ড পৃষ্ঠা ১২
- Bengali Word ডুবডুবি English definition (বিশেষ্য) ডমরু। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ডুবা, ডোবা English definition [ডুবা, ডোবা] (ক্রিয়া) ১ ডুব দেওয়া; পানিতে নিমজ্জিত হওয়া; পানির মধ্যে প্রবেশ করা। ২ সর্বনাশ হওয়া; সব নষ্ট হওয়া (কারবার নষ্ট হওয়ায় সে ডুবল)। ৩ বিনষ্ট হওয়া; অধঃপাতে যাওয়া (ডুবালে কনক লঙ্কা ডুবিলা আপনি-মাইকেল মধুসূদন দত্ত)। ৪ অস্ত যাওয়া (সূর্য ডুবে গেছে)। ৫ বিভোর হওয়া। ৬ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ডুবানো, ডোবানো (ক্রিয়া) ১ নিমজ্জিত করা (স্টীমার ডুবতে পারে, কিন্তু আজহার আমাকে ডোবাবে না কোন দিন-শওকত ওসমানকত ওসমান)। ২ বিনষ্ট করা। ৩ অধঃপাতে লয়ে যাওয়া (দেশটাকে সে ডোবাবে)। ৪ প্লাবিত করা (বন্যায় দেশটা ডুবে গেছে)। (বিশেষণ) উক্ত সকল অর্থে। দেনায় ডুবা (ক্রিয়া) অতিশয় ঋণগ্রস্ত হওয়া; ঋণে সর্বস্বান্ত হওয়া। নাম ডুবা (ক্রিয়া) সুনাম বিনষ্ট হওয়া। {√ডুব্+আ}
- Bengali Word ডুবারি, ডুবারী, ডুবারু English definition ⇒ ডুবুরি
- Bengali Word ডুবি English definition [ডুবি] (বিশেষ্য) ডুবন; নিমজ্জন; মগ্ন হওন (কয়েকটা ডুবি দিয়ে স্নান করলাম)। {ডুব+ই}
- Bengali Word ডুবু, ডুবুডুবু English definition [ডুবু, ডুবুডুবু] (বিশেষণ) ১ ডুবে যাচ্ছে বা ডুবে যাওয়ার মতো হয়েছে এমন; নিমজ্জিতপ্রায় (নৌকা ডুবুডুবু)। ২ বিভোর; মগ্ন; মাতোয়ারা (শান্তিপুর ডুবুডুবু-কৃষ্ণদাস কবিরাজ)। ৩ অস্তমিতপ্রায় (বেলা ডুবুডুবু)। ৪ বন্যা- প্লাবিত। {ডুব+উ,+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)ডুবু}
- Bengali Word ডুবুরি, ডুবুরী, ডুবারি English definition [ডুবুরি, ডুবুরি, ডুবারি] (বিশেষ্য) ১ যে অনেক্ষণ পানির মধ্যে ডুব দিয়ে থাকতে পারে; ডুব দিতে পটু ব্যক্তি; diver। ২ যারা ডুব দিয়ে পানির তল থেকে মুক্তা প্রবালাদি বা নিমজ্জিত বস্তু তুলে আনে। {√ডু্ব্+উরি, আরি}
- Bengali Word ডুম English definition [ডুম্] (বিশেষ্য) ১ ডিম্বাকৃতি স্থূল দীপাধারবিশেষ (কাচের সেজ ও বাতির ডুম টাঙ্গানো-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ২ মোটা টুকরা; অপেক্ষাকৃত কঠিন দ্রব্য টুকরা করে কাটা। {(তৎসম বা সংস্কৃত) তুম্ব>; (ইংরেজি) dome}
- Bengali Word ডুমকি English definition [ডুম্কি] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (বেথুল কুড়ায়ে ডুমকি বাজায়ে ফিরিয়ে বিজন বনে-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) ডম্বক>}
- Bengali Word ডুমনি, ডোমনি English definition [ডুম্নি, ডোম্নি] (বিশেষ্য) ১ ডোমজাতীয় কন্যা বা স্ত্রী; ডোমনি। ২ চৌকাঠে সংলগ্ন হাঁসকলের অংশ। {আঞ্চলিক ডোম+ইনি=}
- Bengali Word ডুমা, ডুমো English definition [ডুমা, ডুমো] (বিশেষ্য) ১ কাপড়ের টুকরা (মেয়েরা খাটো ডুমা পরে কোমরে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ খণ্ড; টুকরা। (বিশেষণ) টুকরা করে কাটা হয়েছে এমন (ডুমা সুপারি)। ৩ নারীর পরিধেয় বস্ত্র। ডুমা-ডুমা (বিশেষণ) খণ্ড খণ্ড; টুকরা টুকরা (মটরের মতো ডুম ডুম)। {তিব্বতি. দুমবু}
- Bengali Word ডুমুর English definition [ডুমুর্] (বিশেষ্য) ‘ডুমুর’ নামের সুপরিচিত গাছ ও ফল। ডুমুরের ফুল (বিশেষ্য) ১ অদৃশ্য বস্তু (ডুমুরের ফলের মধ্যেই ফুল থাকে, তাই ফুল দেখা যায় না)। (আলঙ্কারিক) অদৃশ্যবস্তু-যা খুব একটা দেখতে পাওয়া যায় না। ২ (আলঙ্কারিক) দুর্লভ বা দুস্প্রাপ্য বস্তু। {(তৎসম বা সংস্কৃত) উড়ুম্বর/ উদুম্বর>}
- Bengali Word ডুম্বুর ১ English definition [ডুম্বুর্] (বিশেষ্য) ডুগডুগি; বাদ্যযন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ডমরু>}
- Bengali Word ডুম্বুর ২ English definition [ডুম্বুর্] (বিশেষ্য) ডুমুর গাছ ও ফল। {(তৎসম বা সংস্কৃত) উদুম্বর>}
- Bengali Word ডুরি ১, ডোরি English definition [ডুরি, ডোরি] (বিশেষ্য) ১ সুতা; রশি; সরু দড়ি; রজ্জু; ডোর (সুরের ডুরিতে জপমালা সম তব নাম গাথা ছিল প্রিয়তম-কাজী নজরুল ইসলাম)। ২ প্রণয়ের টান বা বাঁধন। ৩ বন্ধন; বন্ধনরজ্জু। ৪ যে রাজাদেশ সংবলিত ডুরি বা সুতা প্রাচীনকালে ছাড়পত্র রূপে ব্যবহৃত হতো। ৪ পাখোয়াজ। ৫ (আলঙ্কারিক) প্রণয়ের টান বা বাঁধন। {ওরাওঁ. ডোরী; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) ডোর}
- Bengali Word ডুরি ২ English definition [ডুরি] (বিশেষ্য) নৌকা থেকে পানি সেঁচে ফেলার পাত্রবিশেষ। {ওরাওঁ. ডোরী; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) ডোর}
- Bengali Word ডুরিয়া English definition [ডুরিআ] (বিশেষ্য) কুকুর পালন করে যে; কুকুরপালক। {ডোরা+ইয়া>}
- Bengali Word ডুরে, ডুরিয়া English definition [ডুরে, ডুরিয়া] (বিশেষণ) ডোরাযুক্ত; ডোরাকাটা (ডুরে শাড়ি)। {ডোরা+ইয়া>এ}
- Bengali Word ডুলা, ডোলা English definition [ডুলা, ডোলা] (বিশেষ্য) ১ মৎস্যাদি রাখার জন্য বাঁশের তৈরি এক প্রকার ছোট পাত্র; খালুই (বাড়িতে বসিয়া বাঁশের ডুলা ডালা বানাইয়া বাজারে বিক্রয় করে-আবুল মনসুর আহমদ; কোমরে বান্ধিয়া ডোলা হাতে লইয়া জাল-(ময়মনসিংহ গীতিকা))। ২ দোলা। {(তৎসম বা সংস্কৃত) কণ্ডোল>}
- Bengali Word ডুলি ১, ডুলী, ডোলি, ডোলী English definition [ডুলি, ডুলি, ডোলি, ডোলি] (বিশেষ্য) ছোট পালকি জাতীয় যান; ছোট শিবিকা; দোলা (গর্মির রোদে শ্রান্ত বেহারা নামায়ে সোয়ারি ডুলি-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) দোলী/দোলিকা>}
- Bengali Word ডুলি ২, ডুলী ২ English definition [ডুলি] (বিশেষ্য) কচ্ছপী। {(প্রাকৃত) ডোলো>}