ড পৃষ্ঠা ১৪
- Bengali Word ডেগুরা, ডেকুরা, ডেপুরা English definition [ডেগুরা, ডেকুরা, ডেপুরা] (বিশেষ্য) কুঁড়েঘর (বান্ধিল ডেগুরা এক কয়বর উপরে-(ময়মনসিংহ গীতিকা); কিছুদূর গিয়া সাধু দেখে ডেপুরা একখানি-পূর্ববঙ্গ গীতিকা)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word ডেঙ্গর English definition [ডেঙ্গর্] (বিশেষ্য) বড় উকুন (ডেঙ্গর উকুন নিকি করে ইলিবিলি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্গর>}
- Bengali Word ডেঙ্গু, ডেংগু English definition [ডেঙ্গু] (বিশেষ্য) সমস্ত শরীরে বেদনাযুক্ত মারাত্মক জ্বরবিশেষ (বহুপূর্বে তাহার একবার ডেঙ্গু জ্বর হইয়াছিল-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) dengue}
- Bengali Word ডেঙ্গো, ডেঙো English definition [ডেঙ্গো, ডেঙো] (বিশেষ্য) এক প্রকার শাক। {ডাঙ্গা+উয়া>}
- Bengali Word ডেন্টাল English definition [ডেন্টাল্] (বিশেষণ) দাঁত সম্পর্কিত; দাঁতের চিকিৎসা সম্পর্কিত (ডেন্টাল হাসপাতাল)। {(ইংরেজি) dental}
- Bengali Word ডেপল, ডেঁপল, ডেফল English definition [ডেপল্, ডেঁপল্, ডেফল্] (বিশেষ্য) ডেউয়া; ডহু ফল। {(তৎসম বা সংস্কৃত) ডহু>}
- Bengali Word ডেপুটি English definition [ডেপুটি] (বিশেষ্য) ১ প্রধান কর্মচারীর বা পরিচালকের সহকারী। ২ সহকারী ম্যাজিস্ট্রেটবিশেষ। ডেপুটিগিরি, ডিপুটিগিরি (বিশেষ্য) ডেপুটির কাজ বা পদ; ফৌজদারি হাকিমের কার্য। ডেপুটিত্ব (বিশেষ্য) ডেপুটির কাজ (তুমি কর ডেপুটিত্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ডেপুটিপনা (বিশেষ্য) ডেপুটিগিরি; ডেপুটির কাজ (শ্রাবণে ডেপুটিপনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) deputy}
- Bengali Word ডেপুরা English definition ⇒ ডেগুড়া
- Bengali Word ডেবরা, ডাবরা, ড্যাবরা English definition [ড্যাব্রা] (বিশেষ্য) ১ কাজকর্মে যার বাম হাত বেশি চলে। □ (বিশেষণ) ১ ডাগর; বড় বড়; বিস্ফারিত (ডেবরা চোখ)। ২ যা ডব ডব বা জ্বল জ্বল করে। ডেবরী বিণ, (স্ত্রীলিঙ্গ)। {(প্রাকৃত) ডাবো>}
- Bengali Word ডেম English definition [ডেম্] (বিশেষ্য) ১ অঙ্কুর। ২ কলা গাছের গোড়া থেকে উদ্গত ছোট চারা; ডেউড় বা পোয়া (কলঅর ডেম)। ৩ সাপের ছানা। {(তৎসম বা সংস্কৃত) ডিম্ব>}
- Bengali Word ডেমাক, ডেমাগ English definition [ডেমাক্, ডেমাগ্] (বিশেষ্য) ১ মস্তিষ্ক। ২ দেমাক; অহংকার; দর্প (ডেমাকে পা মাটিতে পড়ে না)। □ (বিশেষণ) ডেমাকে গর্বিত। {(ফারসি) দিমাগ}
- Bengali Word ডেমারেজ, ডিমারেজ English definition [ডেমারেজ্, ডিমারেজ্] (বিশেষ্য) নির্দিষ্ট সময়ে রেল জাহাজ নৌকা প্রভৃতি থেকে মাল খালাস না করার জন্য দেয় অতিরিক্ত ভাড়া। {(ইংরেজি) demurrage}
- Bengali Word ডেমি, ডেমী English definition [ডেমি] (বিশেষ্য) আদালতে দরখাস্ত লিখবার বা দলিল পত্রাদি লিখবার কাজে ব্যবহার্য কিছু মোটা ও শক্ত অর্ধ ফুলস্কেপ আকারের কাগজ। □ (বিশেষণ) আধা ব্যক্তিগত। ডেমি অফিসিয়াল লেটার-আধা অফিসিয়াল চিঠিপত্র। {(ইংরেজি) demy}
- Bengali Word ডেমেজ English definition ⇒ ড্যামেজ
- Bengali Word ডেমোক্রেসি, ডিমোক্রেসি English definition [ডেমোক্রেসি, ডিমোক্রেসি] (বিশেষ্য) গণতন্ত্র; লোকতন্ত্র (আমরা জীবনের সর্বত্র ডিমোক্রেসি প্রবর্তনের পক্ষপাতী-আবুল মনসুর আহমদ)।{(ইংরেজি) democracy}
- Bengali Word ডেরা English definition [ডেরা] (বিশেষ্য) ১ তাঁবু; বস্ত্রাবাস; কানাত (কোন নিরালায় ক্লান্ত সেনানী ডেরা গাড়িয়াছ বুঝি-কাজী নজরুল ইসলাম)। ২ বাসা; কুটির; আশ্রয় (ফণীর ডেরায় কাঁটার কুঞ্জে ফোটে ডে কেতকী-কাজী নজরুল ইসলাম)। ৩ আস্তানা; অস্থায়ী আবাস (থাকো ডেরায় আমার আওয়াজ শুনবে তুমি নিজ কানে-ফররুখ আহমদ)। ডেরা গাড়া, ডেরা বাঁধা (ক্রিয়া) ১ তাঁবু গাড়া। ২ অস্থায়ী আবাস স্থাপন করা। ৩ আস্তানা গাড়া; আড্ডা গাড়া। ডেরা-ডাণ্ডা (বিশেষ্য) ১ তাঁবু ও তা খাটাবার সরঞ্জাম; বস্ত্রাবাস তৈরির উপকরণ। ২ বাসা ও গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র। ডেরা-ডাণ্ডাফেলা (ক্রিয়া) বাসস্থান নির্মাণ করা। ডেরা তোলা (ক্রিয়া) তাঁবু গুটানো; বাসা বা আস্তানা তুলে ফেলা। {(হিন্দি) ডেরা}
- Bengali Word ডেলকো English definition [ডেল্কো] (বিশেষ্য) দেলকো; কাঠের দীপাধার (ক্লান্ত দেহের ডেলকো-টাকে লোভের প্রদীপ উস্কে নিয়ে লোভী- সদ)। {দীপরক্ষক>}
- Bengali Word ডেলা, ড্যালা English definition [ড্যালা] (বিশেষ্য) ১ দলা; তাল; পিণ্ড। ২ বড় ঢিল; লোষ্ট্র। ডেলা-ক্ষীর (বিশেষ্য) শুষ্ক পিণ্ডাকৃতির ক্ষীর। ডেলাবন (বিশেষ্য) ঢেলা পূর্ণস্থান। ডেলা-মারা (বিশেষণ) ১ মনোযোগশূন্য; লক্ষ্যহীন। ২ হাতুড়ে; আনাড়ি (ডেলা-মারা চিকিৎসা)। {(তৎসম বা সংস্কৃত) ডল্লক>}
- Bengali Word ডেলি English definition [ডেলি] (বিশেষ্য) প্রত্যহ। {(ইংরেজি) daily}
- Bengali Word ডেলি প্যাসেঞ্জার English definition [ডেলি প্যাসেন্জার্] (বিশেষ্য) নিত্যযাত্রী; যারা প্রত্যহ দূর থেকে যাতায়াত করে। {(ইংরেজি) daily passanger}