ট পৃষ্ঠা ৫
- Bengali Word টল ২ English definition [টল্] (বিশেষ্য) ১ টলন; নড়ন; বিচলন; স্খলন; স্থানচ্যুতি। ২ বিহবলতা; বিমুগ্ধতাদ; বিবশতা। {(তৎসম বা সংস্কৃত) √টল্}
- Bengali Word টলটল English definition [টল্টল্] (অব্যয়) ১ পানি নড়ার শব্দ। ২ কানায় কানায় পরিপূর্ণ পাত্রে তরল পদার্থে সামান্য আন্দোলিত হওয়ার ভাবপ্রকাশ; স্বচ্ছতার ভাব (পুকুরে পানি টলমল করছে)। □(বিশেষণ) অস্থির; চঞ্চল। □(ক্রিয়াবিশেষণ) আন্দোলিত। টলমলানি (বিশেষ্য) ১ টলটল করার ভাব। ২ আন্দোলিত হয়ে পড়ার উপক্রম হয়েছে এমন; পড়ার বা পতনের অবস্থা; পতনোন্মুখ অবস্থা (গদি টলটলায়মান)। টলটলানো (ক্রিয়া) টলটল করা। টলটলে (বিশেষণ) ১ মালিন্যহীন; অনাবিল; স্বচ্ছ। ২ তরলতার জন্য ঈষৎ আন্দোলনশীল; স্বচ্ছ। টলট্টল (অব্যয়) ১ কানায় কানায় পূর্ণ তরল পদার্থের ঈষৎ বিক্ষুব্ধ ও আন্দোলিত অবস্থা (টলট্টল কলক্কল তরঙ্গ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √টল্+অ(অপ্/ঘঞ্)>}
- Bengali Word টলন English definition [টলোন্] (বিশেষ্য) ১ নড়ন; বিচলিত হওয়া; স্খলন; স্থানচ্যুত হওয়া। ২ বিহবলতা; বিবশতা; মুগ্ধতা। {(তৎসম বা সংস্কৃত) √টল্+অন(ল্যুট্)}
- Bengali Word টলবল English definition [টল্বল্] (অব্যয়) ১ টলে পড়ার ভাব; পড়ো পড়ো ভাব (টলবল করে যেন পদ্ম পত্রের বারি-মানিক গাঙ্গুলী)। □(বিশেষণ) ১ কম্পিত। ২ সঞ্চালিত; আলোচিত। ৩ আন্দোলিত হচ্ছে বা দুলছে এমন; দোলায়মান; চঞ্চল। টলবলানি (বিশেষ্য) আন্দোলন। টলবলানো (ক্রিয়া) টলমল করা; আন্দোলিত করা (নাঅ টলবলাএ-বড়ু চণ্ডীদাস)। {টলমল>}
- Bengali Word টলমল, টলোমলো English definition [টল্মল্, টলোমলো] (বিশেষণ) ১ ঘন ঘন আন্দোলিত; বিচলিত, কম্পিত। ২ পতনোন্মুখ। ৩ সংশয়াপন্ন; সংশয়াকুল (মুহূর্তে হইবে শান্ত টলমল প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ পরিপূর্ণ; উচ্ছলিত (দিক্বিদিক্ ভেদ নাই টলমল সব ঠাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৫ দোলায়মান। □(অব্যয়) পড়ে পড়ে এমন ভাব; ঘন আন্দোলনের ভাব; হেরাদোলায় ভাব (টলোমলো নয়নের প্রান্তে জাগে বিমুগ্ধ বিস্ময়-রখা)। টলমলানি (বিশেষ্য) টলমলকরণ; টলমলে অবস্থা। টলমলানো (বিশেষ্য) টলমলানি। □(ক্রিয়া) টলমলে অবস্থা। টলমলায়মান, টলমলে (বিশেষণ) ১ টলমল করছে এমন; দোলায়মান। ২ অনির্দিষ্ট; সংশয়পূর্ণ (তার উপর ছিলো তার লেখা থেকে সতত টলমলায়মান আয়-বুদ্ধদেব বসু)। ৩ পতনোন্মুখ। {(তৎসম বা সংস্কৃত) √টল্>টল+অনু, মল}
- Bengali Word টলা English definition [টলা] (ক্রিয়া) ১ চঞ্চল হওয়া, বিচলিত হওয়া। ২ আন্দোলিত হওয়া; কম্পিত হওয়া। ৩ পতনোন্মুখ হওয়া। ৪ ব্যতিক্রম হওয়া; অন্যথা হওয়া; নড়চড় হওয়া; নড়ে যাওয়া। ৫ স্খলিত হওয়া; বিচ্যুত হওয়া; ভ্রষ্ট হওয়া। টলাটলি (বিশেষ্য) ক্রমাগত টলার অবস্থা বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) √টল্+(বাংলা) আ}
- Bengali Word টলানো, টলান English definition [টলানো] (ক্রিয়া) ১ টলিয়ে বা নড়িয়ে দেওয়া; আন্দোলিত করা (যার রূপ আছে সে রূপ দিয়েই মন টলায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্যথা করানো। ৩ স্থানচ্যুত করা; নড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √টল্+ণিচ্+(বাংলা) আনো}
- Bengali Word টস, টসটস English definition [টশ্, টশ্টশ্] (অব্যয়) ১ তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ। ২ রসে পরিপূর্ণতার ভাবসূচক। ৩ পেকে ওঠার ভাবসূচক (ফোঁড়াটা পেকে টসটস করছে)। টসটসানি (বিশেষ্য) ১ ফোঁটা করে পড়ার ভাব। ২ রসে পরিপূর্ণতার ভাব। ৩ পরিপক্বতার ভাব। টসটসানো (ক্রিয়া) ১ চুইয়ে পড়া; টসটস করে বিন্দু পতন। ২ পেকে রসে পূর্ণ হওয়া। ৩ পেকে ওঠার দরুণ বেদনা হওয়া বা টনটন করা (ফোঁড়াটা টসটসাচ্ছে)। টসটসে (বিশেষণ) ১ রসে ভর্তি হওয়ার ভাব (বাগানের টসটসে ফলের সুরভি-শামসুর রাহমান)। ২ পূর্ণ হওয়ার ভাব। {ধ্বন্যাত্মক>⇒ টুসটুস}
- Bengali Word টসকানো, টসকান English definition [টশ্কানো] (ক্রিয়া) ১ ভাঙা; ভগ্নস্বাস্থ্য হওয়া (শরীরখানা বেশ টসকেছে)। ২ সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (টসকায় তো মচকায় না)। ৩ নিটোল ভাব নষ্ট হওয়া; মজে যাওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {√টসকা+আনো; (তুলনীয়) (হিন্দি) টস্কনা}
- Bengali Word টহল English definition [টহোল্] (বিশেষ্য) ১ পদচারণ; পর্যটন; ঘোরাফেরা। ২ প্রহরার জন্য পদচারণ (সৈনিক টহল দিয়ে বেড়াচ্ছে--মুনীর চৌধুরী)। ৩ ভিক্ষার জন্য অথবা বিনা কারণে গান গেয়ে বেড়ানো। টহলদার, টহলিয়া (বিশেষ্য) যে টহল দেয়; চৌকিদার; প্রহরী। □(বিশেষ্য), (বিশেষণ) যে অকারণে বাড়ি বাড়ি ঘোরে অথবা ভিক্ষা করে বেড়ায়। টহলদারি (বিশেষ্য) ১ পায়চারি; পর্যটন। ২ খবরদারি করণ। ৩ ভিক্ষার জন্য গান গেয়ে দ্বারে দ্বারে পর্যটন। টহলানো, টহলান (ক্রিয়া) ১ টহল দেওয়ান। ২ টহল দেওয়া। ৩ ঘোড়াকে হাঁটানো বা পায়চারি করানো। {(হিন্দি) টহল}
- Bengali Word টা, টে, টো English definition টা, টে, টো [টা, টে, টো] (অব্যয়) ১ বাংলা প্রত্যয় বিশেষ ১ সংখ্যা বা পরিমাণ অর্থে (পাঁচ পাঁচটা বছর)। ২ টুকরা; খণ্ড; খান; তা (দুটো বই, একটা কাগজ)। ২ বস্তু; ব্যক্তি বা বিষয় নির্দেশে (এটা খাও, ওটা দাও)। ৩ সংখ্যা নির্দেশে (তিনটে ছেলে)। ৪ বিস্ময় প্রকাশে (একটা মানুষের চারটে হাত। ৫ স্পর্ধা প্রকাশে (তার দৌড়টা দেখি)। ৬ আদরে বা অনাদরে (মেয়েটার কপাল পুড়ল, ছেলেটা ভালো না)। ৭ মাত্র বোঝাতে (আছে ছোট্ট একটা ভাই); অনির্দিষ্ট সংখ্যা বোঝাতে (তিন-চারটে লোক)। ⇒ টি১। {(বাংলা) প্রত্যয়}
- Bengali Word টাঁক ১, টাক English definition [টাঁক্, টাক্] (বিশেষ্য) বন্ধনী; সেলাই। {(ইংরেজি) tuck}
- Bengali Word টাঁক ২ English definition [টাক্] (বিশেষ্য) ১ বন্ধ দৃষ্টি; বিশেষ লক্ষ্য; তাক। ২ অনুমান। ৩ আশা-আকাঙ্খা। ৪ লোভ। {(তৎসম বা সংস্কৃত) তর্ক>(প্রাকৃত) তক্ক>}
- Bengali Word টাঁকন, টাঁকনি, টাঁকুনি English definition [টাঁকোন্, টাঁক্নি, টাঁকুনি] (বিশেষ্য) ১ আকাঙ্খা। ২ প্রতীক্ষা। ৩ ভবিষ্যৎ কথন। ৪ সেলাই। টাঁকনিয়া (বিশেষণ) যে টাঁকে বা সেলাই করে। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টাঁকশাল, টাকশাল English definition [টাঁক্শাল্, টাকশাল] (বিশেষ্য) টাকা-পয়সা প্রভৃতি মুদ্রা নির্মানের স্থান; টাকা পয়সা তৈরির কারখানা; mint (সেই বৎসরেই এক টাকশাল নির্মিত এবং আগষ্ট মাসের উনবিংশ দিবসে ইংরেজ দিগের টাকা প্রথম মুদ্রিত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; তখন এখানে টাকশাল ছিল-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কশাল>}
- Bengali Word টাঁকা ১, টাকা English definition [টাঁকা, টাকা] (ক্রিয়া) সেলাই করা; সেলাই করে গাঁথা (বোতাম টাকা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(ইংরেজি) Tuck; (তৎসম বা সংস্কৃত) তঙ্ক}
- Bengali Word টাঁকা ২ English definition [টাঁকা] (ক্রিয়া) ১ বিশেষরূপে দুষ্টি রাখা; টাক করা। ২ কোনো অমঙ্গলের জন্য অপেক্ষা করা; কোনো ব্যাপারে পূর্ব থেকে আশা করা বা আঁচ করা (মরণ টাকিলি বেটা অনাথা দেখিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তর্ক>(প্রাকৃত) তক্ক>
- Bengali Word টাঁসা English definition [টাঁশা] (ক্রিয়া) ১ রক্তাল্পতা বা রক্ত চলাচল বন্ধ হেতু খিল ধরা (হাত পা টেঁসে যাওয়া)। ২ মরা (টেঁসে যাওয়া)। টাঁস ধরা (ক্রিয়া) খিল ধরা বা আড়ষ্ট হয়ে যাওয়া। টেঁসে যাওয়া (ক্রিয়া) মরা; মৃত্যু হওয়া। {(তুলনীয়) (হিন্দি) টাঁসনা}
- Bengali Word টাংকর, টাঙ্কর English definition [টাঙ্কর্] (বিশেষণ) ধূর্ত; খল; দূর্বৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্গর>}
- Bengali Word টাংগ, টাঙ্গ English definition [টাঙ্গো] (বিশেষ্য) ১ কুঠার; খনিত্র; কোদাল। ২ চরণ। ৩ সোহাগা। ৪ দোকান। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}