ড পৃষ্ঠা ১৮
- Bengali Word ড্রেস English definition [ড্রেস্] (বিশেষ্য) ১ পোশাক; মর্যাদাসম্পন্ন পোশাক। ২ অস্ত্রোপচারের পর চিকিৎসাবিজ্ঞানসম্মত নিয়মে ক্ষতস্থান বস্ত্রখণ্ডাদি দ্বারা বাঁধা (ড্রেসিং করা)। ড্রেসিং টেবিল (বিশেষ্য) প্রসাধন টেবিল; শৃঙ্গার টেবিল (ড্রেসিং-টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলল-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) dress}
- Bengali Word ড্রয়ার English definition [ড্রয়ার্] (বিশেষ্য) দেরাজ (ড্রয়ারটা লেগেছে কিনা টেনে দেখে-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) drawer}
- Bengali Word ড্রয়িং English definition ⇒ ড্রইং
- Bengali Word ডয়ন English definition [ডয়োন্] (বিশেষ্য) আকাশে ওড়ার কাজ (উড্ডয়ন)। {(তৎসম বা সংস্কৃত)√ডূ+ অন(ল্যুট্)}