ড পৃষ্ঠা ৭
- Bengali Word ডামর English definition [ডামোর্] (বিশেষ্য) ১ এক প্রকার তন্ত্র শাস্ত্র। ২ ধুনি। ৩ মশাল। ৪ ছোট উকুন। {(তৎসম বা সংস্কৃত) ডম্বর; ডম্ (ধ্বন্যাত্মক)+অর}
- Bengali Word ডামাডোল English definition [ডামাডোল্] (বিশেষ্য) ১ কোলাহল; শোরগোল (নওরোজের আজ বসল মেলা রূপের বাজার ডামাডোল-কাজী নজরুল ইসলাম)। ২ গণ্ডগোল; বিশৃঙ্খলা (যুদ্ধের ডামাডোলে আকাশ ছেয়েছে-ছদরুদ্দীন)। {(প্রাচীন বাংলা) ডাম্বডোল>; (তৎসম বা সংস্কৃত) ডম্বর> ডামা+মুণ্ডারি. ডোল}
- Bengali Word ডাম্বেল English definition ⇒ ডম্বল
- Bengali Word ডারউইন, ডারুয়িন English definition ডারউইন, ডারুয়িন [ডারুয়িন্] (১৮০৯-৮২) ক্রমবিবর্তনবাদ প্রবর্তক; রবার্ট চার্লস ডারউইন। {(ইংরেজি) Charles Darwin}
- Bengali Word ডারা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [ডারা] (ক্রিয়া) নিক্ষেপ করা; ঢেলে ফেলা (আমুল সলিলে সব ডাররে-বিদ্যাপতি)। {(তুলনীয়) হি ডার্না}
- Bengali Word ডারি ১, ডারিয়া English definition [ডারি, ডারিয়া] (ক্রিয়া) ঢেলে ফেলে (অশ্রুবারি ডারিয়া ভানু গায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ডারা+ ইয়া>}
- Bengali Word ডারি ২ English definition [ডারি] (বিশেষ্য) ডালি, উপহার (শত শির দেয় ডারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ডালি>}
- Bengali Word ডাল ১ English definition [ডাল] (বিশেষ্য) ১ বৃক্ষশাখা। ২ যে কোরো শাখা (নদীর ডাল)। ডালপালা (বিশেষ্য) ১ শাখা- প্রশাখা; বড় ডাল ও ছোট ডাল। ২ বিস্তার; অতিরঞ্জন (কথার ডালপালা)। ডাল-ভাঙা ক্রোশ (বিশেষ্য) গাছের ডাল ভেঙে শুকানো পর্যন্ত যতদূর যাওয়া যায়; অতি দীর্ঘ পথ। ডাল-ভাঙা বাঁদর (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অনিষ্টকারী লোক। ডালানো (ক্রিয়া) গাছের ডাল কেটে দেওয়া। ডাল ছাঁটানো-গাছকে সতেজ করার জন্য ডাল কাটা। {(তৎসম বা সংস্কৃত) দারু> (প্রাকৃত) ডাল>; (তৎসম বা সংস্কৃত) ডল্লক/দল>}
- Bengali Word ডাল ২, ডাইল, ডাউল English definition [ডাল, ডাইল্, ডাউল্] (বিশেষ্য) ১ খোসা ছড়ানো মুগ, মসুর, ছোলা প্রভৃতি। ২ মুগ, মসুর ইত্যাদির ব্যঞ্জন। ডাল-ভাত (বিশেষ্য) অতি সাধারণ বা সহজ জিনিস (এর মধ্যে কোনই অসাধারণত্ব নেই এটা একেবারে ডাল- ভাত)। ডাল-মুট (বিশেষ্য) মটর, বাদাম ইত্যাদি একত্রে ভাজা মুখরোচক চানাচুর জাতীয় খাবার। {(তৎসম বা সংস্কৃত) দাল, দালি> (প্রাকৃত) ডালী>; মুণ্ডারি. দালি}
- Bengali Word ডালকুত্তা English definition [ডাল্কুত্তা] (বিশেষ্য) এক প্রকার বিখ্যাত শিকারি কুকুর; greyhound। ডালকুত্তা লেলিয়ে/ ডালকুত্তা লেলাইয়া (সাধুরীতি) দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) নির্মম উৎপীড়নের ব্যবস্থা করা। {(হিন্দি) ডালকুত্তা}
- Bengali Word ডালচিনি English definition ⇒ দারু
- Bengali Word ডালনা, দারনা English definition [ডাল্না, দাল্না] (বিশেষ্য) ঘন্ট; এক প্রকার ব্যঞ্জন। {(তৎসম বা সংস্কৃত) সন্তোলব> সাঁৎলানা>}
- Bengali Word ডালপুরি, ডালমুট English definition ⇒ দাল
- Bengali Word ডালা English definition [ডালা] (বিশেষ্য) ১ বাঁশের সরু চটা দিয়ে তৈরি অপেক্ষাকৃত অগভীর পাত্রবিশেষ। ২ ঢাকনি। ৩ হিন্দুদের পূজার উপহারের সামগ্রীপূর্ণ পাত্র। ৪ ভেট; উপহার। ৫ ঘুষ; উৎকোচস্বরূপ উপহার। ৬ আধার (বিয়ের ডালা)। ডালা সাজানো (বিশেষ্য) ডালা সাজিয়ে নানা উপহার দানের আয়োজন। {(তৎসম বা সংস্কৃত) ডল্লক>; মুণ্ডারি. ডালা}
- Bengali Word ডালি, ডালী English definition [ডালি] (বিশেষ্য) ১ ছোট ডালা (মেয়েদের যে সব গুণ থাকা দরকার খোদা তোকে তা প্রায় সমস্তই ডালি ভরে দিয়েছেন-কাজী নজরুল ইসলাম)। ২ উপহার; ভেট; নজর; উৎকোচস্বরূপ উপহার (জল ধন যা ছিল সকল দিলা ডালি-শেখ ফয়জুল্লাহ; নানা দ্রব্য ডালী লয়ে বর্ধমানে গেল মজুমদার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ আধার (রূপের ডালি খুলে বসি পেতেছে দোকান-হেব)। ৪ নৌকার খোলের উপরকার মোটা লম্বা তক্তাদ্বয়। ডালি দেওয়া (ক্রিয়া) ডালি সাজিয়ে উপরওয়ালাকে নানা দ্রব্য উপহার দেওয়া-সাধারণত অনুগ্রহ লাভের আশায় ভেট দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ডল্লক>; মুণ্ডারি. ডালা+(বাংলা) ই}
- Bengali Word ডালিম, ডালিম্ব English definition [ডালিম্, ডালিমবো] (বিশেষ্য) ১ বেদানার মতো ফল; দাড়িম্ব (ভেস্তের ডালিম্ব ময়া দেয় এই মনে-হেয়াত মাহমুদ)। ২ ডালিম গাছ। {(তৎসম বা সংস্কৃত) দাড়িম্ব>}
- Bengali Word ডাস্টবিন English definition [ডাস্টবিন্] (বিশেষ্য) জঞ্জাল ফেলবার পাত্র; dustbin (ডাস্টবিন ভর্তি হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) dustbin}
- Bengali Word ডাহ English definition [ডাহ্] (বিশেষ্য) দাহ; যন্ত্রণা; জ্বালা। {(তৎসম বা সংস্কৃত) দাহ>(প্রাকৃত) ডাহ}
- Bengali Word ডাহা English definition [ডাহা] (বিশেষণ) ১ সম্পূর্ণ; পুরোপুরি; অমিশ্র (আলতাফ ডাহা মিথ্যে কথা বলে-আবু রুশ্দ্)। ২ অবিকল (ডাহা নকল)। □ (বিশেষ্য) গরম ও লাল; সদ্যনিঃসৃত (ডাহা রক্ত)। {টাটকা>টাহা>ডাহা; (তৎসম বা সংস্কৃত) দাহ+(প্রাকৃত) ডাহ+আ}
- Bengali Word ডাহুক English definition [ডাহুক্] (বিশেষ্য) এক প্রকার জলচর পাখি। ডাহুকা, ডাহুকী (স্ত্রীলিঙ্গ)। (ডাহুকা ডাহুকী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দাত্যুহ>}