ড পৃষ্ঠা ৬
- Bengali Word ডাটেয়া English definition [ডাটোয়া] (বিশেষ্য) মুসলমান জেলে; নিকারি (উঁচু জায়গায় ডাটেয়াপাড়া-শামসুল হক)। {আঞ্চলিক}
- Bengali Word ডাণ্ডা English definition [ডান্ডা] (বিশেষ্য) ১ মোটা লাঠি; দণ্ড। ২ ছেলেদের খেলার ছোট লাঠি। ৩ হাতল। ডাণ্ডাগুলি (বিশেষ্য) খেলাবিশেষ; ডাংগুলি (ডাণ্ডাগুলি খেলার সময় গুলিকে ভয় দেখাস্নি ডাণ্ডাকে না ছোঁয়ার জন্যে-সৈয়দ মুজতবা আলী)। ডাণ্ডাবাজি (বিশেষ্য) খুনখারাবি; দাঙ্গাফাসাদ। ডেরাডাণ্ডা (বিশেষ্য) ১ তাঁবু ও তা খাটানোর সরঞ্জাম; বস্ত্রগৃহ নির্মাণের উপকারণ (মনে বিচারিয়া সুরা বিক্রয়ী তুলিল ডাঙা ডেরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড> প্র. ডংড>+আ}
- Bengali Word ডাণ্ডি English definition [ডান্ডি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র দণ্ড। ২ হাতল। ৩ ডাঁটি। ৪ দাঁড়ি; যে দাঁড় টানে। ৫ পার্বত্য পথে মনুষ্যবাহী যানবিশেষ। ৬ স্থানের নাম (ডাণ্ডি অভিযান)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>+ (হিন্দি) ডণ্ডা+ ই}
- Bengali Word ডান ১, ডাইন ১, ডাহিন English definition [ডান্, ডাইন্, ডাহিন্] (বিশেষ্য) দক্ষিণ; বামেতর (ডাহিনে বাঁশবন হেলায়ে শাখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ডানদিক (বিশেষ্য) দক্ষিণ হস্তের দিক। ডানহাত (বিশেষ্য) ১ দক্ষিণ হস্ত; প্রধান সহায়; নির্ভরযোগ্য সঙ্গী (সে তার ডান হাত)। ডানহাতের ব্যাপার, ডানহাতের কাজ (বিশেষ্য) ভোজন; আহার। ডানে আনতে বাঁয়ে কুলায় না-আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। ডানে বাঁয়ে না তাকিয়ে (ক্রিয়াবিশেষণ) কোনো দিকে না দেখে; বেপরোয়াভাবে। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ>দাহিন>ডাইন>ডান}
- Bengali Word ডান ২ English definition ⇒ ডাইন২
- Bengali Word ডানকনা, ডানকুনি ১ English definition [ডানকনা, ডানকুনি] (বিশেষ্য) ১ ছোট মাছবিশেষ। ২ ঔষধি বৃক্ষ; দণ্ডকলস। {(তৎসম বা সংস্কৃত) দণ্ডিক>}
- Bengali Word ডানকুনি ২ English definition [ডান্কুনি] (বিশেষ্য) ১ দণ্ডকলস গাছ। ২ ডানকোনা গাছ। ৩ মাছ ধরার এক প্রকার ফাঁদ। {(তৎসম বা সংস্কৃত) দণ্ডোৎপল>}
- Bengali Word ডানপিটে English definition [ডান্পিটে] (বিশেষণ) দুর্দান্ত; দুরন্ত; যে শাষন মানে না (ডানপিটে ছেলে)। q (বিশেষ্য) অসমসাহসী; দুঃসাহসিক; গোঁয়ার; একগুঁয়ে। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+ডাণ্ডা>ডান+(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ> পিটিয়ে>ডানপিটে}
- Bengali Word ডানা English definition [ডানা] (বিশেষ্য) যা উড়তে সাহায্য করে; পাখা (পাখির ডানা)। ২ মাছের পাখনা। ডানাকাটা (বিশেষণ) পাখনাবিহীন। ডানাকাটা পরী (বিশেষ্য) পরীর মত সুন্দরী কিন্তু পরীর ন্যায় ডানা নেই; পক্ষ বা ডানাশূন্য সুন্দরী পরী; রূপে পরী এবং ডানা থাকলেই পরী বলা যেতো; অনিন্দ্যসুন্দরী; অপূর্ব সুন্দরী। ডানা-ভাঙা (বিশেষ্য) ১ যে পাখির ডানা ভেঙে গেছে। q (বিশেষণ) দোসরহীন। ডানা মারা (ক্রিয়া) ডানার আঘাত করা। {(তৎসম বা সংস্কৃত) ডয়ন>ডানা+আ=ডানা}
- Bengali Word ডানি English definition [ডানি] (বিশেষণ) ডান; ডাহিন; দক্ষিণ (রত্ন হাতা ডানি হাতে সঘৃত পলান্ন তাতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ>ডহিন>ডাইন>ডান+ই=ডানি/ডাইন}
- Bengali Word ডাব ১ English definition [ডাব্] (বিশেষ্য) অপক্ব বা কচি নারকেল। ডাব ধান (বিশেষ্য) যে ধান এখনও পাকেনি। {(তৎসম বা সংস্কৃত) ডিম্বা>}
- Bengali Word ডাব ২ English definition [ডাব] (বিশেষ্য) চাপ। {(হিন্দি) ডাব্না>}
- Bengali Word ডাবর English definition [ডাবোর্] (বিশেষ্য) ১ পানি রাখার পাত্র। ২ বড় বাটি (দুটো চিনে মাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে-সৈয়দ মুজতবা আলী)। ৩ জলপাত্র; গামলা (ডাবর নয় ছোটখাট একটা গামলা ভর্তি মাংসের কোরমা-সৈয়দ মুজতবা আলী)। ডাবরি (বিশেষ্য) ১ ছোটপাত্র। ২ ছোট কলসি। ৩ পেট মোটা ছোট মেয়ের ডাক নাম। {(তৎসম বা সংস্কৃত) দভ্র>}
- Bengali Word ডাবরা English definition ⇒ ডেবরা
- Bengali Word ডাবা ২ English definition [ডাবা] (ক্রিয়া) চাপা; দাবা; বসে যাওয়া (পা ডেবে যায়)। দুধ ডাবা (ক্রিয়া) জ্বাল দেওয়া দুধ হাতা দিয়ে বার বার তোলা নামা করা যাতে বেশি সর পড়ে। {(তৎসম বা সংস্কৃত) দর্বী>ডব্বী>ডাবা}
- Bengali Word ডাবা, ডাব্বা English definition [ডাবা, ডাব্বা] (বিশেষ্য) ১ ডাবর; মাটির বড় গামলা; বড় বাটি। ২ টব। ৩ নারকেল মালায় প্রস্তুত হুঁকা (আব্দুল্লাহ সেই ডাবা- প্রেমিক ব্রাহ্মণটির দিকে ঘাড় ফিরাইয়া দেখিলেন-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষণ) থেলা; বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকোটি ধরিয়া হাতে- রঠা)। {ডাব+আ}
- Bengali Word ডাবিং English definition [ডাবিং] (ক্রিয়া) চলচ্চিত্রকে ভাষান্তরিত করা। {(ইংরেজি) dubbing}
- Bengali Word ডাবু English definition [ডাবু] (বিশেষ্য) ১ পরিবেশনযোগ্য কাঠের নারকেলের মালার বা পিতলের হাতা। ২ গোলমুখ চামচবিশেষ। ৩ ছোট কলসি। {(তৎসম বা সংস্কৃত) দর্বী>}
- Bengali Word ডাবুষ English definition ((প্রাচীন বাংলা)) [ডাবুশ্] (বিশেষ্য) লৌহ নির্মিত এক প্রকার অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) দর্বী>}
- Bengali Word ডাব্বা English definition ⇒ ডাবা১