জ পৃষ্ঠা ৩৪
- Bengali Word জেন্দ English definition [জেন্দ] (বিশেষ্য) ১ প্রাচীন পারস্যের ভাষার নাম। ২ জরথুস্ত্র কৃত ধর্মশাস্ত্র আবেস্তার ভাষার নাম। (আবেস্তার কতগুলি অংশের ব্যাখ্যা…জেন্দ ভাষায় লিখিত-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। জেন্দাবেস্তা, জেন্দা আবেস্তা (বিশেষ্য) পারসিক দিগের ধর্মগ্রন্থ আবেস্তা ও তার ভাষা জেন্দ। {(ফারসি) জ্বিন্দ}
- Bengali Word জেন্দগানী English definition ⇒ জিন্দেগানি
- Bengali Word জেন্দান English definition ⇒ জিন্দান
- Bengali Word জেপলিন, জেপলিন English definition [জেপ্লিন, জেপেলিন] (বিশেষ্য) জার্মানির তৈরি বিশেষ ধরনের উড়োজাহাজ (জার্মানদের জেপেলিনগুলো দুর থেকে-কাজী নজরুল ইসলাম)। {জা. zeppelin}
- Bengali Word জেব English definition [জেব্] (বিশেষ্য) ১ জামা ইত্যাদির পকেট (জামার জেবেতে মাটি রাখিল যতনে-হেয়াত মাহমুদ)। ২ টাকা-পয়সা রাখার ছোট খলি। {(ফারসি) জেব}
- Bengali Word জেবঘড়ি English definition [জেব্ঘোড়ি] (বিশেষ্য) পকেটে রাখার ঘড়ি। {জেব+ঘড়ি}
- Bengali Word জেবলি English definition [জেব্লি] (বিশেষ্য) ফুলবিশেষ (আমারই শেফালী জেবলী কেবল ঝরে-বিষ্ণু দে)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word জেব্রা English definition [জেব্রা] (বিশেষ্য) আফ্রিকায় দৃষ্ট ঘোড়াজাতীয় গায়ে ডোরাকাটা দ্রুতগামী বন্য পশুবিশেষ। {(ইংরেজি) zebra}
- Bengali Word জেম্মা English definition ⇒ জিম্মা
- Bengali Word জের English definition [জের্] (বিশেষণ) ১ নত; নিচু বা পরাভূত (জের হৈল নিমকহারাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হীন; ক্ষীণ(জেরদস্ত)। ¨ (বিশেষ্য) ১ পরাজয়; পরাভব। ২ রেশ; অনুবৃত্তি। ৩ পূর্ব হিসাবের সূত্র বা অনুবৃত্তি; ইজা। ৪ এ-কার; ই-কার। জেরটানা (ক্রিয়া) ১ হিসাবের খাতায় পূর্ব পৃষ্ঠার মোট রাশি পর-পৃষ্ঠায় লেখা (জের টেনে কেতাব সম্পর্কে আলোচনা শেষ করা যায়-কাজী আবদুল মান্নান)। ২ পূর্বে কৃত কর্মের ফল ভোগ করা। জেরদস্ত (বিশেষণ) দুর্বল। জবরদস্ত বিপ.। {(ফারসি) জ্বের}
- Bengali Word জেরবার English definition [জের্বার্] (বিশেষণ) ১ ক্ষত-বিক্ষত; বিপর্যস্ত বা পর্যুদস্ত (জোরওয়ার শের কই? জেরবার জানোয়ার-কাজী নজরুল ইসলাম)। ২ হয়রান; হীনবল; নাকাল। ৩ ভারাক্রান্ত; পীড়িত; পীড়াজর্জর (জানখানা টেনে চিরদিন জেবরার-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) জ্বেরবার}
- Bengali Word জেরা ১ English definition [জেরা] (বিশেষ্য) ১ আদালতে সত্যাসত্য যাচাইয়ের জন্যে বিপক্ষের উকিলের প্রশ্ন; সওয়াল; cross examination। ২ উকিলের কূট প্রশ্নের মতো ক্রমাগত বিবিধ প্রশ্ন জিজ্ঞাসা। {(আরবি) জ্বরহ্}
- Bengali Word জেরা ২ English definition [জেরা] (বিশেষ্য) বর্ম (জেরাকে ছেদিয়া তীর ঝোলে তার গায়-সৈয়দ হামজা)। {(ফারসি) জ্বেরেহ্}
- Bengali Word জেরাত English definition ⇒ জিরাত
- Bengali Word জেল English definition [জেল্] (বিশেষ্য) ১ কয়েদখানা; কারাগার; জেলখানা (জেলে যাওয়া)। ২ কারাদণ্ড (জেল হওয়া)। জেলখানা (বিশেষ্য) কারাগার; জেল। জেলখালাসি (বিশেষণ) জেল থেকে মুক্ত; কারামুক্ত। জেলদারোগা (বিশেষ্য) কয়েদিদের তত্ত্বাবধায়ক ও জেলের শান্তিরক্ষক কর্মচারী। জেলফেরত, জেলফেরতা (বিশেষণ) জেল খেটেছে এমন। {(ইংরেজি) Jail}
- Bengali Word জেলদ English definition ⇒ জিলদ
- Bengali Word জেলা English definition ⇒ জিলা
- Bengali Word জেলার English definition [জেলার্] (বিশেষ্য) জেলের ভারপ্রাপ্ত কর্মচারী; কারাধ্যক্ষ। {(ইংরেজি) Jailor}
- Bengali Word জেলি English definition [জেলি] (বিশেষ্য) ফলের রস চিনিতে পাক করে প্রস্তুত খাদ্যবস্তু বিশেষ। {(ইংরেজি) Jelly}
- Bengali Word জেলে, জেলিয়া (বিরল) English definition [জেলে, জেলিয়া] (বিশেষ্য) ১ ধীবর; মৎসজীবী। ২ হিন্দু জাতিবিশেষ। জেলেনি (স্ত্রীলিঙ্গ)। জেলে-ডিঙ্গি (বিশেষ্য) মাছ ধরার জন্য জেলেদের ছোট নৌকা। {(তৎসম বা সংস্কৃত) জালিক >(প্রাকৃত) জালিয়>}