দ পৃষ্ঠা ২৩
- Bengali Word দারওয়ান English definition ⇒ দারোয়ান
- Bengali Word দারক English definition [দারোক্] (বিশেষ্য) ১ পুত্র। □ (বিশেষণ) ভেদক; বিদারক। দারিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+অক(ণ্বুল্)}
- Bengali Word দারচিনী English definition ⇒ দারু
- Bengali Word দারণ English definition [দারোন্] (বিশেষ্য) ১ বিদীর্ণকরণ; ভেদন; বিদারণ। ২ বিদীর্ণকারী অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ণিচ্(=√দারি)+অন(ল্যুট্)}
- Bengali Word দারব English definition [দারোব্] (বিশেষণ) কাঠ দ্বারা প্রস্তুত; দারুময়। {(তৎসম বা সংস্কৃত) দারু+অ(অণ্)}
- Bengali Word দারহাম English definition ⇒ দিরহাম
- Bengali Word দারা English definition ⇒ দার
- Bengali Word দারাইছ English definition [দারাই্ছ্] (বিশেষ্য) দাঁড়াশ সাপ (দারাইছ সাপের রস দিয়া তায় বানাইল-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
- Bengali Word দারাজ, দারাজ-দিল, দারাজ-দিলী, দারাজসিনা English definition ⇒ দরাজ
- Bengali Word দারি English definition ⇒ দার
- Bengali Word দারিকা ২ English definition ⇒ দারক
- Bengali Word দারিত English definition [দারিতো] (বিশেষণ) বিদীর্ণ করা হয়েছে এমন; বিদারিত। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word দারিদ ((ব্রজবুলি)) English definition [দারিদ] (বিশেষ্য) ১ দারিদ্র্য (না পুরে অল্প ধনে দারিদ তিয়াস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দারিদ্র্য>}
- Bengali Word দারিদ্র English definition ⇒ দারিদ্র্য
- Bengali Word দারিদ্র্য, দারিদ্র English definition [দারিদ্দ্রো] (বিশেষ্য) ১ নির্ধনতা; দরিদ্র অবস্থা; দরিদ্রতা। ২ অভাব (চিন্তার দারিদ্র্য)। ৩ দৈন্য; দীনতা। {(তৎসম বা সংস্কৃত) দরিদ্র+য (ষ্যঞ্), অ(অণ্)}
- Bengali Word দারী English definition [দারি] (বিশেষ্য) ১ গণিকা; বেশ্যা (ঘর ত্যজি দারী সঙ্গে মন মজাইলা-ঘনরাম চক্রবর্তী)। ২ লাম্পট্য। ৩ বেশ্যাবৃত্তি। {ওড়িয়া দারী}
- Bengali Word দারু ১ English definition [দারু] (বিশেষ্য) কাঠ; কাষ্ঠ। দারুচিনি, দারচিনি, ডালচিনি বি মসলারূপে ব্যবহৃত; বৃক্ষবিশেষের মিস্ট ও সুগন্ধযুক্ত বাকল। দারুজ, দারুময় (বিশেষণ) ১ কাঠের তৈরি (একটি বৃহৎ দারুময় দর্বী নিমজ্জিত করিয়া-রাজশেখর বসু (পরশু))। ২ কাঠ থেকে জাত। দারুদহন (বিশেষ্য) দাবানল (দুহু দিশ দারুদহনে যৈচে দগধই-বিদ্যাপতি)। দারু-পিপীলিকা (বিশেষ্য) কাঠপিঁপড়া (কুসুম ভিতরে মাতা পাতিলেন মায়া। পলাশে রহিলা দারু-পিপীলিকা হৈয়া-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দারুব্রহ্ম (বিশেষ্য) উড়িষ্যার জগন্নাথ নামক হিন্দু দেবতার কাষ্ঠনির্মিত মূর্তি। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+উ(উণ্)}
- Bengali Word দারু ২ English definition [দারু] (বিশেষ্য) ১ ঔষধ। ২ মদ; সুরা। {(ফারসি) দারূ}
- Bengali Word দারুক English definition [দারুক্] (বিশেষ্য) ১ কৃষ্ণের সারথির নাম। ২ কাঠ। ৩ দেবদারু বৃক্ষ। ৪ কাঠের তৈরি পুতুল। {(তৎসম বা সংস্কৃত) দারু+ক(কন্)}
- Bengali Word দারুকা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দারুকা] (বিশেষ্য) শৃঙ্খল; লৌহদণ্ড (পায়েত দারুকা হস্তে দিল হাতকড়ি-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়>দাড়+উকা> দারুকা}