ট পৃষ্ঠা ৪
- Bengali Word টপ ৩ English definition [টপ্] (বিশেষ্য) ১ রৌদ্র বৃষ্টি ইত্যাদি নিবারণ করার আচ্ছাদন বিশেষ। ২ উপরের আচ্ছাদন বা আবরণ। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ}
- Bengali Word টপকা English definition [টপ্কা] (বিশেষণ) অপ্রত্যাশিত; আলটপকা। □(ক্রিয়াবিশেষণ) সহসা; অকস্মাৎ। □(বিশেষ্য) উল্লাম্ফন; লাফিয়ে পার হওন। {√টপকা}
- Bengali Word টপকানো, টপকান English definition [টপ্কপনো] (ক্রিয়া) ১ অতিক্রম করা; উল্লঙ্ঘন করা; ডিঙিয়ে যাওয়া; লাফ দিয়ে পার হওয়া। □(বিশেষ্য) লাফিয়ে পার হওয়া; উল্লঙ্ঘন। □(বিশেষণ) উল্লঙ্ঘিত। {√টপকা+আনো}
- Bengali Word টপটপ English definition [টপ্টপ্] (অব্যয়) ১ তরল পদার্থের একাধিক ফোঁটা পড়ার শব্দ। ২ ক্রমান্বয়ে অতি দ্রুত পতন সূচক শব্দ (টপটপ করে রক্ত পড়ছে)। ৩ যন্ত্রণা বা বেদনাসূচক শব্দ। টপটপানি (ক্রিয়া) ১ টপ টপ শব্দে তরল পদার্থের ফোঁটা পড়া। ২ টপ টপ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া। ৩ যন্ত্রণা হওয়া। টপাটপ (অব্যয়) অতি দ্রুত গলাধঃকরণ বোধক (টপাটপ গেলা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টপ্পর English definition [টপ্পর্] (বিশেষ্য) গোয়ালের ছাউনি; বাঁশ ও চাটাই দিয়ে প্রস্তুত ছাউনি যা গরুর গাড়িতে ব্যবহার করা হয়। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>ছত্তর>; (তুলনীয়) (হিন্দি) ছপ্পর}
- Bengali Word টপ্পা English definition [টপ্পা] (বিশেষ্য) ১ সঙ্গীতের প্রকারভেদ বিশেষ। ২ প্রণয় সঙ্গীত; আদিরসের গানবিশেষ। টপ্পাবাজ (বিশেষ্য) ১ টপ্পা গানে নিপুণ। ২ স্ফুর্তিবাজ। টপ্পামারা (ক্রিয়া) দায়িত্বহীন আমোদ-প্রমোদ জীবন যাপন করা। {(হিন্দি) টপ্পা
- Bengali Word টব English definition [টব্] (বিশেষ্য) ১ কাঠ বা টিনের তৈরি জলপাত্র বা বালতি। ২ জল রাখার অথবা ফুলগাছ রোপন করার মৃৎপাত্রবিশেষ। {(ইংরেজি) Tub}
- Bengali Word টব টব English definition [টব্টব্] (অব্যয়) ১ জল আন্দোলিত হওয়ার শব্দ; পানি পড়ার শব্দ। ২ পানি দিয়ে পাত্র পূর্ণ হওয়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টবর English definition [টবোর্] (বিশেষ্য) ১ কুটির; কুঁড়েঘর। ২ জলাশয়। ৩ আত্মীয়স্বজন; জ্ঞাতিগুষ্টি; পরিবারপরিজন (আপন টবর নিয়া বসিল অনেক মিঞা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(হিন্দি) টাবর}
- Bengali Word টম-হ্যারি, টম-ডিক-হ্যারি English definition [টম্হ্যারি, টম্ডিক্হ্যারি] (বিশেষ্য) ইউরোপের সাধারণ লোক। {(ইংরেজি) Tom-Dick & Harry}
- Bengali Word টমক English definition [টমক্] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (রণশিঙ্গা কাড়া পড়া টমক-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টমটম English definition [টম্টম্] (বিশেষ্য) এক ঘোড়ায় টানা দুই চাকার গাড়ি; একটি অশ্ববাহিত দ্বিচক্রযান; এক্কা; টাঙ্গা। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) (ইংরেজি) tandem}
- Bengali Word টমিগান English definition [টোমিগান্] (বিশেষ্য) আগ্নেয়াস্ত্রবিশেষ (গুলি করার জন্য তৈরি তাদের কাঁধে ঝুলছে টমিগান-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) tommy gun}
- Bengali Word টমেটো, টোম্যাটো English definition [টমেটো, টোম্যাটো] (বিশেষ্য) সবজি শ্রেণির ফলবিশেষ; আনাজবিশেষ; বিলাতি বেগুন; টক বেগুন (সঙ্গে সঙ্গে ফুলে উঠল কপালের বাম দিকে টোম্যাটোর মত-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) Tomato}
- Bengali Word টরকানো English definition [টর্কানো] (ক্রিয়া) লাফ দেওয়া; বেগে গমন করা; ঠিকরিয়ে যাওয়া (টরকিয়া যার ময়নামতী গরদানত ধরিল-মানিক রাজার গান)। {(হিন্দি) টরকানা}
- Bengali Word টর্চ English definition [টর্চ্] (বিশেষ্য) ব্যাটারির সাহায্যে জ্বরে এমন বৈদ্যতিক আলোবিশেষ; মশাল (টর্চ জ্বেলে পথ দেখাচ্ছে-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) Torch}
- Bengali Word টর্নি, এটর্নি English definition [টোর্নি, অ্যাটোর্নি] (বিশেষ্য) আমমোক্তার; অ্যাটির্নি; মালিকের পক্ষে নিযুক্ত কার্যকারক। {(ইংরেজি) Attorney}
- Bengali Word টর্নেডো English definition [টর্নেডো] (বিশেষ্য) প্রচণ্ড ঘূর্ণিবাত; ঘুর্ণিঝড় (গেছি গেছি, গেচে গান-এ যে শব্দের টর্নেডো বহমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {স্পে. tornado}
- Bengali Word টর্পেডো English definition [টর্পেডো] (বিশেষ্য) ১ জাহাজ ধ্বংসকারী বিস্ফোরক; ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করে জাহাজ উড়িয়ে দেওয়ার বিস্ফোরক (আমি ভরা তরী করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন-কাজী নজরুল ইসলাম)। ২ বিদ্যুৎ শক্তিসম্পন্ন মৎস্যবিশেষ। {(ইংরেজি) Torpedo}
- Bengali Word টল ১ English definition [টল্] (বিশেষ্য) ১ পায়চারিকরণ; টহল। ২ প্রহরীর কর্ম। টহল দেওয়া (ক্রিয়া) পাহারা দেওয়া; পায়চারি করে চৌকি দেওয়া। {হ. টহল>}