ড পৃষ্ঠা ৪
- Bengali Word ডাঁড়ি, -ড়ী, - [ডাঁড়ি] English definition (বিশেষ্য) ১ নৌকা চালনার দাঁড়। ২ দাঁড়ি; মাঝি; যে দাঁড়ি টানে। ৩ বাক্যের পূর্ণবিরতি জ্ঞাপক চিহ্ন; দাঁড়ি; পূর্ণচ্ছেদ; fullstop । ডাঁড়িটানা (ক্রিয়া) দাঁড় বেয়ে নৌকা চালনা। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়ি>}
- Bengali Word ডাঁড়িকা English definition ⇒ দাঁড়িকা
- Bengali Word ডাঁড়ুকা English definition [ডাঁড়ুকা] (বিশেষ্য) বেড়ি; শৃঙ্খলবিশেষ (বন্দীর ডাঁড়ুকা তারা ছেয়ানতি কাটে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>ডাঁড়+উক+আ}
- Bengali Word ডাং ১, ডাঙ, ডাঁই, ডাঙ্গ ১ English definition [ডাঙ্, ডাঙ্, ডাঁই, ডাঙ্গ্] (বিশেষ্য) ১ স্তুপ; গাদি; রাশি (শুকনা পাতার ডাঁই; এক ডাই কাপড়)। q (বিশেষণ) রাশীকৃত; স্তূপীকৃত (ডাঁই করা কাজ)। ডাংকরা (ক্রিয়া) জড় করা; স্তুপীকৃত করা। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>(দণ্ডের মতো উচ্চ অর্থে)}
- Bengali Word ডাং ২, ডাঙ ২, ডাঙ্গ ২ English definition [ডাঙ্, ডাঙ্, ডাঁই, ডাঙ্গ্] (বিশেষ্য) দণ্ড; লাঠি; ডাণ্ডাগুলি খেলবার ছোট মোটা লাঠি। ডাংগুলি (বিশেষ্য) দেড়-দুই হাত লম্বা বাঁশের লাঠি দিয়ে ছোট বাঁশের বা কাঠের টুকরা ছুঁড়ে মারার খেলা; গুলি-ডাণ্ডা। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
- Bengali Word ডাংপিটে English definition ⇒ ডানপিটে
- Bengali Word ডাংরা English definition [ডাঙ্রা] (বিশেষ্য) বলদ; ডাংরি গাই। {দামরা>ডাংরা; সাঁওতালি.}
- Bengali Word ডাঅর ((মধ্যযুগীয় বাংলা)) English definition [ডায়োর্] (বিশেষণ) ডাঙ্গর; বড়। {ডাগর>}
- Bengali Word ডাইন ১ English definition ⇒ ডান
- Bengali Word ডাইন ২, ডাইনি, ডাকিনী, ডান ২ English definition [ডাইন, ডাইনি, ডাকিনি, ডান্] (বিশেষ্য), (বিশেষণ) ডাকিনী; মায়াবিনী; কুহকিনী; ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শিনী (ডাইনের চেয়ে ডুগী ভালো-কাজী নজরুল ইসলাম; মার চেয়ে যার অধিক মায়া তারে বলে ডান-প্রবাদ)। ডাইনপনা, ডানপনা (বিশেষ্য) ডাকিনীর কাজ; কুহক। {(তৎসম বা সংস্কৃত) ডাকিনী>ডাইনী>}
- Bengali Word ডাইরি English definition ⇒ ডায়েরি
- Bengali Word ডাইল English definition ⇒ ডাল
- Bengali Word ডাইস English definition [ডাইি্] (বিশেষ্য) ধাতবদ্রব্য নির্মাণের ছাঁচ; স্বর্ণ-রৌপ্যাদির অলঙ্কারের নকশা করার ছাঁচ। {(ইংরেজি) dies}
- Bengali Word ডাইয়া, ডেঁয়ে English definition [ডাইয়া, ডেঁয়ো] (বিশেষ্য), (বিশেষণ) শক্ত; বলিষ্ঠ; সমর্থ। □ (বিশেষ্য) বড় লাল পিঁপড়া (ডাইয়া বা পিঁপড়া এনে ছেড়ে দিলাম-ঈখাঁ)। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়> দড়> দাট> ডাট> ডাটিয়াল> ডাইয়া> ডেঁয়ে; (তুলনীয়) দণ্ড> ডাঁট}
- Bengali Word ডাউল English definition ⇒ ডাইল
- Bengali Word ডাক ১ English definition [ডাক্] (বিশেষ্য) ১ সম্বোধন; আহ্বান (যদি তোর ডাক শুনে কেউ না আসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কন্ঠস্বর; বুলি; রব (পাখির ডাক, পশুর ডাক)। ৩ চিৎকার; উচ্চশব্দ; হাঁক (ডাক ছাড়া)। ৪ গরু প্রভৃতির গর্ভগ্রহণ কালের ডাক। ৫ গর্জন (মেঘের ডাক)। ৬ নিলামে ক্রেতা যে দর হাঁকে (পাঁচ টাকা ডাক উঠেছে)। ৭ প্রসিদ্ধ; খ্যাতি (নাম ডাক)। ৮ রোগী দেখার আহ্বান (ডাক্তারের ডাক পড়া)। □ (বিশেষণ) সর্বদা ডাকবার জন্যে ব্যবহৃত (ডাকনাম)। ডাকওয়াল (বিশেষ্য) আহ্বানকারী; যে ডাকে (হেনকালে ডাকওয়ালে রণস্থলে ডাকি বলে-মোহাম্মদ খান)। ডাককারী (বিশেষ্য) নিলামে যে দর হাঁকে (...সর্বোচ্চ ডাককারীকেই জমির ইজারা দেওয়া হলো)। ডাকচড়া (ক্রিয়া) নিলামে ডাকে টাকার অঙ্ক বৃদ্ধি পাওয়া (নওশ রোপায়া এক নওশ রোপায়া দো ডাক চড়িতেছে-মীর মশাররফ হোসেন)। ডাকছাড়া (ক্রিয়া) চিৎকার করা; উচ্চ শব্দ করা (ছাড় ডাক হে রুদ্র বৈশাখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ডাক-ডোক (বিশেষ্য) ১ আহ্বান (চিকিৎসক ভালো বটে কিন্তু ডাক-ডোক বিশেষ নেই)। ২ খ্যাতি; পসার। ডাকদেওয়া (ক্রিয়া) ডাকা; মুক্তকন্ঠে আহ্বান করা (মুখে তুলি পিনাক করাল কারে দাও ডাক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ডাকনাম (বিশেষ্য) যে নামে ডাকা হয়; প্রচলিত নাম। ডাকপাড়া (ক্রিয়া) বারবার ডাকা; ডাকের উপর ডাক দেওয়া। ডাকবাড়া (ক্রিয়া) নিলামের ডাকে টাকার অঙ্ক বৃদ্ধি পাওয়া (ক্রমে ডাক বাড়িতেছে-মীর মশাররফ হোসেন)। ডাক-সাইটে (বিশেষণ) অতি প্রসিদ্ধ (ডাক সাইটে লাঠিয়াল-কাজী আফসারউদ্দীন)। ডাকসুরত (অব্যয়) দেখলেই যা ধারণা হয়; মাপ-জোঁখ না করে যেরূপ কথিত আছে (এ বন্দোবস্ত করা হল কিন্তু ডাকসুরত ইজারাদারের সঙ্গে-প্রথম চৌধুরী)। ডাক-হাঁক, হাঁক-ডাক (বিশেষ্য) গলাবাজি; ডাকাডাকি; চেচামেচি; হৈ চৈ; আস্ফালন (বিয়ে বাড়িতে ডাক-হাঁকের অন্ত নেই)। ডাকের সুন্দরী (বিশেষ্য) বিখ্যাত সুন্দরী; সুন্দরী বলে খ্যাতি আছে এরূপ। এক ডাকে চেনা (ক্রিয়া) খ্যাতিমান ও সুপরিচিত বলে নাম উচ্চারণমাত্র চিনতে পারা। এক ডাকের পথ (বিশেষ্য) নিকটবর্তী; খুব অল্প পথ। নাম-ডাক (বিশেষ্য) খ্যাতি; সুনাম। {√ডাক্; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) ড}
- Bengali Word ডাক ২ English definition [ডাক] (বিশেষ্য) ১ চিঠি বহন ও বিলিসম্বন্ধীয় সরকারী ব্যবস্থা; post । ২ চিঠিপত্রাদি। ৩ চিঠিপত্রাদির যানবাহন (ঘোড়ার ডাক)। ৪ একসঙ্গে যে সমস্ত চিঠিপত্র আসে বা যায় (ঢাকার ডাক)। ৫ ডাক বিভাগের মাধ্যমে প্রেরিত চিঠিপত্রাদি। ডাক খরচ, ডাক খরচা (বিশেষ্য) ডাকে চিঠিপত্র পাঠানোর মাশুল; postage । ডাক গাড়ি (বিশেষ্য) ডাকবাহী দ্রুতগামী গাড়ি; চিঠিপত্র বহণকারী গাড়ি; mail train। ডাকঘর, ডাকখানা (বিশেষ্য) চিঠিপত্রাদি এসে পৌঁছাবার ও বিলি হওয়ার স্থান বা ঘর; post office; পোস্ট অফিস। ডাকচৌকি (বিশেষ্য) পথে ডাকের বাহনের যে স্থানে বদল হয়। ডাকটিকিট, ডাকটিকেট (বিশেষ্য) ডাকমাশুলের পরিমাণ নির্দেশক টিকিট; postage stamp। ডাক পাটানো (বিশেষ্য) ১ হাতি ধরার খেদায় রাতে ঠিকমতো পাহারা দেওয়া হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য চাদর বা লাঠি বা ঐ ধরনের কিছু জিনিস কুলিদের মধ্যে হাতে হাতে ঘুরিয়ে আনার ব্যবস্থা। □ (ক্রিয়া) ডাকের চিঠি পাঠানো। ডাকপিয়ন, ডাকপেয়াদা (বিশেষ্য) ডাক বিভাগের যে কর্মচারী চিঠিপত্রাদি বাড়ি বাড়ি পৌঁছে দেয় বা বিলি করে। ডাকফেরত (বিশেষ্য) ডাকে পাঠানো পত্রাদিযা অস্বীকৃত হয়ে প্রেরকের নিকট ফিরে আসে। ডাকফেরতা, ডাক বসানো (ক্রিয়া) পথের স্থানে স্থানে ডাক নিয়ে যাওয়ার গাড়িঘোড়াদির পরিবর্তনের আড্ডা বসানো। ডাক বিভাগ (বিশেষ্য) যে বিভাগ চিঠিপত্রাদি প্রেরণ ও বিতরণের কাজ করে; postal department । ডাক মাশুল (বিশেষ্য) ডাকে কিছু পাঠাবার জন্য খরচা; পত্রাদি বহন করার জন্য পোস্ট অফিসে দেয় অর্থ; ডাক খরচা। ডাকমুনশি, ডাকমুন্সী (বিশেষ্য) পোস্ট মাস্টার; post master। ডাক হরকরা (বিশেষ্য) যে কর্মচারী চিঠিপত্রাদির থলে এক ডাকঘর হতে অন্য ডাকঘরে পৌঁছে দেয়, রানার; ডাক বহনকারী; ডাক পিয়ন; mail runner। ফেরত ডাকে উত্তর (বিশেষ্য) ডাকযোগে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ডাকযোগে উত্তর প্রেরণ। {√ডাক্; (তুলনীয়) (হিন্দি) ডাক}
- Bengali Word ডাক ৩ English definition [ডাক্] (বিশেষ্য) ডাহুক; পানির ধারের ঝোপে জঙ্গলে বাস করে এমন পাখি; ডাক পাখি। {(তৎসম বা সংস্কৃত) ডাহুক>}
- Bengali Word ডাক ৪ English definition [ডাক্] (বিশেষ্য) ১ ডাক নামক জনৈক জ্ঞানী ব্যক্তি যাঁহার বচনসমূহ সুপ্রসিদ্ধ ও বহুপ্রচলিত (ডাকের বচন)। ২ প্রবাদবাক্য; চলিত কথা। ডাকপুরুষ (বিশেষ্য) ১ ডাক নামক ব্যক্তি। ২ ডাকতন্ত্রে সিদ্ধ জ্ঞানী ব্যক্তি। ডাকের কথা/ডাকের বচন (বিশেষ্য) প্রবাদ বচন। {তিব্বতি. বদগ্ (জ্ঞান)}
- Bengali Word ডাক ৫ English definition [ডাক্] (বিশেষ্য) হিন্দুদের প্রতিমা সাজানোর রাংতা জরি শোলা প্রভৃতির গহনা (ডাকের সাজ)। {(হিন্দি) ডাঁক}