ড পৃষ্ঠা ২
- Bengali Word ডজন English definition [ডজোন্] (বিশেষ্য) সংখ্যায় বরো; dozen। ডজন ডজন (বিশেষণ) অনেক; সংখ্যায় সুপ্রচুর। {(ইংরেজি) dozen}
- Bengali Word ডডনং English definition [ডডনঙ্] (বিশেষণ) (ব্যঙ্গার্থ) মূর্খ; নির্বোধ; উদাসীন; অমনোযোগী (পড়াশুনায় এতই ডডনং এবং আকাট মূর্খ ছিল যে তাকেই আমার মাষ্টারি জীবনে বকাঝকা করেছি সবচেয়ে বেশী-সৈয়দ মুজতবা আলী)। {‘৬৬’ সংখ্যা, ‘৬৬’ সংখ্যাকে মূর্খতা ও নির্বুদ্ধিতাবশত ‘ডড’ বর্ণরূপে পড়ার ফলে উদ্ভুত শব্দ}
- Bengali Word ডদণ্ড(আঞ্চলিক) English definition [ডন্ডো] (বিশেষ্য) দণ্ড; শাস্তি; ক্ষতিপূরণ (তিন টাকা ডণ্ড দিলাম)। ডণ্ডি দেওয়া (ক্রিয়া) দণ্ডস্বরূপ জরিমানা ইত্যাদি দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
- Bengali Word ডন English definition [ডন্] (বিশেষ্য) উপুড় হয়ে মাটিতে হাত পায়ের উপর ভর দিয়ে দণ্ডবৎ ঋজু হয়ে ব্যায়াম। ডনকরা, ডনফেলা (ক্রিয়া) সমস্ত শরীরের ভর দুই হাতের তালু ও পায়ের আঙ্গুলের উপর রেখে দণ্ডবৎ পতিত হওয়া ও ওঠা; বিশেষ ধরনের ব্যায়াম করা। ডনকুস্তি (বিশেষ্য) ডন ও কুস্তি। ডনগির (বিশেষ্য) ডনজাতীয় ব্যায়ামে অভিজ্ঞ পালোয়ান। ডনবৈঠক (বিশেষ্য) ডন এবং বৈঠক (ওঠা-বসা)-দুই প্রকার ব্যায়াম। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
- Bengali Word ডবকা English definition [ডব্কা] (বিশেষণ) উঠতি বয়সের; তরুণ; সোমত্ত; নবযৌবনযুক্ত (ওমা ওযে ডবকা ছেলে, ওযে এতক্ষণ দুবার খায়-দীনবন্ধু মিত্র; ডবকা মেয়ে)। ডবকাবয়স (বিশেষ্য) নবযৌবন। {√ডব্>}
- Bengali Word ডবডব, ডেবডেবে English definition [ডব্ডব্, ড্যাব্ডেবে] (অব্যয়) অশ্রুসজল ভাব; বিস্ফারিত ভাব। ডবডবে (বিশেষণ) আয়তচোখ; বিস্ফারিত দৃষ্টি। {√ডব্ (মজ্জন)>}
- Bengali Word ডবল, ডবোল English definition [ডবোল্] (বিশেষণ) ১ দ্বিগুণ; দুইগুণ; দুনো; double (সেইদিন বেগম সাহেবের পকেট থেকে ডবোল ডিনার আদায় করবো-মীর মশাররফ হোসেন)। ২ অনেক; বহুগুণ (চাকরটা তার চেয়ে ডবল কাজ করতে পারে)। ডবল ডেকার (বিশেষ্য) দোতলা বাস; দুই তলাবিশিষ্ট গাড়ি বা যান। ডবল প্রমোশন বি ১ পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করার ফলে একেবারে দুই ক্লাস উপরে ওঠা। ২ (ব্যঙ্গার্থ) দ্রুত পরিবর্তন। ডবলব্যারেল (বিশেষণ) দোলনা (ডবল ব্যারেল পুরনো বিদেশী বন্দুকটির প্রতি ওর আকর্ষণ-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) double}
- Bengali Word ডবলা English definition [ডবলা] (বিশেষ্য) এক প্রকার বাদ্য। {(আরবি) দফ্; (তুলনীয়) (হিন্দি) ডফলা}
- Bengali Word ডবলিউ-টি English definition [ডোব্লিউটি] (বিশেষণ) বিনা টিকিট (ফার্ষ্ট ক্লাশে ডবলিউ-টি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) W.T= without ticket}
- Bengali Word ডবি, ডবী English definition [ডোবি] (বিশেষণ) অকালপক্ব; ডেঁপো (যত সব ডবী ছেলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ইংরেজি) Duff>; ড. আলেকজাণ্ডার ডফ সাহেবের স্কুলের ইঁচড়ে পাকা অর্থে}
- Bengali Word ডমর English definition [ডমর্] (বিশেষ্য) ১ কলহ। ২ ছোটখাট লড়াই। ৩ বিদ্রোহ; উপদ্রব; বিপ্লব। {(তৎসম বা সংস্কৃত) ডমর}
- Bengali Word ডম্ফ ১ English definition [ডম্ফো] (বিশেষ্য) খঞ্জনার মতো এক প্রকার প্রাচীন বাদ্যযন্ত্র। {(আরবি) দফ্}
- Bengali Word ডম্ফ ২ English definition [ডম্ফো] (বিশেষ্য) দম্ভ; অহংকার; গর্ব (ডম্ফ করি কথা তুমি কহ মোর স্থানে)। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
- Bengali Word ডম্বর, ডম্বরী English definition [ডম্বর্, ডম্বোরি] (বিশেষ্য) আড়ম্বর; ঘটা; সমারোহ (মেঘডম্বরী রঙের তাঁবু-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সমূহ (মধুকর ডম্বুর অম্বর ভালে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ডম্ব্+অর (অরন্) (তুলনীয়) আড়ম্বর}
- Bengali Word ডম্বল, ডাম্বেল English definition [ডম্বল্, ডাম্বেল্] (বিশেষ্য) ব্যায়ামের জন্য ভাঁজবার লৌহ পিণ্ডযুক্ত লৌহদণ্ডদ্বয়। {(ইংরেজি) dumbbell}
- Bengali Word ডর English definition [ডর] (বিশেষ্য) ভয়; ত্রাস; শঙ্কা (না পাই উত্তর কিছু মনে হইল ডর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+ অ= দর> (প্রাকৃত)ডর>}
- Bengali Word ডরা English definition [ডরা] (ক্রিয়া) ১ ভয় পাওয়া; ভীত হওয়া। ডরানো (ক্রিয়া) ১ ভয় করা; ভয় পাওয়া (আমি কি ডরাই সখি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সমীহ করা (ডরিয়ে চলা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ডরন (বিশেষ্য) ভীতি। ডরাঅ ((মধ্যযুগীয় বাংলা)), ডরায় (ক্রিয়া) ভয় পায় (কাহ্ন কাখেন ডরাঅ-বড়ু চণ্ডীদাস)। ডরাও ((মধ্যযুগীয় বাংলা)) (তোক বড় ডরাওঁ-বদচা)। ডরায়িলী ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ভয় পেল (সাসুড়ির বোল সুনি ডরায়িলী রাহী)। ডরানে, ডরানিয়া (বিশেষণ) ১ ভয় পায় এমন; ভয়তরাসে; ভীত। ২ ভয়ঙ্কর। ডরাসি ((ব্রজবুলি)) (ক্রিয়া) ভয় করছ বা করিস (কাহে ডরাসি-বিদ্যাপতি)। {√ডর্+আ}
- Bengali Word ডলক English definition [ডলোক্] (বিশেষ্য) তুমুল বৃষ্টি; ঢলক (আরও ফুটিক ডলক দিলে চীনার ভাত খাই-জসীমউদ্দীন)। {ঢলক>}
- Bengali Word ডলন English definition [ডলোন্] (বিশেষ্য) ডলা কাজ; মর্দন; পেষণ। {(তৎসম বা সংস্কৃত) √দল্+ অন=দলন>ডলন}
- Bengali Word ডলনা English definition [ডল্না] (বিশেষ্য) নোড়া; পেষণযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √দল্> √ডল্+না}