দ পৃষ্ঠা ১৪
- Bengali Word দস্তাবিজ, দস্তাবেজ English definition [দস্তাবিজ্, দস্তাবেজ্] (বিশেষ্য) দলিল (সুরু দত্ত দস্তাবিজ, গুজরাইব মিছিলকালে-রাজশেখর বসু (পরশু))। {(ফারসি) দস্তারীজ}
- Bengali Word দস্তার English definition [দস্তার্] (বিশেষ্য) আমামা; উষ্ণীষ; পাগড়ি। দস্তার বন্দী-শেষ পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ছাত্রের মাথায় পাগড়ি বাঁধার অনুষ্ঠান। (তুলনীয়) স্নাতক-উত্তরীয়। {(ফারসি) দস্তার}
- Bengali Word দস্তিদার English definition [দোস্তিদার্] (বিশেষ্য) ১ রাজকীয় সিল বা মোহর যার জিন্মায় থাকত এবং যার দস্তখতে রাষ্ট্রীয় দলিলপত্র রাজ-দপ্তরখানা থেকে প্রেরিত হতো। ২ পদবিশেষ। ৩ মশালচি। {(ফারসি) দস্তী +(ফারসি) দার}
- Bengali Word দস্তুর English definition [দোস্তুর্] (বিশেষ্য) নিয়ম; প্রথা; রীতি (ভাবল এ ক্ষেত্রে হাঁ বলাটাই পাকা দস্তুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। দস্তুর মতো (অব্যয়) ১ যথারীতি (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়, দস্তুরমতো মোটা মাশুলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিলক্ষন; যথেষ্ট; নিতান্ত (দস্তুরমতো অন্যায়)। দস্তুর মাফিক (অব্যয়) নিয়ম বা রীতি অনুসারে। {(ফারসি) দস্তুর +(আরবি)মুরাফিক}
- Bengali Word দস্তুরি, দস্তুরী, দস্তরি English definition [দোস্তুরি, দোস্তুরি, দস্তোরি] (বিশেষ্য) ১ মূল্যের যে অংশ ছেড়ে দেওয়া হয়; discount। ২ দালালি; কমিশন; খরিদ্দার জুটাবার পারিশ্রমিক বাবদ প্রাপ্য দ্রব্যাদির মূল্যের অংশবিশেষ (পেমেন্টের সময় দাওয়ানজী শতকরা দু’টাকার হিসাবে দস্তুরী কেটে ন্যান-কালীপ্রসন্ন সিংহ; তা বোন দস্তরিটা কত (বিশেষ্য) হ’বে-জগলুল হায়দার আফরিক)। {(ফারসি) দস্তুরি}
- Bengali Word দস্যি English definition [দোশ্শি] (বিশেষণ) দুরন্ত; অশান্ত; ডানপিটে; অবাধ্য (পাড়ার যত দস্যি ছেলে-জসীমউদ্দীন)। দস্যিপনা (বিশেষ্য) দুরন্ত স্বভাব; অবাধ্য আচরণ। {(তৎসম বা সংস্কৃত) দস্যু>}
- Bengali Word দস্যু English definition [দোশ্শু] (বিশেষ্য) ডাকাত; লুঠেরা; শক্তির দ্বারা পরদ্রব্য গ্রহণকারী। দস্যুতা, দস্যুবৃত্তি (বিশেষ্য) ডাকাতি; লুঠতরাজ। {(তৎসম বা সংস্কৃত) √দস্+যু(যুচ্)}
- Bengali Word দহ, দও, দ English definition [দহো, দও, দ] (বিশেষ্য) ১ হ্রদ; বদ্ধ জলাশয় প্রভৃতির অতলস্পর্শ অংশ; অগাধ জলপূর্ণ স্থান। ২ ঘুর্ণজল। ৩ গভীর গর্ত বা বিস্তীর্ণ ফাটল (মরি ক্ষুধার চোটে পেটে পড়ল দ’-দ্বিজেন্দ্রলাল রায়)। ৪ হ্রদ (দহের সলিল শুকায়েছে কবে-বন্দে আলী মিয়া)। ৫ ((আলঙ্কারিক)) সংকট (দয়ে পড়া)। দ পড়া (ক্রিয়া) জমি নেমে গর্ত হওয়া। দয়ে পড়া, দয়ে মজা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) বিপদে বা সংকটে পতিত হওয়া (যেন দ’য়ে মজে গিয়ে বাহ্যজ্ঞানশূন্য হয়ে গিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। দয়ে মজানো (ক্রিয়া) ১ নদীগর্ভে বা অতল জলে ডুবিয়ে দেওয়া। ২ ((আলঙ্কারিক)) সর্বনাশ সাধন করা; সর্বস্বান্ত করা; বিপদে ফেলা। {(তৎসম বা সংস্কৃত) হ্রদ>(বর্ণবিপর্যয়ে)দহ}
- Bengali Word দহই English definition [দহই্] ((ব্রজবুলি)) দগ্ধ করে (দহই সব অঙ্গ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দহতি>}
- Bengali Word দহই ((ব্রজবুলি)) English definition [দহোই] (ক্রিয়া) দহন করে; দগ্ধ করে। {(তৎসম বা সংস্কৃত) √দহ্>}
- Bengali Word দহন English definition [দহোন্] (বিশেষ্য) ১ দগ্ধকরণ; জ্বালা; পোড়া; দাহ। ২ অগ্নি (বেহান বিকাল যায় দহন সেবনে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ ((আলঙ্কারিক)) যন্ত্রণা (হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়-চণ্ডীদাস)। □ (বিশেষণ) দাহক; দহনকারী (বিশ্বদহন ক্রোধ)। দহনক্রিয়া (বিশেষ্য) জ্বলনের কাজ (দহনক্রিয়ার অর্থই হল দ্রুতবেগে অক্সিজেনের সঙ্গে মিলন-শামসুল হক ফজলুর রহমান)। দহনীয় (বিশেষণ) দাহ্য; দহনের উপযুক্ত; দহনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+অন(ল্যুট্)}
- Bengali Word দহর ১ English definition [দহোর্] (বিশেষ্য) ১ জলাভূমি। ২ গ্রামের পতিত গোচারণ ভূমি। ⇒ ডহর। {(তৎসম বা সংস্কৃত) হ্রদ>}
- Bengali Word দহর ২ English definition [দহোর্] (বিশেষণ) ১ দুর্বোধ্য। ২ অল্প। ৩ অল্পবয়সী। □ (বিশেষণ) ১ শিশু; বালক। ২ ভাই। ২ হৃদয়; মন। {(তৎসম বা সংস্কৃত) দভ্র>ই}
- Bengali Word দহরম English definition [দহোরম্] (বিশেষ্য) ১ ঘনিষ্ঠতা; আত্মীয়তা; অন্তরঙ্গতা। ২ বন্ধুত্ব। দহরম-মহরম (বিশেষ্য) গভীর আন্তরিকতা; মাখামাখি; ঘনিষ্ঠ বন্ধুত্ব (রাজার সঙ্গে যত দহরম-মহরম থাক-মনোজ বসু)। {(ফারসি) দহরম}
- Bengali Word দহল ((ব্রজবুলি)) English definition [দহোল্] (ক্রিয়া) দগ্ধ বা দহন করল। {(তৎসম বা সংস্কৃত) √দহ্>}
- Bengali Word দহলা English definition [দহোলা] (বিশেষ্য) দশশলা; দশ ফোঁটাযুক্ত খেলবার তাস। দহলা-নহলা করা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) ইতস্তত করা। {(তৎসম বা সংস্কৃত) দশশলা>}
- Bengali Word দহলিজ, দলিজ, দলিজঘর, দলিজা, দলুজ English definition [দহ্লিজ্, দোলিজ্, দলিজঘর্, দোলিজা, দোলুজ্] (বিশেষ্য) ১ বৈঠকখানা; বাইরের ঘর (নাজির সাহেব দহলিজে এসে যুবককে দেখে-কাজী নজরুল ইসলাম; গাঁয়ের চাষীরা মিলিয়াছে আসি মোড়লের দলিজায়-জসীমউদ্দীন; দলিজ ঘরের মাচার উপরে শুতে হয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; দরবার হৈতে পাত্র দলুজে বসেছে মাত্র-ঘনরাম চক্রবর্তী)। ২ দরবারগৃহ (দলুজ দুয়ারে রাজা আছে দাঁড়াইয়া-ঘনরাম চক্রবর্তী)। ৩ বারান্দা; ঘরের দাওয়া (দলুজে বসিয়া দুঃখভাবে মহামদ-ঘনরাম চক্রবর্তী)। ৪ চণ্ডীমণ্ডপ। {(ফারসি) দহ্লীজ}
- Bengali Word দহশত English definition ⇒ দহসত
- Bengali Word দহসত, দহশত, দৈসত English definition [দহোশত্, দহোশত, দোইশত্] (বিশেষ্য) ভয় (দহসত হইল দলে দেখিয়া ময়দান-সৈয়দ হামজা; দৈসতে ভাগিয়া আইনু তোমার হুজুরে-সৈয়দ হামজা)। {(ফারসি) দহশত}
- Bengali Word দহসি English definition [দহসি] ((ব্রজবুলি)) (ক্রিয়া) দগ্ধ করছে (মজন তবু দহসি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দহ্>}