ড পৃষ্ঠা ১০
- Bengali Word ডিবেট English definition [ডিবেট্] (বিশেষ্য) বিতর্কমূলক বক্তৃতা (খেলাধুলো ডিবেট সিনেমার চাপে কোন মনের গহনে তলিয়ে গেল পল্লীর ক্ষুদ্র অনু-এস. এন কিউ জুলফিকার আলী (নছরু))। {(ইংরেজি) debate}
- Bengali Word ডিব্বা English definition [ডিব্বা] (বিশেষ্য) কুপি (রেলগাড়ি প্রভৃতির) কামরা বা ঘর। {(হিন্দি) ( ⇒ডিবা)}
- Bengali Word ডিভিশন English definition [ডিভিশন] (বিশেষ্য) ১ সেনাদলবিশেষ। ২ প্রদেশের অংশ। ৩ বিভাজন; ভাগ; বিভাগ। ৪ সংসদ বা আইন সভার ভোট। {(ইংরেজি) division}
- Bengali Word ডিম English definition [ডিম্] (বিশেষ্য) ১ ডিম্ব; অণ্ড; আণ্ডা (হাঁসের ডিম)। ২ হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী পায়ের পিছনের দিকের ডিম্বাকৃতি মাংসপিণ্ড। ডিমওয়ালা, ডিম-ওলা (বিশেষণ) ডিমবিশিষ্ট ডিমযুক্ত (ডিম-ওয়ালা ইলিশ মাছ)। ডিমকি (বিশেষ্য) ডিম অপেক্ষা ক্ষুদ্র; ডিমের মতো গোল ছোট দানা। ডিম পাড়া (ক্রিয়া) অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া (ক্রিয়া) ১ বাচ্চা ফুটাবার জন্য প্রসূতি পাখি কর্তৃক ডিমের উপর বসে তাপ দেওয়া। ২ (আলঙ্কারিক) অলসভাবে দিন যাপন করা; অলসভাবে বসে থাকা। ডিমে রোগা (বিশেষণ) ১ আজন্ম রোগা; চিররোগী। ২ অত্যন্ত ক্ষীণ দেহ। ঘোড়ারডিম (বিশেষ্য) অলীক; অদ্ভুত; কিছুই না; শক্তি ও সামর্থ্য-শূন্যতার ইঙ্গিত (সে ঘোড়ার ডিম করবে)। পায়েরডিম-হাঁটুর নিচের ডিম্বাকৃতি মাংসপেশি; calf। বাওয়াডিম, বাওডিম (বিশেষ্য) যে ডিমে বাচ্চা হয় না। {(তৎসম বা সংস্কৃত) ডিম্ব>}
- Bengali Word ডিমাই English definition [ডিমাই] (বিশেষণ) ১ কাগজের আকার বা মাপ। ২ বাইশ ইঞ্চি লম্বা এবং আঠারো ইঞ্চি চওড়া আকারের। {(ইংরেজি) demy}
- Bengali Word ডিমারেজ English definition ⇒ ডেমারেজ
- Bengali Word ডিমিডিমি, ডিমডিম, ডিমিকি English definition [ডিমিডিমি, ডিম্ডিম্, ডিমিকি] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ ডিমডিম ধ্বনি করে (ঐ ডম্বরু- ঢোলে ডিমিডিমি বোলে-কাজী নজরুল ইসলাম)। ২ ডিমডিম ধ্বনি; ডমরুধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ডিম্ব English definition [ডিম্বো] (বিশেষ্য) ডিম; অণ্ড। ডিম্বক (বিশেষ্য) ((প্রাণীবিজ্ঞান)) ক্ষুদ্র ডিম, ovum। ডিম্বকোষ (বিশেষ্য) (উদ্ভিদ.) পুষ্পযোনি; ডিম্বাকার কোষ। ডিম্বজ (বিশেষ্য) ১ অণ্ডজপ্রাণী। ২ ডিম্বজাত; ডিম ফুটে জন্মগ্রহণ করে। ডিম্বসাচ (বিশেষ্য) ডিমের ছাঁচ। ডিম্বাণু (বিশেষ্য) ডিম্বাশয়ের ভিতরের কোষ যা ভ্রূণে পরিণত হয়; ক্ষুদ্র ডিম্ব; ovum। ডিম্বাশয় (বিশেষ্য) ১ ((প্রাণীবিজ্ঞান)) স্ত্রী জীবের রজোডিম্বের আধার। {(তৎসম বা সংস্কৃত) √ডিন্ব্+অ(অচ্)>} ডিম্বিকা [ডিম্বিকা] (বিশেষ্য) ১ প্রতিবিম্ব। ২ কামুক নারী। ৩ শোণাক নামক গাছ। {(তৎসম বা সংস্কৃত) ডিম্বক+আ}
- Bengali Word ডিম্ভ, ডিম্ভক English definition [ডিম্ভ, ডিম্ভক্] (বিশেষ্য) শিশু; অল্পবয়স্ক বালক। (বিশেষণ) ১ মূর্খ; অজ্ঞান। ২ শুভ ও অশুভ নির্ণয় করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ডিম্ভ্+অ(অচ্)}
- Bengali Word ডিরেল English definition [ডিরেল] (ক্রিয়া) রেললাইন থেকে সরে যাওয়া; চলন্ত রেলগাড়ি বা রেলবগির রেল লাইন থেকে বিচ্যুতির ফলে দুর্ঘটনা (ডিরেলের ভয় সর্বত্রই এবং প্রতি মুহূর্তেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) derail}
- Bengali Word ডিলার English definition [ডিলার] (বিশেষ্য) ব্যবসায়ী (কাপড়ের ডিলার)। {(ইংরেজি) dealer}
- Bengali Word ডিশ, ডিস English definition [ডিশ্] (বিশেষ্য) থালা; প্লেট; রেকাবি। ডিস এন্টেনা (বিশেষ্য) টেলিভিশনের শক্তিশালী এন্টেনা প্রধানত দূর-দূরান্তের ছবি দেখার জন্য যা ব্যবহার করা হয়-এর আকার বৃহৎ থালা বা ডিশের ন্যায়। {(ইংরেজি) dish}
- Bengali Word ডিসকাউন্ট English definition [ডিস্কাউন্ট] (বিশেষ্য) ১ অবহার; বাট্টা; ধার্য দাম বা হিসাব থেকে যা বাদ দেওয়া হয় বা কম দেওয়া হয়। ২ ছাড়; হিসাবে ছাড় (শতকরা দশ টাকা ডিসকাউন্ট)। {(ইংরেজি) discount}
- Bengali Word ডিসচার্জ English definition [ডিস্চারজ্] (বিশেষ্য) ১ ছেড়ে দেওয়া; উপযুক্ত প্রমাণের অভাবে আসামিকে মুক্তিদান। ২ চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া; পদচ্যুতি। {(ইংরেজি) discharge}
- Bengali Word ডিসট্যান্ট English definition [ডিস্ট্যান্ট্] (বিশেষণ) দূরস্থ; দূরবর্তী (এইমাত্র স্টেশনের ডিসট্যান্ট সিগন্যাল পড়ল)। {(ইংরেজি) distant}
- Bengali Word ডিসট্রিক্ট English definition [ডিস্ট্রিক্ট] (বিশেষ্য) জেলা; প্রশাসনিক এলাকা ভাগ। {(ইংরেজি) district}
- Bengali Word ডিসট্রিক্ট বোর্ড English definition [ডিস্ট্রিক্ট্ বোর্ড্] (বিশেষ্য) জেলা বোর্ড; জেলার উন্নতিকল্পে গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা। {(ইংরেজি) district board}
- Bengali Word ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডি-এম, ডি-সি, ডেপুটি কমিশনার English definition [ডিস্ট্রিক্ট্ ম্যাজিস্ট্রেট্, ডিয়েম্, ডিসি, ডেপুটি কোমিশনার্] (বিশেষ্য) জেলা প্রশাসক; বর্তমানে এঁদের ডেপুটি কমিশনার বলা হয়। {(ইংরেজি) district magistrate, deputy commissioner}
- Bengali Word ডিসপেনসারি English definition [ডিস্পেন্সারি] (বিশেষ্য) ডাক্তারখানা; ঔষধালয় (ডাক্তারের ডিসপেনসারি)। {(ইংরেজি) dispensary}
- Bengali Word ডিসপেপসিয়া English definition [ডিস্পেপ্সিয়া] (বিশেষ্য) অজীর্ণতা (মারাত্মক ডিসপেপসিয়া রোগে ভুগছেন-কবি মঈনুদ্দীন)। {(ইংরেজি) dyspepsia}