ড পৃষ্ঠা ১১
- Bengali Word ডিসমিস English definition [ডিশ্মিশ্] (বিশেষণ) ১ বাতিল; খারিজ; অগ্রাহ্য (তাহাদিগকে জবানবন্দিতে নালিশ সম্পূর্ণরূপে মিথ্যা প্রকাশ হইয়া ডিসমিস হইল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ কাজ থেকে বরখাস্ত; কর্মচ্যুত; চাকরি থেকে বহিষ্কৃত (ডিসমিস হ্ওয়া)। {(ইংরেজি) dismiss}
- Bengali Word ডিসেন্ট English definition [ডিসেন্ট] (বিশেষণ) শালীনতাপূর্ণ; সভ্যভব্য (ওর মত ডিসেন্ট গার্ল আমি জীবনে অল্পই দেখেছি-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) decent}
- Bengali Word ডিসেম্বর English definition [ডিশেম্বর্] (বিশেষ্য) ১ ইংরেজি বছরের দ্বাদশ মাস; ইংরেজি বছরের শেষ মাস। ২ অগ্রহায়নের মাঝামাঝি থেকে পৌষের মাঝামাঝি পর্যন্ত সময়। {(ইংরেজি) December}
- Bengali Word ডিহান, ডেহান English definition [ডিহান্, ডেহান্] (ক্রিয়া) ডিঙানো; লঙ্ঘন করা। {ডিঙানো>}
- Bengali Word ডিহি English definition [ডিহি] (বিশেষ্য) মোগল ভূমিব্যবস্থা অনুযায়ী বঙ্গদেশে গ্রামের প্রশাসনিক নাম ছিল মৌজা, কতিপয় মৌজা নিয়ে ডিহি গঠিত হতো, এভাবে একটি একটি তহসিলের অধীনে একাধিক ডিহি থাকত। ডিহিদার (বিশেষ্য) ডিহির অধিকারী বা শাষনকর্তা (ডিহিদার মামুদ শরীফ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ডিহিবন্দী (বিশেষ্য) ডিহির খাজনা (নির্ধারণ)। {(ফারসি) ডীহ্}
- Bengali Word ডিহি ২ English definition [ডিহি] (বিশেষ্য) দিঘি। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>দিঘ্ঘ>দিঘি>ডিহি}
- Bengali Word ডিয়ার English definition [ডিয়ার্] (বিশেষ্য), (বিশেষণ) প্রিয় (ব্রেভো! ডিয়ার ব্রাদার বা ফিলোজফার-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) dear}
- Bengali Word ডী English definition [ডি] (বিশেষ্য) ১ এক প্রকার বাদ্যযন্ত্র। ২ চাষ নামক পাখি। {(তৎসম বা সংস্কৃত) √ডী>}
- Bengali Word ডীন, ডিন English definition [ডিন্] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, আইন, চিকিৎসা প্রভৃতি শাখার কোনো একটির অনুষদ- প্রধান। {(ইংরেজি) dean}
- Bengali Word ডুকরা English definition ⇒ ডোকরা
- Bengali Word ডুকরানো, ডুকরনো, ডোকরানো English definition [ডুক্রানো, ডুক্রনো, ডোক্রানো] (ক্রিয়া) ১ চিৎকার করে কাঁদা; ফুঁপিয়ে কাঁদা। ২ পশুর আর্ত চিৎকার বা ঘনঘন ডাক। (বিশেষ্য) উক্ত অর্থে। ডুকার (বিশেষ্য) ফুঁপিয়ে কাঁদা; ডাক ছেড়ে কাঁদা (চীৎকার ডুকার দিয়া বোন বলে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {√ডুক্রা+আনো}
- Bengali Word ডুগডুগ English definition [ডুগ্ডুগ্] (বিশেষণ) লাল টুক্টুকে (রঙ্গের খুলিয়া কৌটা আসমান ডুগডুগ হবে-জসীমউদ্দীন)। (বিশেষ্য) ডমরু প্রভৃতির বাদ্য/শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ডুগডুগি English definition [ডুগ্ডুগি] (বিশেষ্য) ক্ষুদ্র বাদ্যযন্ত্রবিশেষ; ডমরু। ডুগডুগি বাজানো (ক্রিয়া) উল্লাস প্রকাশ করা; কোনো ব্যক্তিকে চরম অপমান করে উল্লাস প্রকাশ করা (আমি মরলে আমার গায়ের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চাস-রখা)। {ধ্বন্যাত্মক
- Bengali Word ডুগি, ডুগী English definition [ডুগি] (বিশেষ্য) তবলার সঙ্গে বাজানো হয় এমন বাদ্যযন্ত্র; এটা তবলা অপেক্ষা ছোট ও বামহস্তে বাজানো হয়; বাঁয়া (ডাইনের চেয়ে ডুগী ভালো-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) (হিন্দি) ডুগ্গী}
- Bengali Word ডুঙুর(আঞ্চলিক) English definition [ডুঙুর্] (বিশেষ্য) ডুমুর। {ডুমুর>}
- Bengali Word ডুঙ্গা English definition [ডুংগা] (বিশেষ্য) ১ কলাগাছের কাণ্ড। ২ ষষ্টী পূজার উপচারযুক্ত কুলা। {ডোঙ্গা>}
- Bengali Word ডুঙ্গি, ডুঙি English definition [ডুংগি, ডুঙি] (বিশেষ্য) ডোঙ্গা অপেক্ষা ছোট নৌকা। {মু. ডোঙ্গা}
- Bengali Word ডুণ্ডুভ English definition [ডুন্ডুভ্] (বিশেষ্য) ঢোঁড়া সাপ। {(তৎসম বা সংস্কৃত) √ডুণ্ড্+ভ}
- Bengali Word ডুব English definition [ডুব্] (বিশেষ্য) পানিতে নিমজ্জন; অবগাহন; স্নান (ডুব দেওয়া)। (বিশেষণ) ডুব দেওয়ার মতো গভীর। ডুব-জল (বিশেষ্য) সমস্ত শরীর ডুবতে পারে এই পরিমাণ জল। ডুব দেওয়া, ডুব পাড়া (ক্রিয়া) বার বার ডুব দেওয়া বা নিমজ্জিত হওয়া। ডুবন (বিশেষ্য) নিমজ্জন; আবগাহন। ডুবন্ত (বিশেষণ) ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু। ডুব মারা (ক্রিয়া) ১ জলের ভিতরে প্রবেশ করা; নিমজ্জিত হওয়া। ২ (ব্যঙ্গার্থ) লুকিয়ে থাকা; আত্মগোপন করা; অদৃশ্য হওয়া। ডুব-সাঁতার (বিশেষ্য) দেহ ডুবিয়ে যে সাঁতার দেওয়া হয় তা। ডুবে ডুবে পানি/ জল খাওয়া ১উপবাসে লোকচক্ষুর আড়ালে গোসলের সময় পানিতে ডুবে পানি খাওয়া; চক্ষুর অগোচরে কোন কু-কাজ করা। ২ (ব্যঙ্গার্থ) বাইরে সাধুতা প্রকাশ ও ভিতরে বাঞ্চনা করা; কপট সাধুতা। {(প্রাকৃত) বু্ড্ড>√ডুব্}
- Bengali Word ডুবগি, ডুবকি English definition [ডুব্গি, ডুব্কি] (বিশেষ্য) ডমরু; ডুবডুব শব্দকারী ক্ষুদ্র বাদ্যযন্ত্র (নানা মতে নাচে গায়-ডুবগী বাজায়- ফগ)। {(হিন্দি) ডুব্কি; ডুগী}