ড পৃষ্ঠা ১৩
- Bengali Word ডুলিকা English definition [ডুলিকা] (বিশেষ্য) খঞ্জন পাখির মতো আকারবিশিষ্ট পাখি। {-(অজ্ঞাতমূল)}
- Bengali Word ডুয়েল English definition [ডুয়েল্] (বিশেষ্য) দ্বন্দ্বযুদ্ধ (প্রয়োজন হইলে ডুয়েল লড়িয়াও অধিকার রক্ষা করিতে প্রস্তুত হইয়া আছেন-মাহবুব-উল-আলম; ষাঁড়ে ষাঁড়ে ডুয়েল-শওকত ওসমানকত ওসমান)। {(ইংরেজি) duel}
- Bengali Word ডেঁপ, ড্যাপ English definition [ড্যাঁপ্] (বিশেষ্য) ১ লম্বা বাঁশ বা কাঠ থেকে খাদিকাটা মাচার উপযোগী এড়ো কাঠ। ২ বিষধর সাপের ছানা। {ডিম্ব>}
- Bengali Word ডেঁপল English definition ⇒ ডেপল
- Bengali Word ডেঁপো, ডেঁফো English definition [ডেঁপো, ডেঁফো] (বিশেষ্য), (বিশেষণ) অকালপক্ব; ইঁচড়েপাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে (ডেঁপো ছেলে)। {ডেঁপ+উয়া>}
- Bengali Word ডেঁড়েমুষে English definition [ডেঁড়েমুশে] (ক্রিয়াবিশেষণ) ১ চেটেপুটে; নিঃশেষে; ঝেড়ে মুছে; সম্পূর্ণরূপে। ২ সর্বস্বান্ত করে। {(হিন্দি) ডেড়ি+(তৎসম বা সংস্কৃত) √মুষ্>}
- Bengali Word ডেঁয়ে English definition ⇒ ডাইয়া
- Bengali Word ডেংগু English definition ⇒ ডেঙ্গু
- Bengali Word ডেউড়ি, দেউরি English definition [ডেউড়ি, দেউরি] (বিশেষ্য) সদর মহল; কাচারি ঘর; বৈঠকখানা; বালাখানা। {(তৎসম বা সংস্কৃত) দেহলী>}
- Bengali Word ডেউয়া ১, ডেহুয়া, ডেও ১ English definition [ডেউয়া, ডেহুয়া, ডেও] (বিশেষ্য) অম্লস্বাদযুক্ত ফল ও তার গাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ডহু>}
- Bengali Word ডেও ২, ডেইয়া, ডেঁয়ো English definition [ডেয়ো, ডেইয়া, ডেয়োঁ] (বিশেষ্য) বড় পিঁপড়াবিশেষ (চাকার তলে পড়ে দু’চারটে ডেঁয়ে পিঁপড়ে মরবে বলে পরোয়া করলে...পারত না-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) দেহিকা}
- Bengali Word ডেক ১, ডেগ English definition [ডেক্, ডেগ্] (বিশেষ্য) ধাতু-নির্মিত বড় রন্ধন পাত্র। ডেকচি, ডেকচী (বিশেষ্য) ছোট আকারের ডেগ (প্রকাণ্ড ডেকচিতে পোলাও চাপানো হয়)। {(ফারসি) দেগ, ডেক}
- Bengali Word ডেক ২ English definition [ডেক্] (বিশেষ্য) জাহাজ প্রভৃতির পাটাতন। ডেকচেয়ার (বিশেষ্য) জাহাজের পাটাতনের উপরে পাতা আরাম কেদারা (আরাম করে ডেকচেয়ারে শুয়ে...-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) deck}
- Bengali Word ডেকচি, ডেকচী English definition ⇒ ডেক১
- Bengali Word ডেকরা, ড্যাকরা, ডেগরা English definition [ড্যাক্রা, ডেকরা, ডেগ্রা] (বিশেষ্য), (বিশেষণ) ধূর্ত; শঠ; খল (কোথা হৈতে বুড়া এক ডেকরা বামন-ভারতচন্দ্র রায়গুণাকর)। q (বিশেষণ) ১ অশিষ্ট; পাজি। ২ হঠকারী; ডানপিটে। ডেকরি বিণ. (স্ত্রীলিঙ্গ)। ডেকরামি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্গর>}
- Bengali Word ডেকি, ডিঁকি English definition [ডেকি] (বিশেষণ) (সাধারণত মুরগির ক্ষেত্রে) কম বয়সী (ডেকি মুরগি)। {ডাক+উয়া>ডেকো>}
- Bengali Word ডেকুরা English definition ⇒ ডেগুরা
- Bengali Word ডেকো English definition [ডেকো] (বিশেষণ) ১ নামডাক আছে এমন (খারাপ অর্থে)। ২ নাম করলেই সবাই চিনে; notorious (ডেকো মাতাল)। {ডাক+উয়া>}
- Bengali Word ডেক্রন English definition [ডেক্রন্] (বিশেষ্য) নাইলনজাতীয় এক প্রকার কৃত্রিম রেশমি বস্ত্র (ডেক্রনের প্যান্ট)। {(ইংরেজি) decron}
- Bengali Word ডেগরা English definition ⇒ ডেকরা