জ পৃষ্ঠা ৩৫
- Bengali Word জেল্লা, জিল্লা English definition [জেল্লা, জিল্লা] (বিশেষ্য) ১ ঔজ্জ্বল্য; খোলতাই; জুলুম। ২ চাকচিক্য; চটক (শাপলা ও অন্যান্য জলজ আগাছা আকাশরঙা পানির সঙ্গে জেল্লা দিচ্ছে-শওকত ওসমান)। জেল্লাই (বিশেষ্য) জুলুস; জাঁকজমক; চাকচিক্য; চটক (দিল্লী আগ্রা সেকেন্দ্রার জেল্লাই-সৈয়দ মুজতবা আলী)। জেল্লাদার (বিশেষণ) চকচকে। {(আরবি) জলরাহ্}
- Bengali Word জেল্লৎ, জেল্লত, জিল্লৎ, জিল্লত, জিল্লতি English definition [জেল্লত, জেল্লত, জিল্লত, জিল্লত্, জিল্লতি] (বিশেষ্য) অপমান; অসম্মান; (ভুগনী যাদের ভুগছে তারা জিল্লতীর একশেষ-রওশন ইজদানী)। {(আরবি) যিল্লত}
- Bengali Word জেসম, জিছম English definition [জেসম্, জিসম্] (বিশেষ্য) দেহ; শরীর (আমার জেসমের মধ্যে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) জিস্ম্}
- Bengali Word জেসমিন English definition ⇒ ইয়াসমিন
- Bengali Word জেহাদ, জিহাদ, জ্বিহাদ, জ্বেহাদ English definition [জেহাদ্, জিহাদ্, জিহাদ্, জেহাদ্] (বিশেষ্য) ১ ধর্মরক্ষার জন্য লড়াই। ২ বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের ধর্মযুদ্ধ। ৩ ধর্মযুদ্ধ। ৪ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম; সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ধনপ্রাণ দিয়ে সর্বপ্রকার সংগ্রাম (এজিদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করিয়া-মীর মশাররফ হোসেন)। জেহাদি, জিহাদি, জ্বিহাদি, জ্বেহাদি (বিশেষণ) ধর্মযুদ্ধ সম্পর্কীয়; অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কীয়; অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধবিষয়ক (জেহাদি আন্দোলন, মুক্ত মানুষের জ্বেহাদী কুঅতে-ফররুখ আহমদ)। {(আরবি) জিহাদ}
- Bengali Word জেহেন English definition [জেহেন্] (বিশেষ্য) ১ মেধা; স্মরণশক্তি; মস্তিষ্ক (অর গো কি জেহেন আছে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ প্রতিভা। {(আরবি) যিহন}
- Bengali Word জেয় English definition [জেয়ো] (বিশেষণ) জয় করা যায় এমন; জেতব্য; জয়সাধ্য। অজেয় বিপ.। {(তৎসম বা সংস্কৃত) √জি+য(যৎ)}
- Bengali Word জেয়াদা, জিয়াদা English definition [জেয়াদা, জিয়াদা] (বিশেষণ) ১ অধিক। ২ প্রচুর; ঢের; পর্যাপ্ত (সহজ মেহনতে মিলে জেয়াদা মুজুরি-সৈয়দ হামজা)। ¨ (ক্রিয়াবিশেষণ) অত্যধিক; অতিরিক্ত; মাত্রাছাড়া (এটা বড় জিয়াদা হইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) জিয়াদাহ}
- Bengali Word জেয়াফত, জেয়াফৎ, জিয়াফত English definition [জেয়াফত, জেয়াফত্, জিয়াফত্] (বিশেষ্য) ভোজের আয়োজন বা ভোজের আহবান; নিমন্ত্রণ; মৃতের কল্যাণে আয়োজিত ভোজ (শুক্রবার আমাদের বাড়ীতে বড় জেয়াফৎ-ওহিদুল আলম)। {(আরবি) দিয়াফত}
- Bengali Word জেয়ারত, জিয়ারত, যিয়ারত, জ্যারত ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জেয়ারত্, জিয়ারত্, জিয়ারত্, জ্যারত্] (বিশেষ্য) ১ মৃতের কবর বা পুণ্যস্থান দর্শন ও প্রদক্ষিণাদি (জিয়ারতে তুমি কে যাও মদিনায়-কাজী নজরুল ইসলাম; বায়তুল্লার যিয়ারত শেষ করিয়া চলিলেন মদিনায়-মাওলানা মুস্তাফিজুর রহমান)। ২ ভক্তিভাবে কবর দর্শন ও প্রার্থনা (মৃতের কবরে করিব জেয়ারত-সৈয়দ আলাওল; প্রদক্ষিণ করি কৈল জ্যারত মাতম-হেয়াত মাহমুদ)। {(আরবি) জ্বিয়ারত}
- Bengali Word জৈতুন English definition [জোইতুন্] (বিশেষ্য) ১ জলপাই। ২ জলপাই গাছ (জৈতুন-রাঙা রওগন নিয়ে হেরেমে প্রদীপ জ্বালিয়ে-কাজী নজরুল ইসলাম)। জৈতুনি, জৈতুনী (বিশেষণ) জলপাই বা জৈতুন ফলজাত (ওকি জৈতুনী রওগন, ওরই পারে জলপাই বনে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জয়্তুন}
- Bengali Word জৈত্র English definition [জোইত্ত্রো] (বিশেষণ) ১ জয়শীল; বিজয়ী (মানুষ হল তোমার স্নেহে তারা সবাই জৈত্র ধনুধারী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পারদ। জৈত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জেতৃ+অ(অণ্)}
- Bengali Word জৈত্রি, জৈত্রী ১ English definition ⇒ জয়ত্রী
- Bengali Word জৈত্রী ২ English definition ⇒ জৈত্র
- Bengali Word জৈন English definition [জোইন্] (বিশেষ্য) ধর্মসম্প্রদায়বিশেষ; মহাবীর কর্তৃক প্রবর্তিত ধর্মের অনুসারী। জিন (বিশেষ্য) সাধু; সাধক; শ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) জিন+অ(অণ্)}
- Bengali Word জৈব English definition [জোইবো] (বিশেষণ) ১ জীব-বিষয়ক; organic (উদ্ভিদ ও প্রাণী হইতে প্রাপ্ত বস্তুগুলিকে জৈব পদার্থ বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ২ জীবজাত। ৩ জান্তব বা উদ্ভিজ্জ। জৈবরসায়ন (বিশেষ্য) জীব-বিষয়ক রসায়ন শাস্ত্র; organic chemistry বা biochemistry (প্রাণ রসায়ন)। {(তৎসম বা সংস্কৃত) জীব+অ(অণ্)}
- Bengali Word জৈবন ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জোইবন্] (বিশেষ্য) যৌবন। {(তৎসম বা সংস্কৃত) যৌবন>}
- Bengali Word জৈবনিক English definition [জোইবোনিক্] (বিশেষণ) জীবনঘটিত। {(তৎসম বা সংস্কৃত) জীবন+ইক(ঠঞ্)}
- Bengali Word জৈমিনি English definition [জোইমিনি] (বিশেষ্য) ভারতীয় মীমাংসা দর্শন প্রণেতা মুনি। জৈমিনি দর্শন (বিশেষ্য) জৈমিনি মুনি কৃত বেদের মীমাংসা এবং শ্রুতিস্মৃতির বিরোধ ভঞ্জনকারী দর্শনশাস্ত্র। জৈমিনি ভারত (বিশেষ্য) জৈমিনি মুনি প্রণীত মহাভারত গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) জৈমিনি}
- Bengali Word জো হুকুম, যো হুকুম English definition [জোহুকুম্] (বিশেষ্য) যে আজ্ঞা। □(বিশেষণ) অনুগত (ভৃত্য); আজ্ঞাবহ; স্তাবক। জো হুকুমের দল (বিশেষ্য) স্তাবক বা আজ্ঞাবহ বা চামচার দল। {(হিন্দি) জো+(আরবি) হুকুম}