ড পৃষ্ঠা ৮
- Bengali Word ডায়মন্ড, ডায়মন English definition [ডায়্ম, ডায়্মন্] (বিশেষ্য) হীরা; হীরার মতো পলতোলা নকশাবিশেষ। ডায়মণ্ড কাটা (বিশেষণ) হীরার মতো পল-তোলা নকশাবিশিষ্ট (ডায়মন-কাটা বালা)। {(ইংরেজি) diamond}
- Bengali Word ডায়ার্কি English definition [ডায়ার্কি] (বিশেষ্য) দ্বৈত শাসন ব্যবস্থা-১৯১৯ খিস্টাব্দে ভারতবর্ষে এই ব্যবস্থা হয়েছিল। {(ইংরেজি) dyarchy}
- Bengali Word ডায়াল English definition [ডায়াল্] (বিশেষ্য) ঘড়ি টেলিফোন প্রভৃতি যন্ত্রের রেখাঙ্কিত মুখপট্ট; মুখপাত; dial (সোমনাথের চাঁচাছোলা মুখটি ছিল ঘড়ির ডায়ালের মত-প্রথম চৌধুরী; কালের ডায়ালের আমাদের হাত বৃথাই ঘোরে সংকেত নেই কোন সময়ের-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) dial}
- Bengali Word ডায়েরি, ডায়েরী, ডাইরি English definition [ডায়েরি, ডায়েরী, ডাইরি] (বিশেষ্য) ১ রোজনামচা; দিনপঞ্জি; যে পুস্তকে দৈনন্দিন ঘটনা লেখা হয়; diary। ২ থানায় দাখিল করা নালিশের বিবরণ। ডায়েরি করা (ক্রিয়া) থানায় নালিশ লিপিবদ্ধ করানো। {(ইংরেজি) diary}
- Bengali Word ডি-এম English definition ⇒ ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট
- Bengali Word ডি-সি, ডেপুটি কমিশনার English definition ⇒ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
- Bengali Word ডিউ English definition [ডিয়ু] (বিশেষণ) পূর্বনির্দিষ্ট; যথাসময়ে (ট্রেন ডিউ টাইমে আসবে কি?)। {(ইংরেজি) due}
- Bengali Word ডিকশনারি English definition [ডিক্শোনারি] (বিশেষ্য) অভিধান; শব্দকোষ। {(ইংরেজি) dictionary}
- Bengali Word ডিকেন্টর English definition [ডিকেন্টর্] (বিশেষ্য) মদ্য ঢালবার পাত্র (নর-নারী মূর্তির সম্মুখে টেবিলের উপর দুইটি সাদা ডিকেন্টর- মীম)। {(ইংরেজি) decanter}
- Bengali Word ডিক্টেটর English definition [ডিক্টেটর] (বিশেষ্য) নিরঙ্কুশ ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রশাসক; একনায়ক। {(ইংরেজি) dictator}
- Bengali Word ডিক্রি, ডিক্রী, ডিগ্রি ১ English definition [ডিক্রি, ডিক্রি, ডিগ্রি] (বিশেষ্য) আদালতের হুকুম বা নিষ্পত্তি ও নির্দেশ; বিচারকের আদেশ (এক-তরফা ডিক্রি দেওয়ার নাম বিচার নয়-প্রথম চৌধুরী)। ডিক্রিজারি করা (ক্রিয়া) অভিযুক্ত দেনদার অথবা সাধারণের নিকট বিচারকের আদেশ বা রায় প্রচার করা। ডিক্রিদার (বিশেষ্য) যার সপক্ষে ডিক্রি হয়েছে; যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে। {(ইংরেজি) decree}
- Bengali Word ডিগডিগ English definition [ডিগ্ডিগ্] (অব্যয়) সরু ডগার আন্দোলিত হওয়ার ভাব; সরু ডগার মতো কৃশতা প্রকাশক (ডিগডিগ করা)। ডিগডিগে (বিশেষণ) অত্যন্ত কৃশ; রোগা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ডিগদড়ি English definition [ডিগ্দোড়ি] (বিশেষ্য) খুঁটিলগ্ন দড়ি। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্ (নভোগতি)>+দড়ি}
- Bengali Word ডিগবাজি, ডিগবাজী English definition [ডিগ্বাজি] (বিশেষ্য) মাথা মাটিতে রেখে দুই পা উঁচু করে উল্টে পড়া। ডিগবাজি খাওয়া (বিশেষ্য) ১ মাথা নিচু করে উল্টে পড়া। ২ (আলঙ্কারিক) সুবিধাজনকভাবে নিজের মত সম্পূর্ণ বদলে ফেলা (রাজনৈতিক ডিগবাজি খাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্ (নভোগতি)> + (ফারসি) বাজি}
- Bengali Word ডিগ্রি ২, ডিগ্রী English definition [ডিগ্রি] (বিশেষ্য) ১ বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষা পাসের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত উপাধিবিশেষ (বি.এ., বি.কম. প্রভৃতি ডিগ্রি) ২ তাপমান যন্ত্রে নির্দিষ্ট তাপের পরিমাণজ্ঞাপক সংজ্ঞা। ৩ কোণের পরিমাণ। ৪ তাপমাত্রা নির্দেশক চিহ্ন (৯০০ সেলসিয়াস)। {(ইংরেজি) degree}
- Bengali Word ডিগ্রী ১ English definition ⇒ ডিক্রি
- Bengali Word ডিঙা ১, ডিঙ্গা ১ English definition [ডিঙা, ডিঙ্গা] (বিশেষ্য) ১ এক প্রকার নৌকা (ডিঙ্গা আসে সতে সতে-সৈয়দ আলাওল)। ২ বাণিজ্য তরী (সপ্তডিঙ্গা মধুকর)। {(তৎসম বা সংস্কৃত) দ্রোণী>ডোঙ্গী>ডিঙি, ডিঙা}
- Bengali Word ডিঙানো, ডিঙ্গানো English definition [ডিঙানো, ডিঙ্গানো] (ক্রিয়া) অতিক্রম করা; লাফিয়ে পার হওয়া। □ (বিশেষ্য) উল্লঙ্ঘন; অতিক্রম। {(তৎসম বা সংস্কৃত) √ডী>ডিঙ্ + আনো}
- Bengali Word ডিঙি English definition ⇒ ডিঙা২ ও ডিঙ্গি২
- Bengali Word ডিঙি ২, ডিঙ্গি English definition [ডিঙি, ডিঙ্গি] (বিশেষ্য) ক্ষুদ্র নৌকাবিশেষ। {ডিঙা+ই}