল}
- Bengali Word জোলা ২ English definition [জোলা] (বিশেষ্য) মুসলিম তাঁতি (তামন করিয়া নাম বলাইল জোলা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষ্য), (বিশেষণ) নির্বোধ; বেত্তকুফ (জোলা কোথাকার)। জোলানি (স্ত্রীলিঙ্গ)। {(ফারসি) জুলাহা}
- Bengali Word জোলাপ, জোলাব, জুলাপ English definition [জোলাপ্, জোলাব্, জুলাপ্] (বিশেষ্য) যে ঔষধে প্রচুর বাহ্য হয়; বিরেচক ঔষধ (ডাক্তারেরা জোলাপ দিয়া পেট পরিষ্কার করিয়া দেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; বহুত জোলাব ও পাওয়াই দিয়ে বোখারকে দফা করে খেচ্রি খেলান-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। জোলাপ নেওয়া (ক্রিয়া) বিবেচক ঔষধ ব্যবহার করা। {(আরবি) জুল্লাব; (ফারসি) গুলাব}
- Bengali Word জোলায়খা, জোলেখা English definition [জোলায়খা, জোলেখা] (বিশেষ্য) প্রাচীন মিশরের মন্ত্রী আজিজ মিশরীর স্ত্রীর নাম; ইউসুফ নবীর প্রেমিকা। {(আরবি) জুলায়খা}
- Bengali Word জোলি English definition ⇒ জুলি
- Bengali Word জোলেখা English definition ⇒ জোলায়খা
- Bengali Word জোলো English definition [জোলো] (বিশেষণ) ১ পানিমিশ্রিত। ২ ফিকা (জলী বিলের জোলো রঙের টিপ-জসীমউদ্দীন)। ৩ ভিজা বা পানির আভাসযুক্ত। ৪ পানসে। {(তৎসম বা সংস্কৃত) জল>}
- Bengali Word জোশ English definition [জোশ্] (বিশেষ্য) ১ তাপ; উত্তপ্ততা। ২ বল; শক্তি (বুকেতে নাহিক জোশ-তেজ-কাজী নজরুল ইসলাম)। ৩ উত্তেজনা; উদ্দীপনা (ইসলামী জোশে পাগল-পারা-ফররুখ আহমদ)। ৪ মত্ততা; মস্তানা ভাব। {(ফারসি) জূশ্, জোশ্}
- Bengali Word জোহর ১, যোহরা ১ English definition [জোহোরা] (বিশেষ্য) শুকতারা; তারার মতো দীপ্তিময়ী (জোহরা সেতারা উঠেছে কি পূবে?-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জোহরাহ}
- Bengali Word জোহর, যোহর English definition [জোহোর্] (বিশেষ্য) ১ সূর্য পশ্চিম গগনে ঈষৎ ঢলে পড়ার সময়। ২ অপরাহ্ণ। ৩ ঐ সময়ের নামাজ। {(আরবি) জুহ্র}
- Bengali Word জোহরা ২, যোহরা English definition [জোহোরা] (বিশেষণ) ১ উজ্জ্বল; গৌরবর্ণা। ২ নবীকন্যা হজরত ফাতিমা (রা.)-র উপাধি; ফাতিমা জোহরা (শুদ্ধ উচ্চারণ; ‘ফাতিমাতুয্ যোহরা’)। {(আরবি) জোহরা}