দ পৃষ্ঠা ২২
- Bengali Word দাবড়ানো, দাবড়ান English definition [দাবড়ানো] (ক্রিয়া) ১ ধমকানো; শাসন করার জন্য ভয় দেখানো। ২ পশ্চাদ্ধাবন করা; তাড়া করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {√দাবড়া+আনো}
- Bengali Word দাবড়ি, দাবড়ানি, দাবুড়ি English definition [দাবড়ি, দাব্ড়ানি, দাবুড়ি] (বিশেষ্য) ১ ধমক; কঠিন তিরস্কার; তীব্র ভর্ৎসনা; শাসনের জন্য ভয় প্রদর্শন (দাবড়ি খেয়ে টিট হয়ে গিয়েছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ তাড়া; তাড়না; শাসন (ক্লার্ক .... এক দাবড়ি দিযে দরজাটি বন্ধ করে গান ধল্লেন-কালীপ্রসন্ন সিংহ)। {দাবড়>}
- Bengali Word দাম ১ English definition [দাম্] (বিশেষ্য) ১ রজ্জু; গরু ইত্যাদি বাঁধার লম্বা দড়ি; ছাঁদন-দড়ি। ২ সুতা। ৩ মালা; কুসুমহার। ৪ গুচ্ছ (তোমার আকুল অলক দামে-কাজী নজরুল ইসলাম)। ৫ একজাতীয় জলজ তৃণ; দল (পাটা-শেওলার দামে নামিয়া আসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √দো+মন(মনিন্)}
- Bengali Word দাম ২ English definition [দাম্] (বিশেষ্য) ১ মূল্য; ক্রয়-বিক্রয়ে দ্রব্যের বিনিময় নির্ধারণ; দর (ভাল দেখে কিনে লয় দিয়ে ভাল দাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বেতন; মজুরি। ৩ বেশি মূল্য (কয় মণ পাট রেখেছিলাম, দামে বেচব-শওকত ওসমান)। ৪ ((আলঙ্কারিক)) মর্যাদা (কথার দাম)। দামি, দামী (বিশেষণ) ১ মূল্যবান; অনেক মূল্য এমন (হারায় কতক যা আছে মোর দামি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ((আলঙ্কারিক)) মর্যাদাবান (দামি কথা)। দামড়ি (বিশেষ্য) পুরাতন পয়সার এক অষ্টমাংশ; মুদ্রাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দ্রম্ম; গ্রি. drachma}
- Bengali Word দামন, দমন, দাওন English definition [দামোন, দমন, দাওন্] (বিশেষ্য) বস্ত্রাদির প্রান্তভাগ; আঁচল; কুর্তার অগ্রভাগ (মওলানা সাহেব চওগার দমনে চোখ মুছিলেন-আবুল মনসুর আহমদ; ছয় দুয়ার পার হইল হপ্তম দুয়ারে। পিচনের দাওন বিবি ইউছফেরে ধরে-ফকির গরীবুল্লাহ)। দামনগির, দামনগীর (বিশেষণ) ১ ((আলঙ্কারিক)) দাবিদার; আপত্তিকারী (দামনগীর না হইবে তোমরা তাহার-সৈয়দ হামজা)। ২ ((আলঙ্কারিক)) নির্ভরশীল; অন্যের গলগ্রহ এমন। পীরের দামন ধরা (ক্রিয়া) পীরের কাছে মুরিদ হওয়া; আধ্যাত্মিক উন্নতির জন্য পীরের শিষ্যত্ব গ্রহণ করা (দামন না ধরিয়া কেহ যমিরের রওশ্নী ও রুহের তরক্কী হাসেল করিতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) দামন}
- Bengali Word দামনি, দাম্নী English definition [দাম্নি] (বিশেষ্য) পশু বাঁধার দড়ি। {(তৎসম বা সংস্কৃত) দাম>}
- Bengali Word দামরা English definition [দাম্রা] (বিশেষ্য) দামামা; বোল (ঘনঘোর বাজাইয়া দামা-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) দমামহ্}
- Bengali Word দামা English definition [দামা] (বিশেষ্য) চর্ম দ্বারা বদ্ধমুখ বাদ্যযন্ত্রবিশেষ (ঘনঘোর বাজইয়া দামা-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) দমামহ্}
- Bengali Word দামাদ, দামান্দ, দামান (বিরল) English definition [দামাদ্, দামান্দ্, দামান্] (বিশেষ্য) জামাতা; জামাই; কন্যার পতি (তেছরা ওছমান গনি, নবীর দামাদ তিনি-সৈয়দ হামজা)। দামাদকুশ (বিশেষণ) জামাতাকে হত্যা করে এমন; জামাতৃহন্তা (নসর উল্লা জামাইকে খুন করে ‘দামাদ-কুশ’ (জামাতৃহন্তা) আখ্যায় কলঙ্কিত হতে চাইবেন না-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) দামাদ}
- Bengali Word দামামা English definition [দামামা] (বিশেষ্য) নাগরা; ঢাকজাতীয় রণবাদ্য (বাজিছে দামামা বাঁধ রে আমামা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দামামহ্}
- Bengali Word দামাল, দাম্বাল, ডামাল English definition [দামাল্, দাম্বাল্, ডামাল্] (বিশেষণ) ১ দুর্দান্ত; দুরন্ত; অশান্ত। ২ ক্ষয়প্রাপ্ত; নষ্ট (ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দমাল্}
- Bengali Word দামি English definition ⇒ দাম
- Bengali Word দামিনী English definition [দামিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বিদ্যুৎ (শোভে দামিনীর প্রায় ঘরের আঁধারে-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) দামন্+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word দামী English definition ⇒ দাম২
- Bengali Word দামুড়ী English definition ⇒ দামড়া
- Bengali Word দামোদর English definition [দামোদর্] (বিশেষ্য) ১ (হিন্দুমতে) শ্রীকৃষ্ণ; যার উদরে দাম (রজ্জু) জড়িয়ে বেঁধে রাখা হয়েছে। ২ পশ্চিমবঙ্গের একটি নদের নাম। {(তৎসম বা সংস্কৃত) দাম(দামন্)+উদর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দাম্পত্য English definition [দাম্পোত্তো] (বিশেষণ) দম্পতি সংক্রান্ত। □ (বিশেষ্য) ১ স্বামী-স্ত্রীর প্রণয়। ২ দম্পতি সম্বন্ধ; বিবাহিত অবস্থা; বিবাহিত জীবন। দাম্পত্য কলহ (বিশেষ্য) স্বামী-স্ত্রীর ঝগড়া। দাম্পত্য প্রেম, দাম্পত্য প্রণয় (বিশেষ্য) স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি অনুরাগ। {(তৎসম বা সংস্কৃত) দম্পতি+য(যক্), জায়া(দম্ গৃহিণী অর্থে)+পতি}
- Bengali Word দাম্ভিক English definition [দাম্ভিক্] (বিশেষণ) ১ অহঙ্কারী; দর্পী; গর্বিত। ২ দম্ভ প্রকাশকারী; দর্পযুক্ত (তাঁর মনে ভেসে উঠল দাম্ভিক একখানা মুখ-হেয়াত মাহমুদ)। ৩ দাম্ভিকতা। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ+ইক(ঠক্)}
- Bengali Word দামড়া English definition [দাম্ড়া] (বিশেষ্য) ১ ছিন্নমুষ্ক ষাঁড়; বলদ। ২ ষাঁড়। দামড়া-বাছুর (বিশেষ্য) ষাঁড় বাছুর (বিপ. বকনা বাছুর)। দামিড়, দামুড়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বকনা বাছুর (ছাগলের ছাও বেচি কিনিব দামুড়ী-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) দম্য>দাম+ড়া}
- Bengali Word দার ১, দারা English definition [দার্, দারা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পত্নী; ভার্যা (দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার-হেয়াত মাহমুদ)। দারকর্ম, দারগ্রহণ, দারপরিগ্রহ (বিশেষ্য) বিবাহ; পরিণয়। দারাসুত (বিশেষ্য) স্ত্রী-পুত্র। {(তৎসম বা সংস্কৃত) √দারি+অ(অচ্), + আ(বহুব)}