দ পৃষ্ঠা ১৮
- Bengali Word দাঙ্গর ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দাঙ্গোর্] (বিশেষণ) ডাঙ্গর; শক্তিমান; বলবান। ⇒ ডাঙ্গর
- Bengali Word দাঙ্গা, দাংগা English definition [দাঙ্গা] (বিশেষ্য) দলবদ্ধ হয়ে মারামারি মারপিট বা কাটাকাটি। দাঙ্গা ফেসাদ, দাঙ্গা-ফাসাদ (বিশেষ্য) মারামাটি ও তার আনুষঙ্গিক কাজকর্ম; বিবাদ; মারপিট ও মামলা-মকদ্দমা। দাঙ্গা বাজ (বিশেষণ) ঝগড়া ও মারামারিতে অভ্যস্ত; দাঙ্গা করাই স্বভাব এমন। {(ফারসি) জঙ্গবাজ}
- Bengali Word দাঙ্গা-হাঙ্গামা English definition [দাঙ্গাহাঙ্গামা] (বিশেষ্য) ক্রমাগত দাঙ্গা বা মারামারি ও কাটাকাটি। {(ফারসি) দাঙ্গা-হাঙ্গামাহ}
- Bengali Word দাণ English definition ⇒ দান২
- Bengali Word দাণিলোঁ (-প্রাচীন বাংলা) English definition [দানিলোঁ] (ক্রিয়া) ছেদন করলো। {√দা+অন(ল্যুট্)=দান>}
- Bengali Word দাণ্ডা English definition [দান্ডা] (বিশেষ্য) ১ ডাণ্ডা; বড় লাঠি। ২ বংশী খণ্ড। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+(বাংলা) আ>}
- Bengali Word দাণ্ডাখাণ্ডা English definition [দান্ডাখান্ডা] (বিশেষণ) ১ পতিপুত্রহীনা নারী। ২ বাঁজা। {রণ্ডাষণ্ডা>?}
- Bengali Word দাণ্ডাল (-প্রাচীন বাংলা) English definition [দান্ডাল্] (ক্রিয়া) দাঁড়ানো; দণ্ডায়মান হওয়া (সকল দেবতা গিয়া দণ্ডাইল কূলে-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>+(বাংলা) আল}
- Bengali Word দাণ্ডি English definition [দান্ডি] (বিশেষ্য) পার্বত্য অঞ্চলে দুর্গম পথে মনুষ্যবাহী যানবিশেষ (গিন্নি সবে অসুখ থেকে উঠেছেন, তিনি ছাতি মাথায় দাণ্ডি চেপে চলেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাণ্ডি>ডাণ্ডি}
- Bengali Word দাণ্ডিক English definition [দান্ডিক্] (বিশেষণ) দণ্ড ধারণের যোগ্য। দাণ্ডিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+ইক(ঠঞ্)}
- Bengali Word দাতব্য English definition [দাতোব্বো] (বিশেষণ) ১ দানযোগ্য; দেয়। ২ যা সাধারণত দান করা হয় বা হয়ে থাকে। ৩ দান (তাঁহার দাতব্যে সব পায় বলাবল-সৈয়দ আলাওল)। দাতব্য চিকিৎসালয় (বিশেষ্য) যেখানে বিনা মূ্ল্যে চিকিৎসা করা হয় ও ঔষধ বিতরণ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √দা+তব্য(তব্যৎ)}
- Bengali Word দাতা English definition [দাতা] (বিশেষণ) ১ দানশীল; দান করে এমন; বদান্য। ২ দেয় এমন; দানকারী (হাজী মুহম্মদ মহসীন ছিলেন প্রকৃত দাতা)। ৩ প্রদানকারী (সংবাদদাতা)। দাত্রী (স্ত্রীলিঙ্গ)। দাতা কর্ণ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) অত্যন্ত দানশীল ব্যক্তি (রাজা আজি দাতা কর্ণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দাতালি (বিশেষ্য) ((ব্যঙ্গার্থ)) দান কর্ম; দাতাগিরি (ত্রিশ টাকা মাইনার গরিব মাষ্টারের এত দাতালি করা কি ঠিক হইয়াছে?-আবুল মনসুর আহমদ)। দাতৃত্ব (বিশেষ্য) দানশীলতা; বদান্যতা; দাতার কাজ। {(তৎসম বা সংস্কৃত) √দা+তৃ(তৃচ্)}
- Bengali Word দাত্যূহ English definition [দাত্তুহো] (বিশেষ্য) ১ ডাহুক; ডাক পাখি। ২ চাতক। {(তৎসম বা সংস্কৃত) দাত্যূহ}
- Bengali Word দাত্র English definition [দাত্ত্রো] (বিশেষ্য) কাটারি; দা। {(তৎসম বা সংস্কৃত) √দো+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word দাদ ১, দাউদ English definition [দাদ্, দাউ্দ্] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) দদ্রু>}
- Bengali Word দাদ ২ English definition [দাদ্] (বিশেষ্য) প্রতিশোধ; প্রতিহিংসা; অনিষ্টকারীর ক্ষতি সাধন (কাকে না কহিলে দাদ দিবেক ঈশ্বর-তোহ্ফা)। দাদ তোলা, দাদ নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ গ্রহণ করা। দাদ-ফরিয়াদ, দাদ-ফরেদ (বিশেষ্য) প্রতিকারের জন্য ফরিয়াদ; বিচারের জন্য নালিশ (এ খোদার মার এর তো কোন দাদ-ফরেদ নেই-কাজী আবদুল ওদুদ)। {(ফারসি) দাদ}
- Bengali Word দাদখাই English definition [দাদ্খাই্] (বিশেষ্য) বিচার প্রার্থনা। □ (বিশেষণ) বিচার প্রার্থনাকারী। {(ফারসি) দাদ্ খ রাহ্}
- Bengali Word দাদখানি English definition [দাদ্খানি] (বিশেষ্য) গৌড়ের কররানি-সুলতান দাউদ খানের নামে প্রসিদ্ধ সরু চালবিশেষ; দিনাজপুরে উৎপন্ন মিহি ও অতি উৎকৃষ্ট চাল। {(আরবি)দাউদ; (ফারসি) খান}
- Bengali Word দাদন English definition [দাদন] (বিশেষ্য) বায়না; দ্রব্যাদির অগ্রিম মুল্য বা মূল্যাংশ (যিনি নীলকরের কুঠীতে যাইয়া একবার দাদন লইয়াছেন, তাঁহার দফা একেবারে রফা হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। দাদন দার (বিশেষ্য) যে দাদন দেয়; দাদন দাতা। দাদনি, দাদনী (বিশেষণ) ১ যে কাজ বা দ্রব্যের জন্য দাদন দেওয়া আছে। ২ অগ্রিম প্রদত্ত অর্থাদি (দাদানি না দেয় এবে মহাজন সবে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) দাদল}
- Bengali Word দাদরা, দাদ্রা English definition [দাদ্রা] (বিশেষ্য) বাদ্যে হালকা তালবিশেষ (বাদলা হাওয়ায় তালবনা ঐ বাজায় চটুল দাদরা তাল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দর্দুর>}