দ পৃষ্ঠা ২৫
- Bengali Word দাসেয় English definition [দাশেয়ো] (বিশেষ্য) দাসীর গর্ভে উৎপন্ন পুত্র। {(তৎসম বা সংস্কৃত) দাস+ এয়(ঢক্)}
- Bengali Word দাস্ত English definition [দাস্তো] (বিশেষ্য) পাতলা মল; উদরাময়; ভেদ। {(ফারসি) দস্ত}
- Bengali Word দাস্ত-কারবালা English definition [দাস্ত্কার্বালা] (বিশেষ্য) কারবালার প্রান্তর; কারবালা নামক মরু-প্রান্তর (এমাম হোসেন পথ ভুলিয়া ‘দাস্ত-কারবালা’ অভিমুখে যাইতেছেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) দশ্ৎ-ই-কারবালা}
- Bengali Word দাস্য English definition [দাশ্শো] (বিশেষ্য) ১ দাসের ভাব (প্রভূত দম্ভ, বিনীত দাস্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৈষ্ণবশাস্ত্র অনুসারে সেবকভাবে ঈশ্বরের উপাসনা। {(তৎসম বা সংস্কৃত) দাস+য (ষ্যঞ্)}
- Bengali Word দাহ English definition [দাহো] (বিশেষ্য) জ্বলন; দহন (গৃহদাহ)। ২ শবদাহ (দাহকর্ম)। ৩ জ্বালা; যাতনা (ক্ষতের দাহ, মনের দাহ)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+ অ(ঘঞ্)}
- Bengali Word দাহক English definition [দাহোক্] (বিশেষণ) ১ দাহনকারী; পোড়ায় এমন। ২ যাতনা দেয় এমন; যন্ত্রণাদায়ক। দাহিকা (স্ত্রীলিঙ্গ)। দাহক্রিয়া (বিশেষ্য) শবদাহ; অগ্নিসৎকার। দাহঘ্ন (বিশেষ্য) যা শরীরের জ্বালা দূর করে; দেহের তাপ প্রতিষেধক। দাহজ্বর (বিশেষ্য) যে জ্বরে দেহের তাপ ও জ্বালা বাড়ে। দাহিকা শক্তি (বিশেষ্য) দগ্ধ করার বা পোড়ানোর ক্ষমতা (আমরা অগ্নিতে জন্মিয়া ছাই! দাহিকাশক্তিহীন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+অক (ণ্বুল্)}
- Bengali Word দাহন English definition [দাহোন্] (বিশেষ্য) দহন; দগ্ধকরণ; পোড়ানো (দুরিত দুঃখ দাহনে আপনি আপনা তুমি করিলে অর্পণ-কালীপ্রসন্ন ঘোষ)। ২ সন্তাপ সৃষ্টিকারী (হয়তো বা আশার দাহনে উদ্বেল-জীবনানন্দ দাশ)। দাহক, দাহিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+ণিচ্+ অন (ল্যুট্)}
- Bengali Word দাহা English definition [দাহা] (ক্রিয়া) দাহ করা। {(তৎসম বা সংস্কৃত) দাহ+(বাংলা) আ}
- Bengali Word দাহিকা English definition [দাহিকা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দহনকারিণী; পোড়ায় এমন। ২ যন্ত্রণা প্রদান করে এমন; যন্ত্রণাদায়িনী। দাহিকাশক্তি ⇒ দাহ। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+অক(ণ্বুল্)+ আ(টাপ্)}
- Bengali Word দাহিত English definition (বিশেষণ) দগ্ধ বা ভস্ম করা হয়েছে এমন; দগ্ধীকৃত; ভস্মীকৃত। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+ণিচ্(দাহি)+ত(ক্ত)}
- Bengali Word দাহী (-হিন্) English definition [দাহি] (বিশেষণ) দাহকারী; যন্ত্রণাদায়ক। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+ইন্(গিনি)}
- Bengali Word দাহ্য English definition [দাজ্ঝো] (বিশেষণ) ১ দহনযোগ্য; দগ্ধ করা উচিত এমন; দহনীয় (দাহ্য পদার্থ)। ২ সহজে জ্বলে ওঠে এমন। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+য}
- Bengali Word দাড় English definition [দাড়্] (বিশেষ্য) ১ দাঁত। ২ কাটার মুখ (দন্তগুলো যেন মূলা অতি তীক্ষ্ণ দাড়-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত) দংষ্ট্রা>(প্রাকৃত) দাঢা>}
- Bengali Word দাড়া, দাঢ়া English definition [দাড়া] (বিশেষ্য) ১ বৃহৎ দাঁত; দংষ্ট্রা (বিকট দাড়া বেরুনিয়া জনে খাইতে ধায়-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ হুল। □ (বিশেষণ) চিংড়ি বা কাঁকড়ার দাঁতযুক্ত লম্বা ঠ্যাং। {(তৎসম বা সংস্কৃত) দংষ্ট্রা>(প্রাকৃত) দাঢা>দাড়া}
- Bengali Word দাড়ি, দাঢ়ি English definition [দাড়ি] (বিশেষ্য) ১ চিবুক বা গালের লোম; শ্মশ্রু (বুড়োর ভীত চোখ দিয়ে জল পড়ছে, দাড়ি দিয়ে রক্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চিবুক; থুতনি। দাড়ি কামানো, দাড়ি ফেলা (ক্রিয়া) ক্ষুর, কাঁচি ইত্যাদি সহযোগে দাড়ি মুণ্ডন করা। দাড়িয়াল, দেড়েল, দেড়ে (বিশেষণ) গালের লোম বা দাড়িবিশিষ্ট; শ্মশ্রুযুক্ত। চাপদাড়ি (বিশেষ্য) সমস্ত চোয়াল ও চিবুকব্যাপী দাড়ি; ঘন শ্মশ্রু। ছাগলদাড়ি (বিশেষ্য) ছাগলের মতো চিবুকে সামান্য কিছু দাড়ি। বুকে বসে দাড়ি উপড়ানো (ক্রিয়া) আশ্রয়দাতা বা উপকারীর ক্ষতি বা সর্বনাশ করা। {(তৎসম বা সংস্কৃত) দাঢিকা>}
- Bengali Word দাড়িকানা English definition [দাড়িকানা] (বিশেষ্য) এক ধরনের ক্ষুদ্রাকৃতি মাছ (কূলে কূলে চলে খরসুলা মাছ-দাড়িকানা পালে পালে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) √দান/ডান+কুন+আ>}
- Bengali Word দাড়িম English definition ⇒ দাড়িম্ব
- Bengali Word দাড়িম্ব, দাড়িম, দালিম English definition [দাড়িম্বো, দাড়িম্, দালিম] (বিশেষ্য) ডালিম ফুল বা গাছ; বেদানাজাতীয় ফল বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) দাড়িম্ব}
- Bengali Word দাড়ুক, দাঁড়ুকা English definition [দাড়ুকা] (বিশেষ্য) লৌহশৃঙ্খল (তাড়াতাড়ি গমনে দাড়ুকা পায়ে দেবে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>(বাংলা) দাঁড়+উক, উকা>}
- Bengali Word দাঢ়া, দাঢ়ি English definition ⇒ যথাক্রমে দাড়া ও দাড়ি