দ পৃষ্ঠা ১২
- Bengali Word দলক English definition [দলক্] (বিশেষ্য) ১ অবিরাম বৃষ্টি। ২ কর্দমাক্ত। ৩ ঢেলা (চিধীক দলক-জ্ঞানদাস)। ৪ ঝলক। {(তৎসম বা সংস্কৃত) ঝলক>}
- Bengali Word দলকানো English definition [দল্কানো] ঝলকানো; চমকানো। {(তৎসম বা সংস্কৃত) ঝলক>(বাংলা) দলক+আনো}
- Bengali Word দলদল English definition [দল্দল্] (অব্যয়) অতিরিক্ত নরমের ভাবসূচক। দলদলে (বিশেষণ) অত্যন্ত নরম; কর্দমজাতীয়। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দলন English definition [দলোন্] (বিশেষ্য) ১ মর্দন; চূর্ণীকরণ; পেষণ। ২ নিপীড়ন; নির্যাতন; শাসন (শত্রুদলন)। ৩ শাসক; নিপীড়ক; উৎপীড়ক; দলনকারী; দমনকারী (দানবদলন)। দলনমলন, দলাইমলাই (বিশেষ্য) ১ অঙ্গমর্দন; সংবাহন। ২ শরীরের বাহ্যিক যত্নাদি (দানা পানি ছাড়া কেবল দলন মলনে ফল কি)। দলনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) দমনকারিণী; শাসয়িত্রী (দনুজ-দলনী)। {(তৎসম বা সংস্কৃত) √দল্+অন(ল্যুট্)}
- Bengali Word দলপিপি English definition [দল্পিপি] জলপিপি নামক ক্ষুদ্র জলচর পক্ষী। {(তৎসম বা সংস্কৃত) জলপিপি>}
- Bengali Word দলমল English definition [দল্মল্] (বিশেষণ) দোলায়মান; দোদুল্যমান (সারাটি পালঙ্ক বেড়ি’ দলমল ঢলে কন্যার মাথার এলোকেশ-দমু)। দলমল দলমল ক্রিবিন দোলার অবস্থা (শ্বেত শ্মশ্রুদল দলমল দলমল করিতেছে-মোজাম্মেল হক)। {(তৎসম বা সংস্কৃত) মর্দয়্>(প্রাকৃত) দলমল}
- Bengali Word দলম্মল English definition [দলোম্মল্] (বিশেষণ) ক্রমাগত ও ব্যাপকভাবে দুলছে এমন (দলম্মল দলম্মল গলে মুণ্ডমালা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মর্দয়্>(প্রাকৃত) দলমল>}
- Bengali Word দলা ১ English definition [দলা] (বিশেষ্য) ঢেলা; ডেলা; ঢিল; পিণ্ড; পিণ্ডাকৃতি; খণ্ড (এই দলাটা হলেই হোয়ে গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দল+(বাংলা) আ}
- Bengali Word দলা ২ English definition (ক্রিয়া) ১ দলন করা; পিষ্ট করা; মর্দন করা; মলন করা; মাড়ানো (দেবদল দলে গগনতল-মাইকেল মধুষূদন দত্ত)। ২ নিপীড়ন করা (যেওনা হৃদয় দলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ দলন; মলন; মাড়ানো। □ (বিশেষণ) দলিত। দলাই বি। দলাইমলাই ⇒ দলন। দলানো (ক্রিয়া) দলিত করানো; মাড়ানো; দমন করানো। {(তৎসম বা সংস্কৃত) √দল্+(বাংলা) আ}
- Bengali Word দলাদলি English definition ⇒ দল
- Bengali Word দলি English definition [দোলি] (বিশেষ্য) ঢিল; মাটির ছোট চাঙ্গড়। {দলা+ই}
- Bengali Word দলিজ, দলিজঘর, দলিজা English definition ⇒ দহলিজ
- Bengali Word দলিত English definition [দোলিতো] (বিশেষণ) ১ দলন করা হয়েছে এমন; মর্দিত; পিষ্ট (দলিত দ্রাক্ষাসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দমিত; শাসিত। ৩ উৎপীড়িত; নিপীড়িত (দলিত হৃদয়)। {(তৎসম বা সংস্কৃত) √দল্+ত(ক্ত)}
- Bengali Word দলিল, দলীল English definition [দোলিল] (বিশেষ্য) ১ লিখিত প্রমাণপত্র; প্রমাণরূপে উপস্থাপিত কাগজপত্র; document। ২ স্বত্বাস্বত্ব নির্দেশক পত্র বা প্রমাণপত্র। দলিল করা (ক্রিয়া) কোনো জমি বা সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্যে তৃতীয় পক্ষকে সাক্ষী রেখে চুক্তিপত্র প্রস্তুত করা। দলিল-গ্রহীতা (বিশেষ্য) যাকে জমি ইত্যাদির হস্তান্তর সংক্রান্ত দলিল দান করা হয়; যে দাতার স্বত্বসংক্রান্ত দলিল গ্রহণ করে। দলিল-দস্তাবেজ (বিশেষ্য) দলিল ও এর আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ কাগজপত্র; বিবিধ প্রমাণপত্র (এই দলিল দস্তাবেজ তাহাদের হাতে দিব-রবীন্দ্রনাথ ঠাকুর)। দলিলদাতা (বিশেষ্য) যে জমি ইত্যাদি হস্তান্তর সংক্রান্ত দলিল অপরকে দেয়। দলিল পেশ করা (ক্রিয়া) ১ ন্যায্য দাবির পক্ষে লিখিত প্রমাণপত্র পেশ করা। ২ আপত্তি উত্থাপন করা। দলিলি প্রমাণ (বিশেষ্য) লিখিত কাগজপত্রাদি দ্বারা কৃত প্রমাণ; documentary proof। {(আরবি)দলিল}
- Bengali Word দলীল English definition ⇒ দলিল
- Bengali Word দলীয় English definition ⇒ দল
- Bengali Word দলুই English definition ⇒ দলই
- Bengali Word দলুজ English definition ⇒ দহলিজ
- Bengali Word দলুয়া, দলো English definition [দোলুয়া, দোলো] (বিশেষ্য) গুড়ের রস ঝরিয়ে প্রাপ্ত লালচে চিনি। {(তৎসম বা সংস্কৃত) √দল+(বাংলা) উয়া>ও}
- Bengali Word দলে দলে English definition ⇒ দল