ড পৃষ্ঠা ৫
- Bengali Word ডাক ৬ English definition [ডাক] (বিশেষ্য) হিন্দু বিশ্বাসমতে শিবের অনুচর এক প্রকার পিশাচ। ডাকিনী (স্ত্রীলিঙ্গ)। ডাকসিদ্ধ (বিশেষণ) পিশাচসিদ্ধ অর্থাৎ পিশাচ যার আজ্ঞাবহ। {= ডাক১}
- Bengali Word ডাকবাংলা, ডাকবাংলো English definition [ডাক্বাঙ্লা, ডাক্বাঙ্লো] (বিশেষ্য) ১ সরকারী কর্মচারী বা ভ্রমনকারীর পান্থশালা বা সরাই। ২ ‘ডাক’-বাহী ঘোড়ার ও আরোহীর বিশ্রামের ও রাত্রি যাপনের ঘর; এখনকার দিনে সরকারী বিশ্রামাগার। {(হিন্দি) ডাকবাংলা> (ইংরেজি) dakbungalow}
- Bengali Word ডাকসংক্রান্তি English definition [ডাক্সংক্রান্তি] (বিশেষ্য) আশ্বিন মাসের সংক্রান্তি বা শেষদিন; আশ্বিনের শেষ ও কার্তিকের শুরুতে চাষির শিবের বর প্রার্থনার দিন বা তিথি। {ডাক+(তৎসম বা সংস্কৃত) সংক্রান্তি}
- Bengali Word ডাকসাইটে English definition [ডাক্সাইটে] (বিশেষণ) সুবিখ্যাত; প্রসিদ্ধ; নামমাত্র উচ্চারণে যাকে সবাই চিনতে পারে। {ডাক+(তৎসম বা সংস্কৃত) সিদ্ধা>}
- Bengali Word ডাকা ১ English definition [ডাকা] (ক্রিয়া) ১ আহ্বান করা (ডাক্তার ডাকা)। ২ ধ্বনি করা (ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শব্দ করা (নাক ডাকা)। ৪ গর্জন করা; উচ্চ ধ্বনি করা (মেঘ ডাকা)। ৫ সম্বোধন বা আমন্ত্রণ করা (নাম ধরে ডাকা)। ৬ মনে করা; স্মরণ করা (খোদাকে ডাকা)। ৭ হাঁকা; দর হাঁকা (নিলাম ডাকা)। ৮ চিৎকার করা (ডাকিয়া লহনা কান্দে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ৯ ভয় বা আশঙ্কা করা (বিপদ ডাকা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) সম্বেধিত; আহূত; শব্দিত; মুখরিত; ধ্বনিত; স্মৃত; আশঙ্কিত (কাক-ডাকা নিরিবিলিতে-আকবর আলী)। ডাকাডাকি (বিশেষ্য) ১ পুনঃপুন আহ্বান। ২ বিরক্তিকর পুনঃপুন ডাকা। ৩ শোরগোল করে বা চেঁচামেচি করে ডাকা। ডাকানো, ডাকান (ক্রিয়া) ১ আহবান করে বা ডেকে আনানো। ২ শব্দ করানো (নাক ডাকানো)। ডেকে বলা, ডাকিয়া বলা (ক্রিয়া) ১ সম্বোধন করে বলা। ২ ঘোষণা করা। ৩ জোরের সঙ্গে অভিমত প্রকাশ করা (ডাকিয়া বলিতে হবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ডেকে শাল নেওয়া (বিশেষ্য) নিজে ইচ্ছা করে দুঃখকে ডেকে আনা। পাখিডাকা (বিশেষণ) পক্ষিরব মুখরিত (পাখিডাকা সন্ধ্যা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। বিপদ ডেকে আনা (বিশেষ্য) নিজের কাজ বা বুদ্ধির দোষে বিপদ ঘটানো। {√ডাক্+আ}
- Bengali Word ডাকা ২ English definition [ডাকা] (বিশেষ্য) ডাকতি; দস্যুবৃত্তি (দুর্ভিক্ষ হইল রাজ্যে হইল ডাকাচুরি-কাশীরাম দাস)। ডাকাবুকা (বিশেষ্য) সাহসী; অতুলনীয় সাহসযুক্ত (তোর একটুও ভয় করলনি... ডাকবুকা ঝি-গুণময় মান্না)। ডাকু (বিশেষ্য) ডাকাত; দস্যু। {(হিন্দি) ডাকাত>}
- Bengali Word ডাকাত English definition [ডাকাত্] (বিশেষ্য) ১ দস্যু; লুন্ঠনকারী; বলপূর্বক অপসারণকারী। □ (বিশেষণ) অসমসাহসী; নির্ভীক। ডাকাতপাড়া (ক্রিয়া) ডাকাতি ঘটা; ডাকাতের আক্রমন হওয়া। ডাকাতি (বিশেষ্য) দস্যুবৃত্তি; দস্যু দ্বারা লুন্ঠন; বলপূর্বক অপহরণ; dacoity (আপনি ডাকাতি করি প্রজার ...হয়েছিস দ্বিতীয় ধনেশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) ১ ডাকাতি বিষয়ক। ২ ডাকাতি সংক্রান্ত (ডাকাতি মামলা)। ডাকাতে (ডাকাতিয়া) কালী (বিশেষ্য) ডাকাতদের উপাস্য কালিকা দেবী। দিনে ডাকাতি (বিশেষ্য) অসম সাহসিক ও বিস্ময়কর দুষ্কর্ম। {(হিন্দি) ডাকাত; (তুলনীয়) (ইংরেজি) dacoit}
- Bengali Word ডাকিনী English definition ⇒ ডাইন২
- Bengali Word ডাক্তার English definition [ডাক্তার্] (বিশেষ্য) ১ ইউরোপীয় পদ্ধতির চিকিৎসক। ২ চিকিৎসক। ৩ শাস্ত্রবিশারদ। ৪ বিশ্ববিদ্যালয়ের পাণ্ডিত্যসূচক উপাধি; Ph.D; D.Lit.। ডাক্তারখানা (বিশেষ্য) ১ যে স্থানে চিকিৎসা করা হয় বা ডাক্তারি ঔষধ প্রস্তুত ও বিক্রয় হয়। ২ এলোপ্যাথিক ঔষধ পাওয়ার স্থান। ডাক্তার দেখানো (ক্রিয়া) ১ ডাক্তার দিয়ে রোগ পরীক্ষা করানো। ২ ডাক্তারের চিকিৎসাধীন হওয়া। ডাক্তারি (বিশেষ্য) ১ চিকিৎসাবিদ্যা। ২ চিকিৎসা। ৩ ডাক্তারের কার্য বা বৃত্তি। □ (বিশেষণ) ডাক্তারসম্বন্ধীয়। {(ইংরেজি) doctor (Dr.)}
- Bengali Word ডাগর English definition [ডাগোর] (বিশেষণ) ১ বৃহৎ; বড় (ডাগর চোখ)। ২ বয়স্ক (ডাগর মেয়ে)। ৩ খুব মূল্যবান; উৎকৃষ্ট (সাগরের মত নারী ডাগর জিনিস-দীনবন্ধু মিত্র)। ৪। মোটাসোটা। ডাগরআঁখি (বিশেষ্য) আয়তনেত্র; বড় চোখ (একে ঐ চাউনি বাঁকা সুরমা আঁকা তায় ডাগর আঁখি-কাজী নজরুল ইসলাম)। ডাগর ডাগর (বিশেষণ) খুব বড়; বড় বড়। ডাগর-ডোগর (বিশেষণ) দেখতে বড়। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>}
- Bengali Word ডাগল English definition [ডাগোল্] (বিশেষণ) ডাগর; বড় (ডাগল দীঘল আঁখি যার পানে চায়-(ময়মনসিংহ গীতিকা).)। {ডাগর>}
- Bengali Word ডাঙ, ডাঙ্গ, ডাং English definition [ডাঙ্, ডাঙ্গ, ডাং] (বিশেষ্য) স্তূপ; গাদি; রাশীকৃত; স্তূপীকৃত। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড> দণ্ডের মতো উঁচু}
- Bengali Word ডাঙর ১, ডাঙ্গর English definition [ডাঙোর্, ডাঙ্গোর] (বিশেষণ) ডাগর; বৃহৎ; মস্ত; প্রবল (তিনি তখন আমানউল্লার এয়ার ফোর্সের ডাঙর পাইলট-সৈয়দ মুজতবা আলী; বলে মহাবল আলী বিক্রমে ডাঙ্গর-হেয়াত মাহমুদ)। {ডাগর>}
- Bengali Word ডাঙর ২ English definition ⇒ ডেঙার
- Bengali Word ডাঙশ English definition ⇒ ডাঙ্গশ
- Bengali Word ডাঙা, ডাঙ্গা English definition [ডাঙা, ডাঙ্গা] (বিশেষ্য) জলহীন উচ্চস্থান; উচ্চভূমি (পাঁচটা গাছের চক্রমণ্ডলী ছিল বনের পথের ধারে একটা উঁচু ডাঙার পরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্থল; শুকনা জায়গা। ৩ তীর। ৪ বাসভূমি; নিবাস (ফরাসডাঙা)। ৫ আবাদ; ক্ষেত্র (নারিকেলডাঙ্গা)। ডাঙাপথ (বিশেষ্য) স্থলপথ। ডাঙায় বাঘ জলে কুমির (বিশেষ্য) উভয় সঙ্কট। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ> ডাঙ+আ}
- Bengali Word ডাঙ্গশ, ডাঙ্গস, ডাঙশ English definition [ডাঙ্গোশ্, ডাঙ্গোশ্, ডাঙোশ্] (বিশেষ্য) হাতি চালানোর দণ্ড; হস্তিতাড়ন দণ্ড; অঙ্কুশ (এর হাতের হজমী ডাঙ্গশ হয়ে আমার পেটে বিপ্লব নিশ্চয়ই কাবু করে নিয়ে আসবে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+অঙ্কুশ>দণ্ডাঙ্কুশ>}
- Bengali Word ডাট ২ English definition [ডাঁট্] (বিশেষ্য) দৃঢ়তা; দেমাক; গুমর; তেজ; শক্তি। ডাঁটদেখানো (ক্রিয়া) গায়ের জোর দেখানো; দেমাক দেখানো বা অহংকার প্রকাশ করা। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়}
- Bengali Word ডাটনা English definition [ডাট্না] (বিশেষ্য) তিরস্কার (ডাকাইত রতিপতি ডাটনা করিয়া সাত ডাক দিয়া হরিল জীবন-রামরাম বসুরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) দনাড>}
- Bengali Word ডাটি, ডাঁটি English definition [ডাটি, ডাঁটি] (বিশেষ্য) ১ বাঁট; ছোট হাতল (হাতে উলঙ্গ আগুন নাচিছে কালো মশালের ধরিয়া ডাটি-জসীমউদ্দীন)। ২ ঔষধ মাড়ার ছোট প্রস্তর দণ্ড বা মুষল (খলের ডাঁটি)। ৩ ছাতার দণ্ড। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাট>ডাঁট+ই}