দ পৃষ্ঠা ১৫
- Bengali Word দহা English definition [দহা] (ক্রিয়া) ১ দগ্ধ হওয়া; পোড়া (দহিল মনের তাপ মনের আনলে-বাহরাম)। ২ দগ্ধ করা; পোড়ানো। ৩ শীর্ণ হওয়া (যদি সে কমল শিশিরে দহল কি করিব মধুমাসে-বাহরাম)। {(তৎসম বা সংস্কৃত) দহ্+(বাংলা) আ}
- Bengali Word দহি English definition ⇒ দধি
- Bengali Word দহিয়াল English definition ⇒ দোয়েল
- Bengali Word দহু English definition [দহু্] ((ব্রজবুলি)) (অব্যয়) বা; অথবা; কিংবা (কী জবিন দাহু পরল সন্দেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অথবা>অপভ্রংশ থবু>থউ>মৈ. দহু}
- Bengali Word দহ্যমান English definition [দজ্ঝোমান্] (বিশেষণ) দগ্ধ হচ্ছে এমন; পুড়ছে এমন (দাহ্যমান গৃহ)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+মান(শানচ্)}
- Bengali Word দা ১, দাও English definition [দা, দাও] (বিশেষ্য) কাটারি; কুপিয়ে কাটবার অস্ত্রবিশেষ। দা-কাটা (বিশেষণ) দা দিয়ে কুচানো হয়েছে এমন (দা-কাটা তামাক)। দা-কুমড়া সম্বন্ধ (বিশেষ্য) মারাত্মক শত্রুতা; অহিনকুল সম্বন্ধ (দায়ে কাটে কুমড়া যেমন-ভারতচন্দ্র রায়গুণাকর)। রামদা (বিশেষ্য) বৃহৎ দা বিশেষ; খড়গ। {(তৎসম বা সংস্কৃত) দাত্র>}
- Bengali Word দাঁ English definition [দা] (বিশেষ্য) ১ গন্ধবণিক সম্প্রদায়ের উপাধিবিশেষ। ২ শিক্ষিত; অভিজ্ঞ; নবিশ। {(ফারসি) দাঁন}
- Bengali Word দাঁও, দাঁ, দাও English definition [দাঁও, দাঁ, দাও] (বিশেষ্য) ১ সুযোগ; সুবিধা। ২ সহজে বা সুযোগে প্রচুর লাভ (বৃটিশ সরকার একটা বড় রকমের দাও মারিতে চাহিয়াছিলেন-মোঃ ওয়ালিউল্লাহ)। দাঁওপেচ, দাঁওপ্যাঁচ (বিশেষ্য) ১ কুস্তির বিশেষ বিশেষ কৌশল। ২ কার্যসিদ্ধির বিশেষ বিশেষ সুযোগ বা উপায় (পাটের বাজারে একটা বিষয় দাঁও-প্যাঁচের মাঝখানে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দাঁও মারা (ক্রিয়া) সুযোগ বুঝে লাভজনক কাজ করা; সহজে মোটা লাভ করা (মোকদ্দমা বুঝিয়া মুচি দাঁও মারিতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দান>}
- Bengali Word দাঁত English definition [দাঁত্] (বিশেষ্য) দন্ত; দশন; আহারকালে যার সাহায্যে আমরা খাদ্য চর্বণ করি। দাঁত কনকন করা (ক্রিয়া) দাঁতে ব্যথা করা; ঠাণ্ডা বা বেদনার জন্য দাঁতে এক প্রকার কষ্টদায়ক অনুভূতি হওয়া। দাঁত কনকনানি বি। দাঁত কপাটি (বিশেষ্য) দাঁতে দাঁতে লেগে থাকার অবস্থা; চোয়ালের খিলবদ্ধ হওয়া। দাঁত খামটি, দাঁত খামুটি (বিশেষ্য) ক্রোধ বা সংকল্পের সময়ে উপরের দন্তপঙ্ক্তির দ্বারা নিচের ঠোঁটে জোরে চেপে ধরার অবস্থা। দাঁত খিঁচানো (ক্রিয়া) দাঁত বের করে তীব্রভাবে তিরস্কার করা। দাঁত খিঁচুনি, দাঁত ছোলা (ক্রিয়া) ১ দাঁত মাজা। ২ দাঁতে মিশি দেওয়া (দাঁত ছোলা দোলা হাস্য অবিরাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। দাঁত তোলা (ক্রিয়া) ডাক্তারের সাহায্যে যন্ত্রণাদায়ক দাঁত উপড়ে ফেলা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না জানা বা বোঝা ১ সুযোগের সদ্ব্যবহার না করা; সময়ে কাজ না করা। ২ হিতকারীর মঙ্গল প্রয়াস সময়ে উপলব্ধি না করা। দাঁত পড়া (বিশেষণ) ১ বৃদ্ধ। ২ ফোকলা (দাঁত-পড়া বুড়ো)। দাঁত ফোটানো, দাঁত বসানো (ক্রিয়া) ১ দন্তস্ফুট করা; কামড়ানো। ২ ((আলঙ্কারিক)) কোনো কঠিন বিষয় উপলব্ধি করতে সক্ষম হওয়া। দাঁত বাঁধানো (ক্রিয়া) দাঁত পড়ে গেলে সেখানে কৃত্রিম দাঁত বসানো। দাঁত বের করা (ক্রিয়া) ১ হাস্য করা। ২ অপ্রতিভ ভাব প্রকাশ করা; দাঁত খিঁচানো। দাঁত ভাঙা (ক্রিয়া) ১ ((আলঙ্কারিক)) দর্প বা শক্তি চূর্ণ করা। □ (বিশেষণ) ১ দুরুচ্চার্য; উচ্চারণ করা (হাড়-ভাঙা পরিশ্রম করে দাঁত-ভাঙা সমাজের সৃষ্টি করিতেন না-প্রথম চৌধুরী)। ৩ দর্প চূর্ণকারী (দাঁত-ভাঙা জবাব)। দাঁত লাগা (ক্রিয়া) দাঁতে খিল লাগা। দাঁতাল, দাঁতালো১ (বিশেষণ) ১ দন্তযুক্ত। ২ বৃহৎ বা ধারালো দাঁত আছে এমন; দেঁতো; দন্তুর। দাঁতে কাঠি বা দড়ি দিয়ে থাকা (ক্রিয়া) পানাহার ত্যাগ করে উপবাসী হয়ে পড়ে থাকা। দাঁতে কুটো করা বা নেওয়া (ক্রিয়া) অত্যন্ত বিনীতভাবে অধীনতা বা পরাজয় স্বীকার করা; হার মানা। দাঁতে দাঁতে লাগা (ক্রিয়া) ১ অতিরিক্ত শীতের দরুন উপর পাটির দাঁতের সঙ্গে নিচের পাটির দাঁতের ক্রমাগত ঠোকাঠুকি হওয়া। ২ ভয়, মূর্ছা ইত্যাদির দরুন নিচের পাটির দাঁতের সঙ্গে উপর পাটির দাঁত বদ্ধ হওয়া। দাঁতের বাদ্যি (বিশেষ্য) খালি ঝগড়া। আক্কেল দাঁত ⇒ আক্কেল। গজ দাঁত (বিশেষ্য) শাখা দাঁত; দাঁতের গোড়া দিয়ে যে অতিরিক্ত দাঁত ওঠে। চিরন দাঁত (বিশেষ্য) চিরুনির মতো ফাঁক যে দাঁত। চিরনদাঁতি, চিরনদাঁতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। দুধ দাঁত, দুধের দাঁত ⇒ দুধ। {(তৎসম বা সংস্কৃত) দন্ত> (প্রাকৃত) দংত>}
- Bengali Word দাঁতকপাটি English definition [দাঁত্কপাটি] (বিশেষ্য) দাঁতে দাঁতে খিল লাগা (আদেখলের হল ঘটি, জল খেতে খেতে দাঁতকপাটি-প্রবচন)। {দাঁত+কপাট+ই}
- Bengali Word দাঁতন English definition [দাঁতোন্] (বিশেষ্য) দাঁত মাজার জন্য নিম, বাবলা, ইত্যাদি গাছের সরু ডাল। ২ ডাল দিয়ে দাঁত মাজার কাজ; দন্ত ধাবন। দাঁতন করা (ক্রিয়া)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত>দাঁত+অন}
- Bengali Word দাঁতা English definition [দাঁতা] (ক্রিয়া) গরু প্রভৃতি পশুর দুধের দাঁত পড়ে বয়সের দাঁত ওঠা (বাছুরটা এখনো দাঁতেনি)। দাঁতানো (ক্রিয়া) ১ দাঁত দ্বারা আঘাত করা; দাঁত বসানো। ২ দাঁত ওঠা। {(তৎসম বা সংস্কৃত) দন্ত>দাঁত+আ}
- Bengali Word দাঁতাল, দাঁতালো English definition [দাঁতালো] (বিশেষণ) বৃহৎ দন্তযুক্ত; দন্তুর। □ (বিশেষ্য) দাঁতওয়ালা; কুকুরাদি যেসব প্রাণী কামড়ায়। {(তৎসম বা সংস্কৃত) দাঁত+আল, আলো}
- Bengali Word দাঁত্যা, দেঁতে English definition [দাঁত্ত্যা, দেঁতে] (বিশেষ্য) ১ দাওয়া; বারান্দা; রক। ২ ঘরের চাল রক্ষার জন্য প্রাচীরের উপর আবদ্ধ মজবুত কাঠ (পাথরে দাঁত্যা দিল হনুমান বীর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তুলনীয়) দাওয়া}
- Bengali Word দাঁদুড়িয়া, দাঁদুড়ে, দাদুড়ে English definition [দাঁদুড়িআ, দাঁদুড়ে, দাদুড়ে] (অসমাপিকা ক্রিয়া) দৌড়াদৌড়ি বা দাপাদাপি করে (দাদুড়ে বেড়াইতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) দুর্দান্ত>}
- Bengali Word দাঁড় English definition [দাঁড়্] (বিশেষ্য) ১ নৌকা চালাবার ক্ষেপণীবিশেষ; এক ধরনের বৈঠা (দাঁড় টানা)। ২ খাঁচার পাখি বা পোষা পাখিদের বসবার দণ্ড (জিঞ্জির পায়ে দাঁড়ে বসে টিয়া চানা খায়-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) ১ খাড়া; দণ্ডায়মান। ২ অপেক্ষারত (আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে)। ৩ রুদ্ধগদি (গাড়ি দাঁড় করানো)। ৪ সুপ্রতিষ্ঠিত (কারবার দাঁড় করানো)। ৫ উপস্থিত; হাজির (সাক্ষী দাঁড় করানো)। ৬ উত্থাপিত; দায়ের (মামলা দাঁড় করানো)। □ (ক্রিয়া) দাঁড় করানো। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
- Bengali Word দাঁড়-কোদাল English definition [দাঁড়্কোদাল্] (বিশেষ্য) লম্বা হাতলযুক্ত বড় কোদাল (লাঙল আর মই, হেলা কোদাল আর দাঁড়-কোদাল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {দাঁড়-কোদাল}
- Bengali Word দাঁড়কাক English definition [দাঁড়্কাক্] (বিশেষ্য) অত্যন্ত কালো রঙের এক প্রকার বড় কাকবিশেষ। দাঁড়কাকের ময়ূরপুচ্ছ ১ ছোট হয়ে বড়দের অনুকরণের চেষ্টা। ২ ভণ্ডামির চিহ্ন। পাকা আম দাঁড়কাকে খাওয়া (ক্রিয়া) উৎকৃষ্ট বস্তুর অযোগ্য ব্যবহার হওয়া; সুন্দরী নারীর কুৎসিত পুরুষ-সঙ্গী হওয়া (হায় বিধি পাকা আম দাঁড়কাকে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ডকাক>}
- Bengali Word দাঁড়া ১ English definition [দাঁড়া] (বিশেষ্য) মেরুদণ্ড (শিরদাঁড়া); backbone। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়+আ}
- Bengali Word দাঁড়া ২ English definition [দাঁড়া] (বিশেষ্য) জমিতে পানি সেচনের জন্য কাটা নালি। {দণ্ড>}