ট পৃষ্ঠা ৬
- Bengali Word টাংগা ১ English definition ⇒ টাঙ্গা
- Bengali Word টাংগা ২, টাঙ্গা ২ English definition [টাঙ্গা] (বিশেষণ) উর্ধ্বে বন্ধ; উপরে বাঁধা বা ঝুলানো। টাংগা প্রদীপ (বিশেষণ) আকাশ প্রদীপ; উপরে টাঙিয়ে রাখা দীপ; ঝুলানো প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টাংগানো, টাঙ্গানো English definition ⇒টাঙানো
- Bengali Word টাংগি, টাঙ্গি English definition [টাঙ্গি] (বিশেষ্য) পরশু; কুঠারজাতীয় লৌহনির্মিত অস্ত্রবিশেষ (টঙ্কিনী টমক টাঙ্গী টানিয়া টঙ্কার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক টন জাতীয় শব্দের জন্য}
- Bengali Word টাই English definition [টাই] (বিশেষ্য) বিলাতি পোশাকের অঙ্গরূপে গলায় বাঁধার চওড়া ফিতাবিশেষ। টাইপিন (বিশেষ্য) গলায় বাঁধার ফিতা বা টাই যথাস্থানে রাখার জন্য ব্যবহৃত কাঁটাবিশেষ (তুমি একদিন একটি মুক্তোর টাইপিন নিয়ে এস-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) Tie-pin
- Bengali Word টাইট English definition [টাইট্] (বিশেষণ) ১ দৃঢ়; মজবুত; শক্ত (ইস্ক্রুপগুলো জোর টাইট করে বসানো-সৈয়দ মুজতবা আলী)। ২ আঁটাসাঁটা; টানটান। {(ইংরেজি) tight}
- Bengali Word টাইটানিক English definition [টাইটানিক্] (বিশেষ্য) বিখ্যাত বিশাল জাহাজ, যা সাগরের জলমগ্ন শিলাখণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। {(ইংরেজি) Titanic}
- Bengali Word টাইটেল, টাইটল English definition [টাইটেল্, টাইটল্] (বিশেষ্য) ১ উপাধি; খেতাব (হে মানদ আমায় টাইটেল দাও, খেতাব দাও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নমলিপি; আখ্যা। ৩ স্বত্ব; অধিকার। টাইটেল-পেজ (বিশেষ্য) গ্রন্থের নামপৃষ্ঠা; আখ্যাপত্র (পুস্তকের টাইটেল পেজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া রহিলেন-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) title}
- Bengali Word টাইপ English definition [টাইপ্] (বিশেষ্য) ১ ছাপানোর জন্য ব্যবহৃত সিসা বা রবারের হরফ। ২ ধরন; প্রকার (ওই টাইপের ছেলেরা সুবিধার হয়না)। ৩ বিশেষ এক ধরন; বিশিষ্ট প্রকার (টাইপ চরিত্রের অভিনয়ে তিনি অদ্বিতীয়)। টাইপ করা (ক্রিয়া) টাইপরাইটার যন্ত্রের সাহায্যে লেখা বা ছাপা। টাইপ রাইটার (বিশেষ্য) চাবি টিপে লেখার বা ছাপার যন্ত্রবিশেষ। {(ইংরেজি) type}
- Bengali Word টাইফুন, টাইফুন English definition [টাইফুন্] (বিশেষ্য) ১ প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিবাত্যাবিশেষ। ২ প্রবল ঝটিকা; প্রচণ্ড ঝড় (জমা হয় কালো টাইফুন মেঘ পাটাতনের লাগে দোলা-ফররুখ আহমদ)। {(ইংরেজি) Typhoon; (তুলনীয়) (হিন্দি) তুফান}
- Bengali Word টাইম English definition [টাইম্] (বিশেষ্য) ১ সময়; কাল (আকবরের টাইমে আগ্রাতে-রাজশেখর বসু (পরশু))। ২ সুযোগ; অবসর। টাইম টেবিল, টাইম-টেবল (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের তালিকা বা নির্ঘন্ট (রেলের টাইম-টেবিল)। টাইম দেওয়া (ক্রিয়া) ঠিকমতো সময় জ্ঞাপন করা (ঘড়িটা ভাল টাইম দিচ্ছে)। টাইম ধরা, টাইম বাঁধা (বিশেষণ) নির্দিষ্ট সময়ে করণীয়। টাইম পিস (বিশেষ্য) টেবিলে রাখার ছোট ঘড়ি (টেবিলের উপরস্থ টাইমপিসটার দিকে চাহিলেন-আবুল মনসুর আহমদ)। টাইম রাখা (ক্রিয়া) যথাসময়ে বা নির্ধারিত সময়ে কোনো কাজ করা। {(ইংরেজি) time}
- Bengali Word টাইল English definition ⇒ টালি
- Bengali Word টাউট English definition [টাউট্] (বিশেষ্য) ভদ্রবেশী প্রতারক। ২ দালাল; মোকদ্দমার তদ্বিরকারী (পুলিশ টাউট নেশায় আউট গঙ্গাজলী সাক্ষ্য দড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। টাউটার (বিশেষ্য) প্রতারণা। {(ইংরেজি) tout}
- Bengali Word টাক ১ English definition ⇒ টাঁক১
- Bengali Word টাক ২ English definition [টাক্] (বিশেষ্য) ১ মস্তকের কেশের স্বল্পতা বা শূন্যতা; ইন্দ্রলুপ্ত। ২ কেশহীন মস্তক। □(বিশেষণ) টাকযুক্ত; টেকো (টাক মাথা)। {(তৎসম বা সংস্কৃত) ত্বক্>; (তৎসম বা সংস্কৃত) তালুকীট>}
- Bengali Word টাক, টকানো English definition [টকা, টকানো] (ক্রিয়া) ১ টক হওয়া (তেঁতুলের ঝোলটা টকে গেছে)। ২ নিরানন্দজনক বা মাধূর্যহীন হওয়া (নূতনেই প্রেম মিঠে থাকে বাসি হলেই টকে-দ্বিজেন্দ্রলাল রায়)। □(বিশেষণ) টক স্বাদযুক্ত (টক বা টকো দই)। {টক+আ,আনো}
- Bengali Word টাকরা English definition [টাক্রা] (বিশেষ্য) তালু; জিহ্বার ঊর্ধ্বদেশ; মুখ-গহ্বর; palate। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টাকশাল English definition ⇒টাঁকশাল
- Bengali Word টাকশাল English definition ⇒টাঁকশাল
- Bengali Word টাকা ১ English definition ⇒টাঁকা১