জ পৃষ্ঠা ৩৯
- Bengali Word জ্বরিত, জ্বরী English definition [জোরিতো, জোরি] (বিশেষণ) ১ জ্বরাক্রান্ত; জ্বরাগ্রস্ত। ২ জ্বরযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) জ্বর+ইত(ইতচ্), ইন্(ইনি)}
- Bengali Word জ্বলজ্বল English definition [জল্জল্] (অব্যয়) ১ উজ্জ্বলতা প্রকাশক। ২ স্পষ্ট বা উজ্জ্বল ভাবে অবস্থান বা স্থিতি (আকাশে তারা জ্বলজ্বল করে)। জ্বলজ্বলন্ত (বিশেষণ) দেদীপ্যমান। জ্বলজ্বলে (বিশেষণ) দীপ্ত; প্রদীপ্ত; অত্যন্ত উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+অ(অচ্)+ √জ্বল্+অ(অচ্)}
- Bengali Word জ্বলতঁহি English definition [জলোতোঁহি] ((ব্রজবুলি)) (ক্রিয়া) জ্বলছে (অতএব সে মঝু মন জলতঁহি অনুখন-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলতি>}
- Bengali Word জ্বলদগ্নি English definition [জলোদোগ্নি] (বিশেষ্য) জ্বলন্ত আগুন (সেই দুঃসহ জ্বলদিগ্নি এখনও নির্বাণ পায় নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলৎ+অগ্নি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জ্বলদর্চি English definition [জলোদোর্চি] (বিশেষণ) ১ প্রজ্বলিত শিখা। ২ জ্যোতির্ময় (রুদ্র বহ্নি হতে লহো জ্বলদর্চি তূণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। জ্বলদর্চিরেখা (বিশেষ্য) বিদ্যুৎ। জ্বলদর্চি শিখা (বিশেষ্য) জ্বলন্ত অগ্নিশিখা (নেহারিবে যবে নব জ্বলদর্চি শিখা লেলিহান-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলৎ+অর্চি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জ্বলন English definition [জলোন্] (বিশেষ্য) ১ দাহ। ২ ঔজ্জ্বল্য। ৩ জ্বালা। ৪ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+অন(ল্যুট্)
- Bengali Word জ্বলন্ত English definition [জলোন্তো] (বিশেষণ) ১ জ্বলছে এমন; প্রজ্বলিত; জ্বলনশীল (জ্বলন্ত আগুন)। ২ তেজোময়; জ্বালাময় (জ্বলন্ত ভাষা)। ৩ প্রত্যক্ষ; আগুনের ন্যায় স্বয়ংপ্রকাশ (জ্বলন্ত নিদর্শন)। ৪ জ্যোতির্ময় (জ্বলন্ত অক্ষরে)। জ্বলন্ত আগুনে ঘি দেওয়া (ক্রিয়া) উত্তেজনা বর্ধিত করা; ক্রোধ উসকানো। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+(বাংলা) অন্ত}
- Bengali Word জ্বলা English definition [জলা] (ক্রিয়া) ১ প্রজ্বলিত হওয়া (আগুন জ্বলা)। ২ প্রদীপ্ত হওয়া (চোখ জ্বালা, আলো জ্বলা)। ৩ পোড়া; দগ্ধ হওয়া (লাকড়ি জ্বলা)। ৪ উজ্জ্বল হওয়া (বাতিল আলোয় রং জ্বলা)। ৫ জ্বালা বা দাহ বোধ হওয়া (মন জ্বলা)। ৬ ক্রোধ লোভ আনন্দ ইত্যাদি কারণে দীপ্ত হওয়া (চোখ জ্বলে ওঠা)। ৭ নষ্ট বা বিকৃত হওয়া (রং জ্বলে গেছে)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) দগ্ধ। ২ জ্বলছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+(বাংলা) আ}
- Bengali Word জ্বলিত English definition [জলিতো] (বিশেষণ) ১ প্রজ্বলিত। ২ জ্বরে গিয়েছে বা জ্বলছে এমন। ৩ দীপ্ত। ৪ প্রভান্বিত। ৫ দগ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+ত(ক্ত)}
- Bengali Word জ্বলুনি English definition [জোলুনি] (বিশেষ্য) ১ দহন; দাহ; জ্বলন। ২ জ্বালাবোধ। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+(বাংলা) উনি}
- Bengali Word জ্বলৎ English definition [জলত্] (বিশেষণ) জ্বলছে এমন; জ্বলন্ত। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল+অৎ(শত্)}
- Bengali Word জ্বাল English definition [জাল্] (বিশেষ্য) ১ আগুনের তাপ; আগুনের আঁচ (উনুনের জ্বাল বাড়িয়ে দাও)। ২ অগ্নিশিখা। ৩ যাতনা; দাহ; জ্বলন। ৪ ইন্ধন; জ্বালানি (চুলার জ্বাল ঠেলা)। (বিশেষ্য) জ্বালানি (দু’পয়সার জ্বালতির জন্যে এই জীবন-সংশয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। জ্বালতি দেওয়া (ক্রিয়া) ১ উত্তাপ প্রয়োগ করা। ২ ইন্ধন দেওয়া। ৩ সিদ্ধ করা বা ফুটানো। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+অ(ণ)}
- Bengali Word জ্বালা ১ English definition [জালা] (বিশেষ্য) ১ আগুনের হলকা দমক। ২ অগ্নিশিখা। ৩ দাগ; জ্বলন; যন্ত্রণা। ৪ দাহবোধ; আগুনে পোড়ার মতো যাতনা (চোখ জ্বালা করা)। ৫ বিরক্তিকর বিষয় (কি জ্বালা!) ৫ সন্তাপ (বিরহ-জ্বালা)। ৬ পীড়ন; অত্যাচার বা জ্বালাতন (শত্রুর জ্বালা)। {√জ্বাল্+আ}
- Bengali Word জ্বালা ২ English definition [জালা] (ক্রিয়া) ১ জ্বালানো। ২ আগুন ধরানো (উনান জ্বালা)। □(বিশেষ্য) প্রজ্বলিতকরণ; দীপ্তকরণ। □(বিশেষণ) প্রজ্বলিত; আলোকিত। (তারকা আলোক জ্বালা স্তব্ধ রজনীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√জ্বাল্+আ}
- Bengali Word জ্বালাতন English definition ⇒ জালাতন
- Bengali Word জ্বালানি, জ্বালানী, জালানি English definition [জালানি] (বিশেষ্য) ইন্ধন; যা দিয়ে জ্বাল দেওয়া হয়; কাঠ কয়লা ঘুঁটে ইত্যাদি। □(বিশেষণ) জ্বালানোর যোগ্য; জ্বালাবার জন্য ব্যবহৃত (জ্বালানি কাঠ)। ২ জ্বালায় এমন (ঘরজ্বালানি)। {√জ্বাল্+আনি}
- Bengali Word জ্বালানে, জালানে, জ্বালানিয়া English definition [জালানে, জালানে, জালানিয়া] (বিশেষণ) ১ দগ্ধকারী; অগ্নি সংযোগকারী (ঘর-জ্বালানে লোক)। ২ উৎপীড়ক; উত্ত্যক্তকারী (জ্বালানে মহাজন)। ৩ উপদ্রবকারী। জ্বালানি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {জ্বালানি + ইয়া>}
- Bengali Word জ্বালানো, জ্বলান English definition [জলানো] (ক্রিয়া) ১ আগুন ধরানো বা প্রজ্বলিত করা। ২ পোড়ানো (দেশলাই জ্বলানো)। ৩ দীপ্ত রাখা; প্রজ্বলিত রাখা। ৪ জ্বালাতন করা; যন্ত্রণা দেওয়া (অন্তর জ্বালানো)। {(তৎসম বা সংস্কৃত) √জ্বল্+(বাংলা) আনো, আন}
- Bengali Word জ্বালানো, জ্বালান English definition [জালানো] (ক্রিয়া) ১ প্রজ্বলিত করা; (আগুন জ্বালানো)। ২ দগ্ধ করা; পোড়ানো (পাতা জ্বালানো)। ৩ অগ্নি সংযোগ করা (উনান জ্বালানো)। ৪ জ্বালাতন করা; বিরক্ত করা; উত্ত্যক্ত করা; হয়রান করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ জ্বালিত; দীপ্ত। ২ অগ্নি সংযোজিত। ৩ পোড়া; দগ্ধীভুত। হাড়জ্বালানো (বিশেষণ) উত্ত্যক্ত বিরক্ত বা নির্যাতন করে এমন। {√জ্বাল্+আনো}
- Bengali Word জ্বালামুখী English definition [জালামুখি] (বিশেষ্য) পাঞ্জাবের অন্তর্গত হিন্দুদের তীর্থক্ষেত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জ্বালা+মুখ+ইন্(ইনি); (বহুব্রীহি সমাস)}