দ পৃষ্ঠা ২০
- Bengali Word দানীয় English definition [দানিয়ো] (বিশেষণ) দানের যোগ্য; দেয়। □ (বিশেষ্য) দানের যোগ্য পাত্র; দানের বস্তু। {(তৎসম বা সংস্কৃত) √দা+অনীয়}
- Bengali Word দানুয়া, দেনো English definition [দানুয়া, দেনো] (বিশেষণ) শ্রাদ্ধাদি ক্রিয়াকর্মে ব্যবহৃত বা প্রদত্ত এমন বস্তু (দানুয়া গামছা, দেনো মাল)। □ (বিশেষ্য) দানের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) দান+(বাংলা) উয়া>ও}
- Bengali Word দানেশমন্দ, দানিশমন্দ, দানিশবন্দ English definition [দানেশ্মন্দ, দানিশমন্দ, দানিশ্বন্দ্] (বিশেষণ) ১ জ্ঞানী; পণ্ডিত; বিজ্ঞ। ২ ধর্মাত্মা; পুণ্যবান (বড়ই দানিশবন্দ কারে নাহি করে ছন্দ প্রাণ গেলে রোজা নাহি ছাড়ে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি; পুণ্যবান ব্যক্তি (দেখহ দানেশমন্দ, কোদরতের এক বন্দ, পছন্দ করিয়া বুঝ দেলে-সৈয়দ হামজা)। দানেশমন্দি, দানেশমন্দী (বিশেষ্য) পাণ্ডিত্য; বিচক্ষণতা; জ্ঞানবত্তা। (দানেশমন্দী তাজ সে দেশের অকালে আজ হচ্ছে গুঁড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) দানিশমান্দ}
- Bengali Word দানো English definition [দানো] (বিশেষ্য) দানব; দৈত্য; অপদেবতাবিশেষ (দানোয় এসে হঠাৎ কেশে ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর; এতদ্ব্যতীত দানোগণই এই বনের মধ্যে বাস করে-শেহা)। {(তৎসম বা সংস্কৃত) দনু+অ(অণ্)= দানব>}
- Bengali Word দান্ত ১ English definition [দান্তো] (বিশেষণ) ১ ইন্দ্রিয় দমন করেছে এমন; জিতেন্দ্রিয় (হইয়া দান্ত শান্ত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বশীভূত; দমিত; সংযত। ৩ দণ্ডিত; শাসিত; নিয়ন্ত্রিত। ৪ তপস্যার ক্লেশসহিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) √দম্+ত(ক্ত)}
- Bengali Word দান্ত ২ English definition [দান্তো] (বিশেষণ) ১ দাঁতসম্বন্ধীয়। ২ দাঁতের তৈরি। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+অ(অণ্)}
- Bengali Word দান্তি English definition [দান্তি] (বিশেষ্য) ১ ইন্দ্রিয়দমন; সংযম। ২ তপস্যার ক্লেশ সহিষ্ণুতা। {(তৎসম বা সংস্কৃত) √দম্+তি(ক্তি)}
- Bengali Word দান্দান English definition [দান্দান্] (বিশেষ্য) দন্ত; দাঁত (দান্দান্ ভেঙে লহু ঝরিয়াছে-মোস্তফা)। {(ফারসি) দন্দান}
- Bengali Word দাপ English definition [দাপ্] (বিশেষ্য) ১ দপট; প্রতাপ; তেজ (বৈশাখের দারুণ দাপে-আশরাফ সিদ্দিকী)। ২ অহঙ্কার; গর্ব; দর্প। {(তৎসম বা সংস্কৃত) দর্প>দপ্প>}
- Bengali Word দাপক English definition [দাপোক্] (বিশেষ্য) যে দান করায় বা দেওয়ায়। {(তৎসম বা সংস্কৃত) √দপ্+ণিচ্>দাপি+অক(ণ্বুল্)}
- Bengali Word দাপট English definition [দাপোট্] (বিশেষ্য) প্রবল প্রতাপ; দুর্দান্ত; প্রভাব; তেজ (দাপটে অস্থির)। {দাপ+ট}
- Bengali Word দাপদুপ English definition [দাপ্দুপ্] (অব্যয়) উচ্চ পদশব্দ; চলবার সময়ে ক্রমাগত পায়ের আওয়াজ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দাপন English definition [দাপোন] (ক্রিয়া) বিতরণ করানো; দান করানো। {(তৎসম বা সংস্কৃত) √দা+ণিচ্+অন(ল্যুট)}
- Bengali Word দাপনা English definition ⇒ দাবনা
- Bengali Word দাপনি, দাপুনি English definition ⇒ দাপনি
- Bengali Word দাপনি, দাপুনি ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দাপোনি, দাপুনি] (বিশেষ্য) ১ দর্পণ; আয়না। ২ দর্পণের মতো আভা বা চমক (শ্যাম তনু জ্যোতির্ময় সর্বাঙ্গ দাপনি-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) দর্পণ>(প্রাকৃত) দপ্পণ>(বাংলা) ই}
- Bengali Word দাপাদাপি English definition [দাপাদাপি] (বিশেষ্য) ১ সদর্পে ও সশব্দে ছুটাছুটি, চলাফেরা বা গোলমাল সৃষ্টি, লম্ফঝম্প ও বিশৃঙ্খলা সৃষ্টি (ছোটখাট বিষয় লইয়া দাপাদাপি করিয়া বেড়ানো-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ দুরন্তপনা; হৈ চৈ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দাপানো, দাপান English definition [দাপানো] (ক্রিয়া) ১ দাপদাপি করা। ২ ছটফট করা। ৩ আস্ফালন করা। দাপানি, দাপুনি (বিশেষ্য) ১ দাপাদাপিকরণ। ২ আস্ফালন; প্রতাপ। ৩ ছটফটানি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দাপিত English definition [দাপিতো] (বিশেষণ) ১ দান করানো বা দেওয়া হয়েছে এমন। ২ জরিমানার সাহায্যে দণ্ডিত; শাসিত। {(তৎসম বা সংস্কৃত) √দা+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word দাপী English definition [দাপি] (বিশেষণ) গর্বিত; অহঙ্কৃত। দাপিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দর্পী, দপির্ণী>}