দ পৃষ্ঠা ১৩
- Bengali Word দশ English definition [দশ্] (বিশেষ্য) ১ ১০ সংখ্যা। ২ ((আলঙ্কারিক)) জনসাধারণ; সর্বসাধারণ (আমি দশের চোখে ধুলো দিয়ে-রজনীকান্ত সেন)। □ (বিশেষণ) ১০ সংখ্যক। দশ আনা ছয় আনা-সম্মুখের চুল লম্বা এবং পিছনের চুল খাট করে ছাঁটার পদ্ধতি বিশেষ। দশক (বিশেষণ) ১ দশ সংখ্যক। □ (বিশেষ্য) ১ দশ সংখ্যা। ২ একাধিক অঙ্কের ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক, এককের বামের অঙ্ক যেমন ১৫-তে ৫, ২৭৮-তে ৭। ৩ দশটির সমষ্টি। ৪ দশ বৎসর কাল; প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বৎসর, যেমন-উনিশশত পঞ্চাশের দশক, অর্থাৎ ১৯৫০ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত, একইভাবে বিশশতের দশক (একুশ শতকের প্রথম দশ বছর) মানে হলো ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়। দশ কথা (বিশেষ্য) ১ অনেক কথা (দশ কথা বলতে গেলে কিছু সত্যমিথ্যা থাকবেই)। ২ নানা কটুবাক্য (আমাকে দশ কথা শুনিয়ে দিয়েছে)। দশকর্ম (বিশেষ্য) গর্ভাধান থেকে বিবাহ পর্যন্ত হিন্দুর অনুষ্ঠেয় দশবিধ সংস্কার (দশবিধ সংস্কার-গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ)। দশকর্মান্বিত (বিশেষণ) ১ হিন্দুর অনুষ্ঠেয় দশকর্মে দক্ষ বা তা পালনকারী। □ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) কর্মী বা পরিশ্রমী লোক। দশকিয়া (বিশেষ্য) দশকের নামতা। দশকুশী (বিশেষ্য) (বিশেষণ) দশ ক্রোশের পথ (যুড়ি ঘোড়া দৌড় কুচে দিনেতে দশকুশী মারে-রাজশেখর বসু (পরশু))। দশকোষী, দশকুশী (বিশেষ্য) কীর্তন গানের একটি তালের নাম। দশচক্র (বিশেষ্য) বহুলোকের চক্রান্ত বা মন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত-দশজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে; বহুলোকের ষড়যন্ত্রে অসম্ভবও সম্ভব হয়। দশ জনের একজন-অনেকের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য। দশ দশা (বিশেষ্য) ১ অভিলাষ, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানব মনের দশবিধ অবস্থা। ২ বিরহীর দশ দশা বা দশাপ্রাপ্তি। ⇒ দশা। ৩ গর্ভবাস, জম্ম, বাল্য ইত্যাদি মানবজীবনের দশ অবস্থা। দশ দিক, দশ দিশ, দশ দিশি (বিশেষ্য) ১ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন, ঈশান, বায়ু, অগ্নি, নৈর্ঋত, ঊর্ধ্ব, ও অধঃ-এই দশ দিক। ২ সর্বদিক; সর্বত্র (বাসনার বশে মন অবিরত ধায় দশ দিকে পাগলের মতো-রবীন্দ্রনাথ ঠাকুর; চকিত নয়নে ঘন দশ দিশ চাই-রাজশেখর বসু (পরশু); গোধূলির রঙে তাই দশ দিশি হাসে-কাজী নজরুল ইসলাম)। দশধা (ক্রিয়াবিশেষণ) ১ দশ দিকে; নানা দিকে; দশ ভাগে; দশ প্রকারে; নানা প্রকারে। ২ দশবার; বহুবার। দশনামী (বিশেষ্য) শঙ্কারাচার্য প্রবর্তিত দশটি আশ্রমের উপাধিধারী দশটি সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। দশ পঁচিশ (বিশেষ্য) এক প্রকার কড়ি খেলা। দশ বল (বিশেষণ) ১ দান, শীল, ক্ষমা, বীর্য, ধ্যান, যজ্ঞ, বল, উপায়, প্রণিধি, জ্ঞান-এই দশটি বলযুক্ত। ২ উক্ত দশ বলে বলীয়ান গৌতম বুদ্ধ (হিংসা ধর্মে ঘোর বৈর, হেথায় ভূপতি ঐর রাজ করে বল দশবল-রঙ্গলাল সেন)। দশবাই চণ্ডী (বিশেষ্য) ১ হিন্দুদের দশভুজা দেবী দুর্গা। ২ এক প্রকার ফুলগাছ। ৩ ((আলঙ্কারিক)) কোপনস্বভাবা নারী; রণচণ্ডী। দশভুজা (বিশেষণ) ১ দশ হস্তবিশিষ্টা। ২ হিন্দুদেবী দুর্গা। দশম (বিশেষণ) ১০ সংখ্যক, ১০ সংখ্যার পূরক। দশ মহাবিদ্যা (বিশেষ্য) কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা-হিন্দুদেবী দুর্গার এই দশটি মূর্তি। দশ মাবতার (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুর কল্কি অবতার। দশমিক (বিশেষ্য) ১ অখণ্ড রাশির দশ ভাগের এক ভাগ; একের দশমাংশের গণনা-পদ্ধতিবিশেষ। □ (বিশেষণ) দশমাংসম্বন্ধীয়; দশ গুণোত্তর; decimal (দশমিক মুদ্রা, দশমিক ওজন)। দশমী (বিশেষ্য) তিথি বিশেষ। দশমী দশা, দশমীর দশা (বিশেষ্য) জীবনের শেষ দশা; দশ দশার শেষ দশা; মৃত্যু (কেবল দশমী দশাবিধি সিরজিল-বিদ্যাপতি)। দশ মুখে দশ কথা (বিশেষ্য) নানা লোকের নানা কথা। দশমূল (বিশেষ্য) ১ দশটি বৃক্ষের মূল, যা আয়ুর্বেদোক্ত ঔষধে ব্যবহৃত হয়। ২ উক্ত মূলসমূহ দ্বারা প্রস্তুত কবিরাজি পাচনবিশেষ। দশসমা (বিশেষণ) দশ বৎসরবয়স্কা (না বুঝাল কেহ তোমা, সুতা হৈল দশসমা তথাচ না কৈলে কন্যাদান-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দশসালা (বিশেষণ) দশবৎসরের জন্য বিহিত (দশসালা বন্দোবস্ত)। দশ হরা (বিশেষ্য) হিন্দুদের বিজয়া দশমী পর্ব। {(তৎসম বা সংস্কৃত) দশন্; (তুলনীয়) গ্রি dekos}
- Bengali Word দশক, দশনামী, দশপঁচিশ, দশবল, দশবাই চণ্ডী, দশভুজা, দশম, দশমাবতার, দশমিক, দশমী, দশমী দশা, দশমূল, দশসমা, দশসালা, দশহরা, ইত্যাদি English definition ⇒ দশ
- Bengali Word দশন English definition [দশোন্] (বিশেষ্য) ১ দাঁত (কণ্ঠে রজ্জু, জিহ্বা বিগলিত, ভীষন দশন মালা-মোহিতলাল মজুমদার)। ২ দংশন। ৩ পল পরিমাণ (দশন গোপের তৈল লাগে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্+অন(ল্যুট্)}
- Bengali Word দশা English definition [দশা] (বিশেষ্য) ১ অবস্থা (যখন গর্দভের দশ স্বচক্ষে দেখিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বাব; ধরন; গতিক (লোকের এই দশাই বটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মানুষের জীবনের বাল্য যৌবনাদি দশ অবস্থা। ৪ মানব-মনের অভিলাষ, চিন্তা ইত্যাদির দশবিধ অবস্থা। ৫ (জ্যোশা) জন্মকালে মানুষের উপর গ্রহাদির অবস্থানজনিত প্রভাব (শনির দশা)। ৬ বৈষ্ণব শাস্ত্রের শ্রবণ, কীর্তন ইত্যাদি ভক্তির দশ ভাব। ৭ ভক্তিজনিত ভাবাবেশ; সমাধি (দশা পাওয়া)। দশাপ্রাপ্ত (বিশেষণ) ১ ভাবস্থ; ভক্তিজনিত ভাবাবেশে বাহ্যজ্ঞানরহিত (সদলবলে উচ্চৈঃস্বরে নাম কীর্তন করিতে করিতে মানুষের দশাপ্রাপ্ত হয়-প্রথম চৌধুরী)। ২ শোচনীয় অবস্থায় পতিত। ৩ মৃত্যুমুখে পতিত। দশা প্রাপ্তি বি। দশা বিপর্যয় (বিশেষ্য) অবস্থাবৈগুণ্য; দুর্দশা; দুরবস্থা। দশায় পড়া (ক্রিয়া) কীর্তন করতে করতে আবেশগ্রস্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word দশা ২ English definition [দশাহো] (বিশেষ্য) ১ দশদিন কাল। ২ দশ দিন ধরে উৎসব। □ (বিশেষণ) দশ দিনব্যাপী; দশ দিনের সমাহার। {(তৎসম বা সংস্কৃত) দশ+অহ; (দ্বিগু সমাস)}
- Bengali Word দশা-বিদ্যাপতির্যয় English definition ⇒ দশা
- Bengali Word দশানন English definition [দমানোন্] (বিশেষণ) দশটি মুখ এমন। □ (বিশেষ্য) রামায়ণ বর্ণিত দশ মুখ বা মস্তকবিশিষ্ট রাক্ষসরাজ রাবণ। {(তৎসম বা সংস্কৃত) দশ+আনন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দশাবতার English definition [দশাবোতার] (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুর দশটি অবতার : যথা-মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ ও কল্কি। {(তৎসম বা সংস্কৃত) দশ+অবতার; (দ্বিগু সমাস)}
- Bengali Word দশাশ্বমেধ English definition [দশাশ্শোমেধ্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণে বর্ণিত ব্রাহ্মণ কর্তৃক অনুষ্ঠেয় দমটি অশ্বমেধযজ্ঞ। ২ কাশীতে গঙ্গা নদীর একটি ঘাটের নাম। {(তৎসম বা সংস্কৃত) দশ+অশ্বমেধ; (দ্বিগু সমাস)}
- Bengali Word দশাসই English definition [দশাশোই] (বিশেষণ) ১ লম্বা ও চওড়ায় সমান সই; দীর্ঘদেহ। ২ ((আলঙ্কারিক)) বিরাট ও মোটা; স্থূলকায়; বেমানান দৈর্ঘ-প্রস্থবিশিষ্ট (দশাসই চেহারা)। {(তৎসম বা সংস্কৃত) দমা+আশা (অর্থ দিক)+ (বাংলা) ই}
- Bengali Word দশি, দশী English definition [দোশি্] (বিশেষ্য) কাপড়ের ছিলা, শাড়ি প্রভৃতির আঁচলা; কাপড়ের ছেঁড়া পাড় বা পাড়ের সুতা (কেহ কেনে পুঁতি আর মালা ... কেহ শুধু দশি-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) দশা>(প্রাকৃত) দসি>}
- Bengali Word দষ্ট English definition [দশ্টো] (বিশেষণ) ১ দংশিত; কিছুতে কামড়ে দিয়েছে এমন (সর্পদষ্ট)। ২ দাঁত দ্বারা কাটা বা ছিন্ন (মুষিকদষ্ট)। {(তৎসম বা সংস্কৃত) √দন্শ্+ত(ক্ত)}
- Bengali Word দস্তক English definition [দস্তোক্] (বিশেষ্য) পরওয়ানা; সমন; গ্রেপ্তারি পরওয়ানা; গ্রেফতার করার হুকুমনামা (বাণিজ্য তথা অর্থনীতিতে দস্তকের প্রভাব অপরিসীম-কাজী আবদুল মান্নান)। {(ফারসি) দস্তক}
- Bengali Word দস্তখত English definition [দস্তোখত্] (বিশেষ্য) হাতের স্বাক্ষর। দস্তখতী (বিশেষণ) স্বাক্ষরযুক্ত; দস্তখতবিশিষ্ট। {(ফারসি) দস্ত +(আরবি)খত্}
- Bengali Word দস্তমুবারক English definition [দস্ত্মুবারোক্] (বিশেষ্য) পবিত্র হস্ত (ইহা হইতেছে হযরত মুহম্মদের দস্ত মুবারকেই চুম্বনদান-গোলাম মোস্তফা)। {(ফারসি) দস্ত (আরবি)মুবারক}
- Bengali Word দস্তরখান, দস্তরখানা English definition [দস্তোরখান্, দস্তোরখানা] (বিশেষ্য) যে বস্ত্রখণ্ড বিছিয়ে তার উপর খাওয়া হয় (সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) দস্তরখান}
- Bengali Word দস্তরি English definition ⇒ দস্তুরি
- Bengali Word দস্তা ১ English definition [দস্তা] (বিশেষ্য) হাতল। {(ফারসি) দস্তহ্}
- Bengali Word দস্তা ২ English definition [দস্তা] (বিশেষ্য) এক প্রকার ধাতু; zinc। {(তৎসম বা সংস্কৃত) যমদ>}
- Bengali Word দস্তানা English definition [দস্তানা] (বিশেষ্য) হাতমোজা; gloves (দস্তানার ভেতর থেকে হাতের আঙ্গুলগুলো ঠাণ্ডায় ফেটে যেতে চাচ্ছে-হাই)। {(ফারসি) দস্তানহ}