দ পৃষ্ঠা ১৯
- Bengali Word দাদলানো, দাদালানো English definition [দাদ্লানো, দাদালানো] (ক্রিয়া) প্রহারসহ হাঁকানি; মারতে উদ্যত হয়ে তাড়া করা (দাদালিয়া দাবড়ে চাটি চড় চাপড়ে কামড়ে পাড়ে হাতী ঘোড়া-ঘনরাম চক্রবর্তী)। দাদলি, দাদলিয়া (অসমাপিকা ক্রিয়া)প্রহার বা তাড়না করে (দাদলি দুহাতে দেনা-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) দদ্ কর্না}
- Bengali Word দাদা English definition [দাদা] (বিশেষ্য) ১ পিতামহ; মাতামহ। ২ বড় ভাই। ৩ কনিষ্ঠভ্রাতা; পৌত্র; দৌহিত্র প্রভৃতিকে আদরের সম্বোধন। ৪ বয়োজ্যেষ্ঠ বা একদলভুক্ত ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন। দাদা ঠাকুর (বিশেষ্য) হিন্দু সমাজে নিম্ন বর্ণের লোক কর্তৃক ব্রাহ্মণকে সম্বোধন। দাদাবাবু (বিশেষ্য) ১ (হিন্দুদের মধ্যে) বড় ভাইয়ের তুল্য শ্রদ্ধেয় প্রভু। ২ (হিন্দু সমাজে) বড় বোনের স্বামী। দাদা মহাশয়, দাদা মশাই, দাদা মশায় (বিশেষ্য) হিন্দু ব্যবহারে মাতামহ। দাদাশ্বশুর (বিশেষ্য) স্বামী কিংবা স্ত্রীর পিতামহ বা মাতামহ; শ্বশুরের পিতা বা পিতৃব্য। ঠাকুরদাদা (হিন্দু সমাজে) পিতামহ; পিতার পিতা। {(তৎসম বা সংস্কৃত) দায়াদ>; অথবা (তৎসম বা সংস্কৃত) তাত>তাদ;(হিন্দি) দাদা}
- Bengali Word দাদাল English definition [দাদাল্] (বিশেষ্য) তাড়া; প্রহার করার ভঙ্গি; হাঁকানো (কালুর নন্দনে দেখে দিলেক দাদাল-ঘনরাম চক্রবর্তী)। ⇒ দাদলানো
- Bengali Word দাদালান, দাদালানো English definition ⇒ দাদলানো
- Bengali Word দাদালিয়া, দাদালে English definition [দাদালে্] (বিশেষ্য) চড়-চাপড়; হস্ত দ্বারা আঘাত (দু হাতে দাদালে হানে যার লাগি পায়-ঘনরাম চক্রবর্তী)। ⇒ দাদলানো
- Bengali Word দাদি, দাদী English definition [দাদি] বিট্ট (স্ত্রীলিঙ্গ) পিতামহী; (বাঙালি হিন্দুসমাজে) ঠাকুরমা (কেমন হল নাচন দাদী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {দাদা+ই, ঈ}
- Bengali Word দাদু ১ English definition [দাদু] (বিশেষ্য) দাদার আদরসূচক শব্দ। {দাদা+উ}
- Bengali Word দাদু ২, দাদূ English definition [দাদু] (বিশেষ্য) ২ মধ্যযুগের একজন সাধক কবি। দাদুপন্থি (বিশেষ্য) মধ্যযুগের প্রসিদ্ধ কবি সাধক ও ভক্ত দাদুর মতাবলম্বী সম্প্রদায়বিশেষ। {(হিন্দি) দাদু}
- Bengali Word দাদুর, দাদূর (পদ্যে ব্যবহৃত) English definition [দাদুর্] (বিশেষ্য) ব্যাং; ভেক। দাদুরি, দাদুরী, দাদূরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভেকী; মাদি ব্যাঙ (নবজল মদে মত্ত ডাকায় দাদূর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী; শোন্ গো কেবল দাদূর কি কয়-সত্যেন্দ্রনাথ দত্ত; দারুনী ডাউক দাদুরী ময়ূর চাতক নিনাদে ঘন-দৌখা; দাদূরী আঁধারে কাঁদেরে-সত্যেন্দ্রনাথ দত্ত; দাদুরী প্রমত্ত কনসার্টে খোলে রাত্রি মগ্নতার ভাঁজ-সানাউল হক)। {(তৎসম বা সংস্কৃত) দর্দূর>>(প্রাকৃত) দদ্দুর>}
- Bengali Word দান ১ English definition [দান্] (বিশেষ্য) ১ অর্পণ; প্রদান স্বত্ব ত্যাগ করে দেওয়া (ভিক্ষাদান)। ২ সম্প্রদান; উৎসর্গ (কন্যাদান, বলিদান)। ৩ বিতরণ (বিনামূল্যে ঔষধদান)। ৪ প্রদত্ত বস্তু (মূল্যবান দান)। ৫ ত্যাগ (দেহদান, দানব্রত)। ৬ বিবাহে-যৌতুক হিসেবে প্রদত্ত তৈজপত্র। ৭ হস্তিমদজল। ৮ পালা (এবার তোমার দান)। ৯ পাশা বা কড়ি খেলার ছক নিক্ষেপ (দান দেওয়া)। দানখণ্ড (বিশেষ্য) হিন্দুদের কৃষ্ণলীলায় নৌকা পার করা বিষয়ক পালা গান। দান-খয়রাত (বিশেষ্য) আপন স্বত্ব ত্যাগ করে টাকা-কড়ি বা বস্তু দেওয়া (দান-খয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দানধর্ম (বিশেষ্য) দানাদি কর্ম ও ধর্মীয় আচরণ। দানপতি (বিশেষ্য) অতিশয় দাতা; যে ব্যক্তি দানকর্মে সতত নিযুক্ত। দানপত্র (বিশেষ্য) স্বত্ব ত্যাগ করে অন্যকে কিছু দান করার দলিল। দানবীর, দানশৌণ্ড (বিশেষণ) অত্যন্ত দানশীল; সর্বস্ব দান করতে ইচ্ছুক এমন। দানশীল (বিশেষণ) দানে অভ্যস্ত; সর্বদা দানে রত এমন। দানসজ্জা (বিশেষ্য) বিবাহাদিতে বর বা বধূকে দানের জন্য সজ্জিত দ্রব্যসমূহ (বসিয়াছে দানসজ্জা বাম দিকে লয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দানসত্র (বিশেষ্য) যে প্রতিষ্ঠানে অনাহূত রবাহূত সকলের মধ্যেই নির্বিচারে খাদ্যাদি বিতরণ করা হয়। দান সাগর (বিশেষণ) ১ অত্যন্ত দানশীল। ২ হিন্দুদের মধ্যে শ্রাদ্ধোপলক্ষে শ্রাদ্ধকর্তা কর্তৃক ষোলোটি (ষোড়শ) দান। দানসামগ্রী (বিশেষ্য) দানের উপকরণ; দান করার জিনিসপত্র। ভরনদান (বিশেষ্য) জাতিবর্ণনির্বিবিশেষ গরিব-দুঃখীকে দান। যেমন দান তেমন দক্ষিণা ১ দানের পরিমাণ অনুযায়ী দক্ষিণা। ২ নিকৃষ্ট পারিশ্রমিকের পরিবর্তে তদনুরূপ আশা করা। {(তৎসম বা সংস্কৃত) √দা+অন(ল্যুট্)}
- Bengali Word দান ২ ((মধ্যযুগীয় বাংলা)), দাণ English definition [দান্] (বিশেষ্য) ১ শুল্ক; ঘাটের মাশুল; খেয়ার কড়ি (দান সাধসি যমুনার কূলে-বড়ু চণ্ডীদাস)। ২ তোলা; হাট-বাজারের ক্ষুদ্র ও অস্থায়ী বিক্রেতাদের নিকট থেকে খাজনার পরিবর্তে পণ্যাদি গ্রহন (কানাই কদম্ব মূলে ছলে দান সাধে-ঘনরাম চক্রবর্তী)। দাণী, দানী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) (বিশেষণ) খেয়াঘাটে মাশুল সংগ্রহকারী; ঘাটোয়াল (হেন নীলজ দানী-বড়ু চণ্ডীদাস; উৎকলে দানী রাখে চন্দন দেখিয়া-কৃদা)। ২ হাট-বাজারে শুল্ক সংগ্রহকারী; খাজনার পরিবর্তে যারা বিক্রেতার নিকট থেকে পণ্য গ্রহণ করে (কথো দূরে গেল মাত্র দানী দুরাচার-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) দান>(প্রাকৃত) দাণ}
- Bengali Word দানকুনা, দানকুনি, ডানকুনি English definition [দান্কুনা, দান্কুনি, ডানকুনি] (বিশেষ্য) এক প্রকার ছোট মাছ। {(তৎসম বা সংস্কৃত) √দান/ডান+কুন+আ, ই}
- Bengali Word দানব, দানা ১ English definition [দানোব্, দানা] (বিশেষ্য) অসুর; দৈত্য; দনুজ (সহস্র সহস্র চলে ভূত দানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। দানবী (স্ত্রীলিঙ্গ)। দানবদলন, দানবসংহার (বিশেষ্য) অসুর বিনাশ। দানবদলনী (বিশেষ্য) হিন্দুমতে অসুরনাশিনী দুর্গাদেবী; চণ্ডীদেবী। দানবারি (বিশেষ্য) ১ দেবতা; অসুরের শত্রু। ২ হিন্দুমতে অসুর বিনাশকারী; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) দনু+অ(অণ্)=দানব,>দানা}
- Bengali Word দানা ২ English definition [দানা] (বিশেষ্য) ১ ছোলা, মটর, কলাই প্রভৃতি শস্য। ২ বীজ; বিচি (এলাচি দানা)। ৩ খাদ্য; আহার (জোটে নাক ঘোড়ার দানা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ গোলাকার বা প্রায় গোলাকার বস্তু; বীজসদৃশ বস্তু (সাগু দানা)। ৫ মটর দানার আকৃতিবিশিষ্ট স্বর্ণময় গুটিকার দ্বারা গ্রথিত মালা (গলাতে নির্মিত মণি-মাণিক্যের দানা-কৃত্তিবাস ওঝা)। দানাপানি (বিশেষ্য) আহার ও পানীয়; অন্নজল (কিসের লাগিয়া তুমি ছাড়ছ দানাপানি-পূর্ববঙ্গ গীতিকা)। {(ফারসি) দানহ}
- Bengali Word দানাদার ১ English definition [দানাদার্] (বিশেষণ) দানাযুক্ত (দানাদার ঘি)। □ (বিশেষ্য) উপরে দানা-বাঁধা চিনিযুক্ত মিঠাইবিশেষ। {(ফারসি) দানহ্দার}
- Bengali Word দানাদার ২ (অপপ্রয়োগ) English definition [দানাদার্] (বিশেষণ) বিচক্ষণ; জ্ঞানপূর্ণ; বিবেচক; দরাজ (অতি মোলায়েম অথচ দানাদার গলায় তার কথা আরম্ভ করলেন-প্রথম চৌধুরী)। {(তুলনীয়) (ফারসি) দানিশমন্দ}
- Bengali Word দানি ১, দানী ১ English definition [দানি] (বিশেষণ) ১ দানশীল; দাতা। ২ ধনরক্ষক (পথে বড় বড় দানী বিঘ্ন নাহি করে-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) দান+(বাংলা) ই, ঈ}
- Bengali Word দানি ২ English definition [দানি] (বিশেষ্য) যে চোরাই মাল রাখে (ভুলালি আমায় দানি ভাঁড়া যায় সঙ্গী .... ভাঁড়া যায় কবে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দান+(বাংলা) ই}
- Bengali Word দানিশবন্দ, দানিশমন্দ English definition ⇒ দানেশমন্দ
- Bengali Word দানী English definition ⇒ দান