ড পৃষ্ঠা ১৭
- Bengali Word ড্যাং, ড্যাং ড্যাং, ড্যাঙ ড্যাঙ English definition [ড্যাঙ্, ...] (অব্যয়) ঢাকের শব্দ। □ (বিশেষ্য) বিজয় ধ্বনি; জয় ঘোষণা। ড্যাংডেঙিয়ে (ক্রিয়া) ড্যাংড্যাং করে; বিজয়গর্বে। ড্যাং পাড়া (ক্রিয়া) উল্লাস করা; আনন্দ করা (দূরে দূরে পা ফেলে ড্যাং পেড়ে পেড়ে আসেন-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ড্যাকরা English definition ⇒ ডেকরা
- Bengali Word ড্যাবড্যাব English definition [ড্যাব্ড্যাব্] (অব্যয়) দীপশিখা দবদব করে জ্বলার ভাব; বিশালতা প্রকাশ (ড্যাবড্যাব করে তাকানো)। ড্যাবড্যাবা, ড্যাবডেবে (বিশেষণ) ভাসা ভাসা; আয়ত ও স্থুলবুদ্ধিব্যঞ্জক (ড্যাবডেবে চোখে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ড্যাবরা English definition ⇒ ডেবরা
- Bengali Word ড্যাম English definition [ড্যাম্] (অব্যয়) অবজ্ঞা ও ঘৃণাসূচক উক্তি (ড্যাম ফুল)। {(ইংরেজি) damn
- Bengali Word ড্যামেজ, ডেমেজ English definition [ড্যামেজ্] (বিশেষ্য) ক্ষতি। {(ইংরেজি) damage}
- Bengali Word ড্যালা English definition ⇒ ডেলা
- Bengali Word ড্যাশ, ডেশ English definition [ড্যাশ্] (বিশেষ্য) বিরাম চিহ্নবিশেষ (-)। {(ইংরেজি) dash}
- Bengali Word ড্র English definition [ড্র] (ক্রিয়া) যা টানা হয়েছে; লটারি। {(ইংরেজি) draw}
- Bengali Word ড্রইং, ড্রয়িং English definition [ড্রয়িঙ্] (বিশেষ্য) রেখার দ্বারা চিত্রাঙ্কন; রেখাচিত্র; অঙ্কন (আমাদের স্কুলে ড্রইং-এর উপর খুব জোর দেওয়া হয়; বোর্ডে আস্ত একটা মানুষের ড্রয়িং করে রেখেছে-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) drawing}
- Bengali Word ড্রইংরুম English definition [ড্রয়িঙ্রুম্] (বিশেষ্য) বৈঠকখানা; বাংলোঘর; বসার ঘর; লিভিংরুম (সে শুতে না গিয়ে অন্ধকার ড্রইংরুমে চুপচাপ বসেছিল-রাজিয়া খান)। {(ইংরেজি) drawing room}
- Bengali Word ড্রপসিন English definition [ড্রপ্সিন্] (বিশেষ্য) থিয়েটারের বা রঙ্গমঞ্চের পট; যবনিকা (ড্রপসিন উঠতে আর দেরি নেই)। {(ইংরেজি) dropscene}
- Bengali Word ড্রাইভার English definition [ড্রাইভার্] (বিশেষ্য) চালক; মোটর গাড়ি বা রেলগাড়ির চালক। {(ইংরেজি) driver}
- Bengali Word ড্রাগন English definition [ড্রাগন্] (বিশেষ্য) পাখাযুক্ত অগ্নিবর্ষণকারী কল্পিত সাপ (ড্রাগন হননে সুবেশ অশ্বারোহী-শামসুর রাহমান)। {(ইংরেজি) dragon}
- Bengali Word ড্রাম ১ English definition [ড্রাম্] (বিশেষ্য) তরল পদার্থের এক প্রকার মাপ; ষাট গ্রেন। {(ইংরেজি) dram}
- Bengali Word ড্রাম ২ English definition [ড্রাম্] (বিশেষ্য) ১ জয়ঢাক; ঢোল জাতীয় বাদ্যযন্ত্র। ২ পানি তেল ইত্যাদি রাখার বৃহৎ ধাতব পাত্র। {(ইংরেজি) drum}
- Bengali Word ড্রাম ৩ English definition [ড্রাম্] (বিশেষ্য) ১ গ্রিসের প্রাচীন রৌপ্যমুদ্রাবিশেষ। ২ ষাট গ্রেন ওজন; ষাট ফোঁটা পরিমাণ। {(ইংরেজি) drachm}
- Bengali Word ড্রিবলিং English definition [ড্রিব্লিঙ্] (ক্রিয়া) ফুটবল খেলায় বল পায়ে করে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া (বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা-জসীমউদ্দীন)। {(ইংরেজি) dribbling}
- Bengali Word ড্রিল English definition [ড্রিল্] (বিশেষ্য) ১ নিয়মিত অঙ্গচালনা; একত্র বা সম্মিলিত ব্যায়াম। ২ কৃচকাওয়াজ; যুদ্ধ শিক্ষা। ড্রিলমাস্টার (বিশেষ্য) ব্যায়াম বা শরীরচর্চার শিক্ষক। {(ইংরেজি) drill}
- Bengali Word ড্রেন English definition ড্রেন [ড্রেন্] (বিশেষ্য) নর্দমা; জনপ্রণালি। {(ইংরেজি) drain}