দ পৃষ্ঠা ২১
- Bengali Word দাপ্য English definition [দাপ্পো] (বিশেষণ) ১ দস্যু দমনযোগ্য; দণ্ডনীয়। ২ দানযোগ্য; দাতব্য; দাপনীয়। {(তৎসম বা সংস্কৃত) √দাপি+য (যৎ)}
- Bengali Word দাফন, দফন English definition [দাফোন্, দফন] (বিশেষ্য) মৃতদেহ গোরদান; লাশ সমাধিস্থকরণ (নবীর আশ্রমে যায় করিতে দাফন-হেয়াত মাহমুদ)। {(আরবি)দাফন}
- Bengali Word দাব ১ English definition [দাবো] (বিশেষ্য) ১ অরণ্য; বন (দাবানল)। ২ বনাগ্নি। ৩ অনল; অগ্নি; তাপ; উত্তাপ। দাবদগ্ধ (বিশেষণ) দাবানলে পুড়ে গেছে এমন; দাবানলে দগ্ধীভূত। দাবদাহ (বিশেষ্য) ১ দাবানলের তাপ। ২ প্রবল জ্বালা-যন্ত্রণা। দাব দাহন (বিশেষ্য) উত্তাপ (মধ্যাহ্নের দারুণ দাবদাহের শেষে-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √দু+অ(অণ্)}
- Bengali Word দাব ২, দাবকি English definition [দাব্, দাব্কি] (ক্রিয়া) ১ চাপ দেওয়া; চাপা; টেপা। ২ দমন; আধিপত্য; শাসন (দাবে রাখা)। ৩ ভর্ৎসনা; তাড়না; ধমক (অন্য যদি পাত্র হতো পেত খুব দাব-ঘনরাম চক্রবর্তী)। {(তুলনীয়) (হিন্দি) দাব=চাপ}
- Bengali Word দাবন English definition [দাবোন্] (বিশেষ্য) চাপন; চাপ দেওয়া; মর্দন। {√দাব্+অন}
- Bengali Word দাবনা, দাপনা English definition [দাব্না, দাপ্না] (বিশেষ্য) ঊরুর ভিতরের দিকস্থ মাংসল অংশ; জানুর উপরি ভাগের মধ্যস্থল (অঙ্গুলি পুড়িয়া যায় সাপিনী ফিরিয়া চায় ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {দাব, >+না}
- Bengali Word দাবলো English definition [দাব্লো] (বিশেষণ) ১ দুরন্ত; দুর্দান্ত। ২ বৃহৎ ও ভারী। ৩ দবজ; মজবুত; ভারসহ। {দাব+ওয়াল; (ফারসি) দবীজ}
- Bengali Word দাবা ১ English definition [দাবা] (বিশেষ্য) ১ শতরঞ্জ খেলা; chess। ২ মন্ত্রী নামক ঘুঁটি। দাবাড়ে, দাবাড়ু (বিশেষ্য) দাবা বা শতরঞ্জ খেলোয়াড়; ঐ খেলায় নিপুণ যে (আমার বাবা কাকা দুজনেই পাঁড় দাবাড়ে ছিলেন-সৈয়দ মুজতবা আলী)। দাবাবোড়ে, দাবাবড়ে (বিশেষ্য) দাবা বা শতরঞ্জ খেলার সব ঘুঁটি; দাবা খেলা। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>দরা>}
- Bengali Word দাবা ২ English definition [দাবা] (ক্রিয়া) ১ চাপ দেওয়া; চাপা; টেপা (হাত-পা দাবিয়ে দেওয়া)। ২ দমন করা (দাবিয়ে রাখা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। বগলদাবা করা (ক্রিয়া) বগলে চেপে ধরা; নিজের সম্পূর্ণ অধিকারে বা আয়ত্তে আনা। {√দাব্+আ}
- Bengali Word দাবা ৩ English definition ⇒ দাওয়া২
- Bengali Word দাবাই English definition ⇒ দাওয়া৪
- Bengali Word দাবাগ্নি, দাবানল English definition [দাবাগ্নি, দাবানল্] (বিশেষ্য) বনদহনকারী অগ্নি; গাছে গাছে বা কাঠে কাঠে ঘর্ষণজনিত অনল (যবে পশে দাবানল-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দাব+অগ্নি, অনল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দাবানল English definition ⇒ দাবাগ্নি
- Bengali Word দাবানো, দাবান English definition [দাবানো] (ক্রিয়া) ১ দমন করা; শাসন করা। ২ চেপে ধরা; চাপা। ৩ টিপে দেওয়া; টেপানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {দাবা+আনো}
- Bengali Word দাবাবড়ে, দাবাবোড়ে English definition ⇒ দাবা১
- Bengali Word দাবাড় English definition ⇒ দাবড়
- Bengali Word দাবাড়ু, দাবাড়ে English definition ⇒ দাবা১
- Bengali Word দাবি, দাবী English definition [দাবি] (বিশেষ্য) ১ স্বত্ব; অধিকার (আমি আমার দাবি ছাড়বো কেন?)। ২ ন্যায্য পাওনার জন্য অভিযোগ বা প্রার্থনা (আদালতে দাবি করা)। ৩ অধিকার ঘোষণা (আমি আমার প্রাপ্ত অংশের দাবি করছি)। দাবি দাওয়া (বিশেষ্য) ১ অধিকার ও তা আদায়ের জন্য প্রার্থনা বা ঘোষণা; স্বত্ব আদায়ের ইচ্ছা ও চেষ্টা। ২ অভাব-অভিযোগ। দাবিদার (বিশেষ্য) (বিশেষণ) ১ ওয়ারিশ; অংশীদার। ২ যে স্বত্বের দাবি করে; claimant। ৩ দাবিসম্পন্ন লোক। {(আরবি)দা’রা}
- Bengali Word দাবুড়ি English definition ⇒ দাবড়ি
- Bengali Word দাবড়, দাবাড় English definition [দাবোড়্, দাবাড়্] (বিশেষ্য) ১ তাড়া; ধাওয়া; পশ্চাদ্ধাবন (বিশাল বিক্রমে বাঘে দিলেন দাবড়-ঘনরাম চক্রবর্তী)। ২ দলন; মর্দন; মারামারি (ঘোরার হ্রেষণি শুনি হাতীর দাবড়-ঘন)। ৩ প্রচণ্ড আক্রমণ। ৪ ধমক; ভয় প্রদর্শন। দাবড়ি ⇒। {দাপট>}